Loading...
ডিজে গান হল এক প্রকার গানের ধরণ। ডিজে ( DJ ) নামটি এসেছে ড্যান্স জকি নামের দুইটি ইংলিশ শব্দের প্রথম অক্ষর থেকে। এই গানের আবিষ্কারক হলেন লিওন স্কট। তবে তিনি বর্তমানে প্রচলিত ডিজে গান গুলো বানান নাই। কারণ বর্তমানে গানগুলো ডিজে গান নামের কলঙ্ক। বর্তমানের ডিজে গান গুলোতে হাবিজাবি নয়েজ আর মিউজিক আর বিড দিয়ে ভরে রাখে যা কিনা ফুল গানটাকেই নষ্ট করে দেয়। লিয়ন স্কট প্রথম এই গান আবিষ্কার করেন ১৯০৯ সালে।
সত্যি কথা হল বর্তমানে ডিজে গান নামে কিছুই নাই। এখন যা চলে তা হল রিমিক্স এর গান। তবে ঐ গানগুলোকে রিমিক্স এর গান বলাও যায় না। কারণ রিমিক্স এর গান মানে হল রিমিক্স গানে নতুন কোন সুর থাকবে। এখন গানের অডিও ফাইল সহজলভ্য হবার জন্য সবাই হাবিজাবি সাইন্ড কপি পেস্ট করে নাম দেয় রিমিক্স। তাতে আবার একটু বেশি বিড দিয়ে নাম দেয় ডিজে গান। এসবই ফাওতাবাজি।