দোকানের সুন্দর নামের তালিকা | ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা


Loading...


আপনি হয়তবা জানতে চাচ্ছেন দোকানের সুন্দর নামের তালিকা নিয়ে। তো আজকে আমরা আলোচনা করবো দোকানের সুন্দর নামের তালিকা বা ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা বা মুদি দোকানের সুন্দর নামের তালিকা নিয়ে।

আমরা কেউ যখন কোনো নতুন ব্যবসা শুরু করতে যাই তখন আমাদের একটা নতুন ঝামেলে তৈরি হয় দোকানের বা ব্যবসার সুন্দর নাম নিয়ে। আবার আমরা সবাই চাই যে আমরাদের দোকানের নাম বা ব্যবসার নাম যাতে করে ইউনিক হয়।

কেউ কেউ হুট হাট করে একটা নাম বাছাই করে নেয় তার দোকানের জন্য , কিন্তু পরে রেজিস্ট্রেশন বা ট্রেড লাইসেন্স করতে গিয়ে দেখা যায় ঐ নামে আরো ব্যবসা বা দোকান আছে। আবার কেউ ইকমার্স প্রতিষ্ঠান তৈরি করতে গিয়েই সেইম প্রব্লেমে পড়েন। তাই আজকে আমি আলোচনা করবো দোকানের সুন্দর নামের তালিকা , কিভাবে ব্যবসার জন্য সুন্দর নাম পাওয়া যায় , ব্যবসার সুন্দর নামের তালিকা ইত্যাদি নিয়ে। চলুন শুরু করা যাক।

দোকানের সুন্দর নামের তালিকা

আপনাদের উপরক্ত সমস্যার সমাধানের জন্য আমি আলোচনা করবো কিভাবে ব্যবসার সুন্দর নাম নির্বাচন করা যায় ও দোকানের সুন্দর নাম নিয়ে।

ব্যবসার নাম নির্বাচন করার আগে যা করবেনঃ

  1. সহজ ও ছোট নাম নির্বাচন করাঃ আমি যখন প্রথমে অনলাইন বিজনেস শুরু করি তখন আমার বিজনেসের জন্য ১১ অক্ষরের একটা নাম নির্বাচন করেছিলাম। পরে আমি আমার ভুল বুঝছিলাম এবং ৬ শব্দের একটা নাম নিয়ে ব্যবসা করছি। অর্থাৎ আপনাকে সহজ ও ছোট নাম নির্বাচন করতে হবে। যাতে করে আপনার কাস্টমারের নামটি মনে থাকে।
  2. ব্যবসার ধরণের সাথে ম্যাচিং নাম রাখাঃ ধরেন আপনি মুদি দোকান করেন। কিন্তু আপনার দোকানের নাম হল ফুডভিলেজ। এতে করে কাস্টমাস বিপাকে পড়ে যাবে আর আপনি হাসির পাত্রও হতে পারেন। তাই ম্যাচিং করে নাম রাখতে হবে।
  3. অন্যের ব্যবসার নাম কপি করবেন নাঃ কিছু দিন আগে আমি একটা জুতার ফ্যাক্টরি দেখছিলাম। তারা তাদের জুতার কোম্পানির নাম রাখছিলো Pata যা কিনা সে বাটা নামটি থেকে কপি করেছে। হয়ত সে ভালই ব্যবসা করছে কিন্তু তার এই নাম দিয়ে সে ভালো ব্রান্ড কখনোই তৈরি করতে পারবে না। তাই চেষ্টা করবেন ইউনিক নাম নেয়ার জন্য। আর যদি ইউনিক নাম না নিতেই পারেন তাইলে অন্তত আপনার এলাকার ভিতর যে সকল ব্যবসার নাম আছে সেগুলো এভোয়েড করুন অন্তত।
  4. ডোমেইন নাম চেক করাঃ আমি ২০১৮ সালের দিকে একটা ওয়েবসাইট করার জন্য বিচিত্রা নামটি পছন্দ করেছিলাম। পরে দেখলাম ঐ নামে একটা ওয়েবসাইট ইতোমধ্যেই আছে। তাই যারা ভবিষ্যতে ইকমার্স ব্যবসা করতে চান বা ব্রান্ড তৈরি করতে চান তারা অন্তত আপনার ব্যবসার নামের ডোমেইন নাম খালি আছে নাকি এইটা চেক করবেন। চেক করার জন্য এখানে ক্লিক করুন

যেভাবে দোকানের সুন্দর নাম বের করবেনঃ

সত্যি বলতে কি এই ধাপটি অনেক বড় একটা ধাপ। আপনার দোকানের সুন্দর নাম বের করার অনেক টেকনিক আছে। নিন্মে তা দেয়া হলঃ

  • নিজের বা নিজের প্রিয়োজনের নাম দিয়েঃ আমি এরকম ব্যবসা অনেক দেখচে যারা তাদের নিজের নাম বা ফ্যামিলির অনেকের নাম দিয়ে তার ব্যবসার নাম রাখছে। আপনিও আপনার নাম বা আপনার ফ্যামিলির কারো নাম দিয়ে ব্যবসার নাম রাখতে পারেন। যেমনঃ মেসার্স শাওন কো, শাওন ব্রাদার্স, সায়মা ব্রাদার্স , সায়মা মুদি স্টোর ইত্যাদি।
  • ইংরেজি নাম থেকেঃ বর্তমানে অনেকেই ইংরেজি নামে তার দোকান বা ব্যবসার নাম রাখে। যেমনঃ টাইমস স্টোর, মি এন্ড মম , সিক্রেট কুইজিন ইত্যাদি।
  • বাংলা নাম থেকেঃ আপনি বাংলা থেকেও আপনার ব্যবসার নাম রাখতে পারেন। যেমনঃ ধানসিড়ী বুটিকস, অথবা লিমিটেড, এবং আইটি ইত্যাদি
  • পণ্য থেকেঃ আপনার ব্যবসার পন্যের নাম থেকেও আপনার ব্যবসার নাম রাখতে পারেন। যেমনঃ সাদিয়া শাড়ি হাউস, সাদিয়া ফ্যাশন হাউজ ইত্যাদি,
  • ধর্মীয় নাম থেকেঃ আপনার ধর্মের অনুসারে আপনি নাম রাখতে পারেন। যেমনঃ হামিম স্টোর, বিসমিল্লাহ মোবাইল স্টোর, কৃষ্ণ শাড়ী হাউজ ইত্যাদি,

মুদি দোকানের সুন্দর নামের তালিকা

আমরা যখন কেউ ব্যবসা করতে নাম তখন প্রথমেই মুদি দোকান শুরু করে বসি। যদিও এইটা করা ঠিক না।

তো আজকে আমি আপনাদের বলব মুদি দোকানের সুন্দর নামের তালিকা । চলুন শুরু করা যাক।

  • হা মিম স্টোরঃ পবিত্র কুরআন শরিফের একটি সুরার নাম হল হা মিম। আপনি যদি আপনার দোকানের ইসলামিক নাম রাখতে চান তাহলে আপনি এই নাম রাখতে পারেন।
  • ইয়াসিন মুদি স্টোরঃ আমাদের দেশে অনেকের নাম ইয়াসিন হয়। আবার পবিত্র কুরআন শরিফের সুরার নামও ইয়াসিন। আপনি আপনার দোকানের নাম ইসলামিক নাম রাখতে চাইলে এই নাম রাখতে পারেন।
  • ওসমান স্টোরঃ এই নামটা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করেছি। এখানে আপনি আপনার নাম বসিয়ে দিতে পারেন। ধরেন আপনার নাম যদি হয় রাতুল তাহলে আপনার দোকানের নাম দিতে পারেন রাতুল মুদি স্টোর।
  • থই থই ডেইলি নিডসঃ নামটা আমার কাছে বেশ আপডেটেড লাগছে। আপনি হয়ত জেনে থাকবেন যে ডেইলি নিডস মানে নিত্য প্রয়োজনীয় জিনিস। অর্থাৎ আপনার দোকানটা যে মুদি দোকান তা ডেইলি নিডস শব্দের দ্বারাই বুঝানো যায়। আর এই নামটা বেশ আনকমন ও বটে।
  • ভিলেজ মার্টঃ আপনার মুদি দোকান যদি গ্রাম্য এলাকায় হয় তাহলে আপনি এই নাম রাখতে পারেন। ইংরেজি মার্ট শব্দের অর্থ হল মুদি দোকান। ভিলেজ মার্ট শব্দের অর্থ দাঁড়ায় গ্রামের মুদি দোকান।
  • দৈনিক বাজারঃ আপনি এই নামটিও আপনার মুদি দোকানের জন্য নিতে পারেন।
  • দৈনিক সদাইঃ আপনার দোকান মুদি দোকান হলে এই নামটা বেশ পারফেক্ট হবে।

মোবাইল দোকানের সুন্দর নামের তালিকা

যারা মোবাইল দোকান দিতে চান তারা এখান থেকে নামের আইডীয়া নিতে পারেন। তবে মনে রাখবেন নামটি আপনার ব্যবসার ধরণের সাথে ম্যাচিং রাখবেন।

  • শাহী মোবাইল স্টোর
  • আদর মোবাই সার্ভিসিং স্টোর
  • সাদিয়া মোবাইল শপ
  • আপণ মোবাইল বিতান
  • আদর মোবাইল সার্ভিসিং সেন্টারঃ আপনি যদি মোবাই সার্ভিসিং করেন তাহলে এই নাম নিতে পারেন।
  • জাহিদ মোবাইল দোকান
  • ওসমান মোবাইল গুরু
  • রাতুল মোবাইল সার্ভিসিং পয়েন্ট
  • সায়েমা মোবাইল পয়েন্ট
  • নিদিয়া মোবাইল রিপেয়ার শপ
  • বিসমিল্লাহ মোবাইল গ্যারেজ


কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা

কাপড়ের দোকানে বিভিন্ন ধরণের কাপড় বিক্রি হয়। আপনি আপনার পণ্যের নামে দোকানের নাম রাখতে পারেন। আবার আপনি ফ্যাশন হাউজ চালাইলেও নিচের নাম হতে আপনার ফ্যাশন হাউজের সুন্দর নাম নির্বাচন করতে পারেন।

  • নিউ থ্রিপিস হাউজঃ যদি আপনি শুধু থ্রিপিস ব্রিক্রি করেন তাহলে এই নাম আপনার জন্য পারফেক্ট।
  • আনন্দ থ্রিপিস হাউজ
  • আয়েশা থ্রিপিস স্টোর
  • আমেনা শাড়ী বিতানঃ যদি আপনি শুধু শাড়ি বিক্রি করেন তাহলে এই নাম আপনার জন্য পারফেক্ট।
  • নিউ শাড়ি হাউজ
  • নিউ শাড়ী স্টোর
  • ফারিহা লেডিস হাউস 
  •  নিউ ক্লথ স্টোর
  •  অভিজাত ফ্যাশন হাউজ
  •  অভিজাত ফ্যাশন ও ক্লথ হাউজ
  •  নিউ লেডিস ফ্যাশন ঘর
  •  আধুনিক ফ্যাশন হাউজ ও ক্লথ স্টোর
  • আমাদের ক্লথ হাউজ
  • আমাদের ক্লথ স্টোর
  • আমাদের ফ্যাশন হাউজ

ঔষধের দোকানের সুন্দর নামের তালিকা

আমরা জানি যে সকল ঔষুধের দোকানে সব রকমের ঔষুধ থাকে না। যদি আপনার নতুন ঔষুধের দোকানের সবরক্ম ঔষধ থাকে তাহলে আপনাকে একটা সুন্দর নাম নির্বাচন করতে হবে যাতে করে যে কেউ দোকানের নাম শুনলেই বুঝে যে এখানে সকল ধরণের ঔষুধ পাওয়া যায়। নিন্মে আমি কিছু নাম দিচ্ছি।

  • লাজ ফার্মা
  • কিউ ফার্মা
  • সিগ্নেচার ফার্মা
  • আপন ফার্মেসি
  • নিউ আপন ফার্মেসি

ফ্যাশন হাউজের সুন্দর নামের তালিকা

বর্তমানে ফ্যাশন হাউজগুলো বেশ ভালই চলে। তাই আপনি চাইলে ফ্যাশন হাউজ দিতে পারেন।

  1. আদর্শ ফ্যাশন
  2. ইউর ফ্যাশন হাউজ
  3. আমার ফ্যাশন হাউজ
  4. ফ্যাশন কর্ণার
  5. Sedation 
  6. Hendrix 
  7. Dressify
  8. Clothing Place 
  9. OrderlyFashion 
  10. Faction Fashion 
  11. Goodly 
  12. Fashionista 
  13. Frosty Fashion
  14. Vintage Corner 

ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকা

সাধারণত অনেকেই ইসলামিক নাম তার দোকানের জন্য রাখতে চান। এর জন্য আমি নিন্মে ইসলামিক দোকানের সুন্দর নামের তালিকে দেওয়া হল।

  • আল মদিনা স্টোর
  • আল মদিনা বই ঘর
  • আল মক্কা স্টোর
  • আরাফাত বই ঘর
  • সাফা স্টোর
  • আল মদিনা টুপি ঘর
  • মক্কা টুপি ঘর

খাবার দোকানের সুন্দর নামের তালিকা

আপনার দোকানের নাম সুন্দর ও আকর্ষণীয় হওয়া উচিত এতে করে আপনার এলাকায় আপনার একটা আলাদা নাম ডাক আসবে।

  • শাহীমহল
  • রাজদরবার
  • খাদ্য গৃহ
  • স্বাদ বিচিত্রা
  • খাদ্যবিতান
  • ফুড কোর্ট
  • ফুডশপ
  • ফুডপান্ডা
  • পোলাও পান্ডা
  • হাংরি নাকি
  • পেটুক ক্যাফে
  • ভুতের আড্ডাঃ আমাদের এইখানে এই নামে একটা ফেমাস খাবারের দোকান আছে।
  • গ্রিন ক্যাফে
  • ক্যাফে ৯০
  • Dine Fine
  • Dinner Club

কম্পিউটার দোকানের নামের তালিকা

যারা কম্পিউটার দোকান দিতে চান তারা এইখানে থেকে নামের আইডীয়া নিতে পারেন।

  • পিসি হেল্প
  • পিসি সার্ভিসিং সান্টার
  • পিসি সার্ভিসিং
  • পিসি রিপেয়ার পয়েন্ট
  • পিসি সার্ভিসিং পয়েন্ট
  • পিসি রিপেয়ার শপ
  • পিসি সার্ভিসিং শপ
  • পিসি গ্যারেজ

নতুন দোকানের নামের তালিকা

  1. বিপণি
  2. চলো কিনি
  3. হিড়িক
  4. হাটবাজার
  5. হাটখোলা
  6. পণ্যমালা
  7. পসার
  8. আপণ
  9. পণ্যবিচিত্রা
  10. পণ্যগৃহ
  11. হালখাতা
  12. বাজারব্যাগ
  13. সদাইপাতি
  14. আমাদের শপ
  15. দেশের বাজার
  16. গ্রামের হাট
  17. গ্রাম্য মার্ট
  18. কেনাকাটা
  19. দরদাম 
  20. থই থই

অনলাইন ব্যবসার সুন্দর নামের তালিকাঃ

  1. বিপণি বিতান
  2. চলো কিনি ডট কম
  3. হিড়িক ডট কম
  4. হাটবাজার ডট কম
  5. বিচিত্রা ডট কম
  6. হাটখোলা ডট কম
  7. পণ্যমালা ডোট এক্সওয়াইজেট
  8. পসার্মেলা
  9. আপণ জন
  10. পণ্যবিচিত্রা
  11. পণ্যগৃহ
  12. হালখাতা
  13. বাজারব্যাগ
  14. সদাইপাতি ডট কম
  15. আমাদের শপ
  16. দেশের বাজার
  17. গ্রামের হাট ডট কম
  18. গ্রাম্য মার্ট ডট কম
  19. কেনাকাটা ডট কম
  20. দরদাম ডট কম
  21. থই থই ডট কম

উপসংহার

তো আজকে আমরা আলোচনা করলাম দোকানের সুন্দর নামের তালিকা নিয়ে। আশা করি আপনাদের পছন্ধ হয়েছে। আর আপনার কোনো নামের আইডীয়া লাগলে আপনার ব্যবসার নাম লিখে কমেন্ট করুন ।আমি সম্ভব হলে সাহায্য করবো।

ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *