বর্তমানে আমাদের দেশের পরিস্থিতিতে সবচেয়ে দুর্লভ যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে চাকরি। বিশেষ করে একটি সরকারি চাকরি। অনার্স মাস্টার্স কমপ্লিট করে ও ভালো মানের একটি চাকরি পাওয়া কষ্টসাধ্য বিষয় হয়ে পড়ে। পাশাপাশি আর্থিক সংকটের বিষয়টি তো রয়েছেই। তো সেজন্য সে সব পরিস্থিতির শিকার হয়ে অনেক স্টুডেন্ট ইং চায় এসএসসি পাস করে যেন মোটামুটি লেভেলের একটি সরকারি চাকরি করা যায়। কিন্তু এসএসসি পাস কৃত স্টুডেন্টদের জন্য বাংলাদেশের জব সেক্টর এ কোন কোন পদ গুলো বরাদ্দ রয়েছে? সেগুলোর ব্যাপারে সম্যক ধারণা না থাকার কারণে অথবা এসএসসি পাশ করে যে সমস্ত সরকারি চাকরি পাওয়া সম্ভব তা নাজানার কারণে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।
তো সেজন্যে আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে, এসএসসি পাশ করা একজন স্টুডেন্ট কোন কোন ক্যাটাগরি চাকরি তে এপ্লিকেশন করতে পারবেন। বা আমাদের দেশে কোন কোন সেক্টর গুলোতে তাদের জন্য পথ বরাদ্দ রয়েছে। আজকের পোস্টে আমরা এমন কয়েকটি পদের ব্যাপারে জানবো, যেগুলোতে এসএসসি পাস কৃত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রিয় পাঠক চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক।
১. অফিস সহায়ক:
শুরুতেই আমরা এমন একটি পদ দেখব যেটা হচ্ছে এসএসসি পাস করা স্টুডেন্টদের সবচেয়ে আকর্ষণীয় একটি পদ। পদের নাম হচ্ছে অফিস সহায়ক, এই পদ টিতে অ্যাপ্লিকেশনও করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি। আর এই পদে মূল বেতন অর্থাৎ বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ থেকে ২০০১০ টাকা।
আপনারা অনেকেই জানেন এসএসসি পাস করে যে সকল চাকরিতে জয়েন করা হয়, সে চাকরি গুলোর মধ্যে প্রায় সবগুলো চাকরি ২০ তম গ্রেডের হয়ে থাকে। তো সেই গ্রেড অনুযায়ী বেতন ভাতা আপনার অবশ্যই পাবেন, তো এখানে মূল বেতন হচ্ছে ৮২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
২.অফিস সহায়ক কাম চাবিরক্ষক:
দ্বিতীয় নাম্বারে আমরা দেখব অফিস সহায়ক কাম চাবি রক্ষক। অর্থাৎ অফিস সহায়ক তো আপনি হবেন ই পাশাপাশি চাবি রক্ষকের কাজ টিও আপনি করবেন। এই পদগুলো এক ই প্রতিষ্ঠানে থাকবে না, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন পদ গুলো থাকবে। তো এই পদ এ অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে (এসএসসি পাস) আর এখানে মূল ও বেতন হচ্ছে ৮২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
৩. সহকারীর ডেসপাস রাইডার
এখানেও এপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে আপনার (এসএসসি পাস) পাশাপাশি বেতন স্কেল এক অর্থাৎ ৮২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
৪. দপ্তরী:
পরবর্তীতে আমরা যে পদ্ধতিতে সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি পাওয়া যায় পদের নাম হচ্ছে দপ্তরী। যেখানে এসএসসি পাশে এপ্লিকেশন করা যায় এবং মূল বেতন হচ্ছে ৮২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
তো পাঠক এই বেতন গুলো হচ্ছে মূল বেতন। এখন হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে সবগুলো পদ কি এক ই প্রতিষ্ঠানে থাকবে কিনা? অবশ্যই থাকবে না যে প্রতিষ্ঠানে অফিস সহায়ক পদে থাকবে ,সেখানে হয়তো বা দপ্তরের পদ কি নাও থাকতে পারে। প্রতিষ্ঠানভেদে প্রয়োজন অনুযায়ী পদগুলো থাকবে।
৫. ফটোকপি মেশিন অপারেটর:
পরবর্তী জনপ্রিয় পদ টি হচ্ছে ফটোকপি মেশিন অপারেটর। যদিও এ পদে এসএসসি পাসে প্লিকেশন করা যায় , কিন্তু এখানে বেতন হচ্ছে ৮৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা। প্রিয় পাঠক এসএসসি পাশে এপ্লিকেশন করা যায় এমন চাকরি গুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চাকরি হচ্ছে এটি। কিন্তু আমাদের মধ্যে অনেক স্টুডেন্টরাই এই চাকরিটি কথা জানেনা, আশা করছি আপনারা যারা এই পোস্টটি পড়তেছেন তারা এখন বিষয়টি সম্বন্ধে অবগত হয়েছেন।
৬. ক্যাশ সরকার
এবার যে পদের ব্যাপারে আমরা বলব সেটা হচ্ছে গ্যাস সরকার। যেখানে এপ্লিকেশন করার জন্য মাধ্যমিক বা সমমান পাস অর্থাৎ এসএসসি পাশ করতে হবে। আর এইখানে ও বেতন হচ্ছে ৮৮০০ থেকে ২১ হাজার ৩ শত ১০ টাকা। তো সর্বশেষ যে আমরা দুটি পদ দেখলাম একটি হচ্ছে ফটোকপি মেশিন অপারেটর, অন্য টি হচ্ছে ক্যাশ সরকার। আর এই দুটি পদেই এসএসসি পাশে এপ্লিকেশন করা যায়। কিন্তু পদ দুইটার ক্ষেত্রে বেতন-ভাতা একটু বেশি।
তো সেই ক্ষেত্রে এ দুটি পদের ক্ষেত্রে আপনাদেরকে অভিজ্ঞতা চাইতে পারে যে ক্যাশ সরকার হিসেবে যদি আপনি জয়েন করতে চান। তাহলে আপনার হিসাব নিকাশ সম্বন্ধে একটু অভিজ্ঞতা লাগবে, বা কম্পিউটার অপারেটিং সিস্টেম টা রয়েছে এন ওপিস এপ্লিকেশন টা রয়েছে। সেই সম্বন্ধে হয়তো আপনার ধারণা লাগতে পারে। তো যারা যারা এসএসসি পাস করে যে কোন চাকরি করতে চাচ্ছেন আপনারা পড়াশোনার পাশাপাশি কম্পিউটারের যে কোর্সটা রয়েছে, ৬ মাস মেয়াদী বা ৩ মাস মেয়াদি সেই কোর্স টি কমপ্লিট করার চেষ্টা করবেন।
এগুলো হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক যে চাকরি গুলো রয়েছে সেগুলো, এর বাইরে এসএসসি পাস কৃত স্টুডেন্টদের জন্য অনেক স্কোপ রয়েছে যাদের শারীরিক যোগ্যতা একটু ভালো। মানে শারীরিকভাবে একটু ফিট আপনারা চাইলে বাংলাদেশের যে ডিফেন্সে এর চাকরি গুলো রয়েছে সেগুলোতে এপলিকেশন করতে পারবেন। যেমন এসএসসি পাস করা স্টুডেন্টদের মধ্যে অধিকাংশই যাদের বডি ফিটনেস একটু ভালো থাকে। তাদের প্রধান লক্ষ্যই থাকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি অথবা অন্যান্য বাহিনীতে সৈনিক পদে ভর্তি হওয়া। তো সেই ক্ষেত্রে এটি তো একটি সুযোগ রয়েছেই।
পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন পদ রয়েছে, যেমন নাবিক পদে রয়েছে, তো বাংলাদেশ সেনাবাহিনীর শুথু সৈনিক পদ ই নয় বাংলাদেশ সেনাবাহিনীতে যে বেসামরিক পদ গুলো রয়েছে অর্থাৎ অফিসিয়াল চাকরি গুলো রয়েছে। সেগুলোও কিন্তু জেএসসি পাস এসএসসি পাশে এপ্লিকেশন করা যায়। তো আসলে বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হয় সেটি খেয়াল রাখতে হবে এবং সেই বিজ্ঞপ্তিতে জে এস সি পাশে এসএসসি পাশে কি পদ গুলো এসেছে সেগুলো খেয়াল রাখতে হবে।
তো প্রিয় পাঠক বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী পাশাপাশি বাংলাদেশ বাহিনীর এমওডিসি পদ ও কিন্তু খুবই জনপ্রিয়। এখানেও আপনার এপলিকেশন করতে পারে। পাশাপাশি আমাদের রয়েছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদ, যেটাতে অলরেডি নিয়োগ চলছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদেও নিয়োগ চলছে।তাই আপনারা যারা অ্যাপ্লিকেশন করেননি অ্যাপ্লিকেশন করতে পারেন। পাশাপাশি রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান বা ফায়ারফাইটের পদ।
এরপর হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সিপাহী পদ খুবই জনপ্রিয়। এখানে অষ্টম শ্রেণী পাশ থেকে একদম এসএসসি পাস পর্যন্তই পদ রয়েছে। আপনারা খোঁজ রাখবেন কখন সার্কুলার প্রকাশ হয়।
প্রিয় পাঠক: এই চাকরিগুলো ছাড়াও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদ রয়েছে যেমন (পয়েন্টসম্যান)
শেষ কথা:
তো পাঠক এই ছিল আমাদের আজকের ছোটখাটো আয়োজন। যেখানে আমরা বলার চেষ্টা করেছি বাংলাদেশ সরকারের আসলে কোন কোন খাতে আপনার এসএসসি পাশে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদিও আজকের এই পোস্টে খুবই সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে, এছাড়াও আরও অনেক পদ রয়েছে আপনারা খোঁজ রাখবেন আমাদের এই ওয়েবসাইটের সাথে থাকবেন এখানে প্রত্যেক আপডেট দেওয়া হয়।
তো আশা করছি আজকের এই আর্টিকেল আপনার ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ভালোলাগার ব্যাপারটা জানাতে পারেন। আর চাইলে আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে পোস্টটি শেয়ার করে তাদেরও উপকারে আসতে পারেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে চাকরির রিলেটেড আরো কোন নতুন পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।