আরডুইনোতে হাতেখড়ি free pdf download


Loading...


নাম:- আরডুইনোতে হাতেখড়ি pdf download   

আরডুইনোতে হাতেখড়ি pdf download   →লেখক:- রুহুল আমীন/মুনেম শাহারিয়ার/সাদিয়া কবির দিনা।

পৃষ্ঠা:- ১৫৫। 

আরডুইনোতে হাতেখড়ি pdf download   →সাইজ:- ১৫এম্বি। 

আরডুইনোতে হাতেখড়ি pdf download  বইয়ের শুরুর আগে:-

প্লেটো বলে গেছেন,যেকোনো কাজের সবছেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শুরুটা। তাই তুমি যত দিন শুরু করবে না ততদিন জানবে না তোমার ব্দারা কত কী করা সম্ভব ছিল!!!

আমরা আরডুইনো দিয়ে আমাদের কাজ শুরু করবো।  কিন্তু কেন আরডুইনো?কারণ আরডুইনো সহজ৷ শেখা,কোড করা, নতুন প্রজেক্ট বানানো সবই খুব সহজ। আরডুইনো দিয়ে তুমি প্রোগ্রামিং চর্চাও করতে পারবে মজার ছলে। সবছেয়ে বড় কথা হলো, তুমি যতটা চমৎকার কল্পনা করতে পারবে, তততাই উদ্ভাবনী প্রজেক্ট বানিয়ে ফেলতে পারবে আরডুইনো দিয়ে। 

তুমি কি তোমার স্কুলের বিজ্ঞান মেলায় সেরা একটি প্রজেক্ট বানাতে চাও?তুমি কি একটা ছোট গাড়ি বানাতে চাও, যা নিজে থেকেই পথ খুজে চলবে? নাকি এমন একটা রোবট যে তোমার ফোন নিয়ন্ত্রিত? 

তুমি কি জানো অটমেশন কী?আমাদের জীবনব্যাবস্থার কোন একটা বিষয়ক অটোমেটিক বা কম্পিউটারাইজড করে ফেলা হলো অটোমেশন। 

যেমন ধরো তোমার বাসায় পানির মেশিন আছে। ট্যাংকি খালি হলে পানির মেশিন চালু করতে হয়। আবার পানি ভর্তি হলে মেশিনের সুইচ হাতে বন্ধ করতে হয়। এই কাজটা যদি কম্পিউটারকে ঘটনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কাজ শিখিয়ে বলে দেওয়া হতো এবং সে নিজে নিজেই করতে পারত, তা হত অটোমেশন। 

তোমার পুরো বাড়িকে অটোমেশন করে স্মার্ট হোম বানিয়ে ফেলতে চাও??   

আজকে তুমি যদি এই বইটি হাতে নিয়ে আরডুইনো শেখা শুরু করো, তবে আজকেই শুরু হবে ইলেকট্রনিকস-রোবোটিকস-ইন্টারনেট অব থিংস-অটোমেশনের জগতে তোমার পথচলা। 

যখন তোমার কোড করা চোখের সামনে একটা বাতি জালাবে, যখন তোমার লেখা কোড অনুযায়ী একটা রোবটের চাকা ঘুরবে সেই মূহুর্তের অনুভূতি অসামান্য। 

এবার তুমি নিজেকে প্রশ্ন করো শুরুর আর কত দেরী আছে?পাঞ্জের??? 

বইটি কাদের জন্য??

বলা হয় যে বই পড়ার কোনো বয়স লাগে না। যেকোনো বয়সেই মানুষ নতুন কিছু শিখতে চাইলে বই পড়তে পারে। আমাদের এ-ই বইটিও সবার জন্য। তবে হ্যাঁ বইটি এমনভাবে লিখেছি জেনো নিম্নমাধ্যমিক শ্রেণীর যেকোনো শিক্ষার্থী পড়ে মজা পায়৷      

বিঃদ্রঃ আরডুইনোতে হাতেখড়ি pdf download   বইটি লেখক দ্ধারা উন্মুক্ত করা কোরোনা ভাইরাস এর কারনে তাই এর অরিজিনাল আরডুইনোতে হাতেখড়ি pdf download পিডিএফ টা দেওয়া হলো নিচে।     

তাই আর দেরী না করে আরডুইনোতে হাতেখড়ি pdf download   বইটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটন এ ক্লিক করুন।   

            

আরডুইনোতে হাতেখড়ি free pdf download

Size:-15MB.

Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *