Loading...
- যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয় তাদেরকে অধাতু বলে। তবে আধুনিক সংজ্ঞা অনুযায়ী, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে।
- অধাতু সমূহের প্রধান বৈশিষ্ট্য গুলো হলো ঃ
- অধাতু সমূহ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়।
- অধাতু সমূহ ধাতু সমূহের সাথে আয়নিক বা তড়িৎযোজী বন্ধনে আবদ্ধ হয়।
- অধাতু অধাতুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়।
- অধাতু সমূহের গলনাংক ও স্ফুটনাংক নিম্ন হয়।
- অধাতু সমুহে মুক্ত ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন থাকে না বিধায় এরা তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে না।
- অধাতু সমূহ সাধারণত কক্ষ তাপমাত্রায় তরল অথবা গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। ( বাতিক্রম- আয়োডিন )