বায়িং হাউজ ব্যবসা ও বায়িং হাউজে চাকরির (Buying House Job) সব তথ্য

Loading...


 বায়িং হাউসে চাকরি পাওয়ার উপায় সম্পর্কে জানতে চান। বায়িং হাউজ কি? এবং বায়িং হাউজে চাকরি পাওয়ার উপায় এই বিষয়ে বিভিন্ন তথ্য নিচে উপস্থাপন করা হলো। 

বায়িং হাউজ কি

আমরা যদি একটু সহজ ভাবে বুজতে পারার চেষ্টা করি। বায়িং (Bying) শব্দের অর্থ ক্রয় করা। আর হাউজ(House) শব্দের অর্থ ঘর। তাহলে এই বার্য়িং হাউজ এর অর্থ সমন্বয় করে হয় ক্রয় করার ঘর। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বায়িং হাউজ কি ক্রয় করে? প্রকৃতভাবে এই বার্য়ি হাউজ অর্ডার ক্রয় করে থাকে । আপনাদের কঅছে প্রশ্ন থেকে যেতে পারে যে এই বার্য়িং হাউজ কিসের অর্ডার ক্রয় করে এবং কিভাবে ক্রয় করে থাকে? প্রশ্নটির উত্তর হলো এই বায়িং হাউজ গুলোর কাজ বিদেশি প্রতিষ্ঠানের  বায়ারের কাছ থেকে অর্ডার ক্রয় করে সেই অর্ডার এদেশের লোকদের দিয়ে করানো। বর্তমান সময়ে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের দিক থেকে অনেক এগিয়ে যাবার এর কারনে এই বার্য়ি হাউজ গুলো বেশিরভাগই বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন পোশাকের অর্ডার এনে তা এদেশের লোকাল গার্মেন্টস কর্মীদের দিয়ে করিয়ে বিদেশিদের কাছে তা রপ্তানি করা হয় । এতে গার্মেন্টস কর্মীদের তাদের পারিশ্রমিক বুজিয়ে  দেওয়ার পরেও বায়িং হাউজগুলোর কাছে অনেকটাই লাভ্যাংশ থাকে। এদেশে এমন অনেক গার্মেন্টস আছে যাদের নিজেদের বায়িং হাউজ আছে। এই বায়িং হাউজ বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্ডার সংগ্রহ করে থাকে।  তাছারা অন্য বায়িং হাউজগুলোর কাছ থেকেও অর্ডার সংগ্রহ করে থাকে। এই বায়িং হাউজের যিনি প্রধান দায়িত্বে বা  যিনি এখানকার সবকিছু পরিচালনা করে থাকেন  তাকে বলা হয় মার্চেন্ডাইজার। নিচে বায়িং হাউজে চাকরি পাওয়ার উপায় সহ আরো বিভিন্ন তথ্য উপস্থাপন করা হলো। 

বায়িং হাউজ দিতে কত টাকা খরচ হয়

বায়িং হাউজের খরচ সম্পর্কে তেমন কোনো তথ্য জানা না গেলেও বলা যায় যে আপনি প্রোথমে ১ লক্ষ ৬৫ হাজার টাকা থেকে ২০ লক্ষ টাকা  দিয়ে এই ব্যাবসা শুরু করতে পারেন। পরে ধিরে ধিরে কোম্পানিতে আরো বেশি লোক নিয়ে ব্যাবসা আরো বড়ো করতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় কম টাকা দিয়ে শুরু করা যেতে পারে এ ব্যবসাটি।  

বায়িং হাউসে জব

বায়িং হাউসে চাকরি পাওয়ার উপায় সম্পর্কে  সচরাচার অনেকেই জানেন না । বায়িং হাউসে  চাকরি করার জন্য প্রথমেই যা থাকতে হবে তা হলো শিক্ষাগত যোগ্যতা। একজন বায়িং হাউসে কর্মরত ব্যাক্তির সব সময়  বায়ারদের ও সেলারদের সাথে কথা বলতে হয়। এখন বায়ার হতে পারে অন্য দেশের তখন সে আমাদের বাংলা ভাষা বুঝতে পারবেন না। সেহেতু তার সাথে ইংরেজিতে কথা বলার প্রয়োজন হবে । সেইজন্য বায়িং হাউসে কাজ করার জন্য শিক্ষিত হতে হবে ও তাকে ইংরেজি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। নিচে বায়িং হাউসে ব্যাবহারিত বিভাগগুলো উল্লেখ করা হলো:

(১) সোর্সিং এন্ড মার্চেন্ডাইজিং

(২) শিপিং এণ্ড কমার্শিয়াল

(৩) ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

(৪) কোয়ালিটি এশুরেন্স

(৫) একাউন্টস

(৬) কোয়ালিটি কন্ট্রোল

(৭) এইচ আর

(৮) কম্পলায়ান্স

(৯) এডমিন

(১০) ক্যাড

একটি বায়িং হাউজে সব থেকে বেশি লোক থাকে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে এবং মার্চেন্ডাইজিং এ। মার্চেন্ডাইজারদের কাজ মূলত  বিদেশি বায়ারদের সাথে টেলিফোন কিংবা ইমেইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে অর্ডার সংগ্রহ ও সেটি  কনফার্ম করা। তাছাড়া মার্চেন্ডাইজারদের আরো ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করা, প্রোডাকসন, কাটিং এসব কাজও করে থাকতে হয়। বায়িং হাউজের অন্য ডিপার্টমেন্ট গুলোতে স্নাতক (গ্রাজুয়েশন) ডিগ্রী থাকলেই আবেদন (এপ্লাই) করা যায়। তাই এই বায়িং হাউজে চাকরি পাওয়ার উপায় ততটাও  কঠিন বিষয় নয়। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে চাকরি পাওয়া যায়। কিন্তু কোয়ালিটি ও ক্যাড ডিপার্টমেন্টের চাকরির ক্ষেত্রে অভিজ্ঞ লোকদের জন্য অগ্রঅধিকার  দেওয়া হয়। আশা করি আপনি জানতে পেরেছেন বায়িং হাউসে চাকরি পাওয়ার উপায়  সমূহ। 

বায়িং হাউজে কীভাবে জব পাওয়া যায়

বায়িং হাউজে জব পাওয়ার জন্য আপনাকে বায়িং হাউসে চাকরি পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বায়িং হাউজের কাজের সকল যোগ্যতা আপনাকে নিজের মধ্যে অর্জন করতে হবে। অথবা অনলাইনে খোঁজ নিতে পারেন যে বায়িং হাউজে চাকরি পাওয়ার উপায় এই বিষয়ে সার্চ করে দেখতে পারেন। এরপর আপনাকে সকল বায়িং কোম্পানিতে খোঁজ নিতে হবে যে তারা কোনো পদের জন্য লোক নিচ্ছেন কিনা বা তারা কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কিনা।  এছারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের ওয়েবসাইটে খোঁজ করে দেখতে হবে তারা কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কিনা। তাছাড়া  এই বায়িং হাউজ কোম্পানির চাকরির বিজ্ঞপ্তিগুলোরও খোঁজ রাখতে হবে। তাছারা এই বায়িং হাউজে জবের জন্য অভিজ্ঞতাকেও প্রাধান্য বা অগ্রঅধিকার দেওয়া হয়। যার কাজের অভিজ্ঞতা যত বেশি কোম্পানি তাকে তত বেশি অগ্রঅধিকার দিয়ে থাকে। তাছাড়া যখন যে কোম্পানি তাদের কোম্পানিতে লোকবল নিয়োগ  করেন তখন তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী চাকরির জন্য আবেদন করতে হবে। বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন রকম নিয়ম উপলব্য হতে পারে। তাই আবেদন করার সময় ভালোভাবে নিয়মগুলো পড়ে আবেদন করতে হবে। আবেদনের পরে কোম্পানি থেকে ভাইবার জন্য যোগাযোগ করা হয়। আপনি যদি ভাইবায় তাদের সকল প্রশ্নের সকল উত্তর সঠিকভাবে দিতে পারেন এবং আপনার যোগ্যতামান তাদের নিকট উপস্থাপন করতে পারেন তাহলে আপনি জবটি অবশ্যই পেতে পারেন। এই  বায়িং হাউসে চাকরি পাওয়ার উপায় গুলো আপনি জানলে অবশ্যই চাকরিটি পেয়ে যাবেন। 

বায়িং হাউজের জব কেমন

এককথায় বলতে গেলে বায়িং হাউসের কাজ সমূহ খুবই সুশৃঙ্খল ও চাকরির দৃষ্টিকোন থেকে সম্মানজনক চাকরি। তবে বায়িং হাউসে চাকরি পাওয়ার উপায়  আপনাকে অবশ্যই অবহিত হতে হবে।  বায়িং হাউজ হলো মূলত বিদেশি প্রতিষ্ঠানের সাথে কাজের চুক্তি সাক্ষর করে তা এদেশের লোকাল গার্মেন্টস শিল্পের মালিকদের সাথে চুক্তি সাক্ষর করে এসকল কাজ গার্মেন্টস কর্মীদের দিয়ে করানো। আমার মতামত অনুযায়ী এই বায়িং হাউজের জব একটি উন্নত ও দৃষ্টিকোণ থেকে ভালো কোয়ালিটির  জব। কারন এই চাকরিতে বিদেশিদের সাথে চুক্তি সাক্ষর করে তাদের কাছ থেকে কাজ সংগ্রহ করতে হয়। এতে শারীরিক শ্রমের প্রয়োজন হয় না তবে মানসিক শ্রম এখানে দিতে হয়। এই চাকরিতে বেতনও ভালো মানের পাওয়া যায়। আর এই বায়িং হাউজে চাকরি পাওয়ার উপায় ও বেশি কঠিন নয়। এই চাকরিতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়া ইংরেজিতে ও ইংরেজি ভাষায় দক্ষ থাকতে হবে। এই জব মূলত সম্পূর্ণ অনলাইনভিত্তিক। তাই আপনার কম্পিউটার ব্যবহার করার অভিজ্ঞতা থাকতে হবে। এই জবে মূলত টাইপিং স্পিড বেশি থাকতে হবে। কারন বিদেশি প্রতিষ্ঠানের বায়ারদের সাথে ইংরেজিতে কথা বলার  পাশাপাশি  তাদের সাথে এমনি টাইপ করেও অনেক কথোপকথন করার প্রয়োজন হয়ে থাকে। এই জবটি তাদের জন্যই ভালো যারা মূলত ইংরেজিতে দক্ষ এবং টাইপিং এ দক্ষতা অর্জন করেছেন। এছাড়া  এইসব কোয়ালিটি যাদের মধ্যে বিদ্যমান বায়িং হাউসে চাকরি পাওয়ার উপায় তাদের কাছে সহজ বিষয়। 

বায়িং হাউজ জবে বেতন কত

এই বায়িং হাউজ জবটি একটি পুরোটাই একটি যোগ্যতা ভিত্তিক জব। এই চাকরিতে যার যেমন যোগ্যতা তার তেমন বেতন পাবার সুবিধা রয়েছে। যেহেতু এই কোম্পানিগুলো পুরোপুরি বেসরকারি। তাই এগুলো ব্যাক্তি মালিকানাধীন। সেইজন্য এর বেতন একবারে সঠিক ভাবে বলা যায় না । এর বেতন নির্ভর কারে সম্পূর্ণ কোম্পানির ব্যবস্থাপনার উপর। একটু ছোট কোম্পানিগুলো হয়তো একটু কম বেতন দিয়ে থাকে। আবার বড় কোম্পানি গুলো একটু বেশি বেতন দিয়ে থাকে। কোন পদে আপনি কেমন বেতন পাবেন সেটা সম্পপূর্ণ  ওই কোম্পানির ইচ্ছা। তবে এই বায়িং হাউজ কোম্পানিগুলোতে যারা চাকুরি করে থকেন তাদের মধ্যে ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে। কিন্তু আমি প্রথমেই বলেছি যে এখানে সম্পূর্ণ আপনার যোগ্যতার উপর নির্ভর করবে। আপনি যদি একটি নিম্ন পদে থাকেন কিন্তু এই কাজে আপনার অভিজ্ঞতা যদি ভালো হয়  আপনি যদি ইংরেজিতে ভালো দ্ক্ষ থাকেন অথবা আপনার কম্পিউটারে টাইপিং দক্ষতা অনেক দ্রুত তাহলেও আপনাকে নিম্ন পদ থেকে নিয়ে একটি উচ্চ পদে আপনাকে চাকরি দিতে পারে। এতে আপনার বেতন ও অনেক বেড়ে যাবে। এই ধরনের লোকদের এই বায়িং হাউজে চাকরি পাওয়ার উপায়  বেশি কঠিন হয়না কারন তারা অভিজ্ঞ থাকে। এমন অনেক ব্যাক্তি আছে যারা তাদের যোগ্যতার জোরে এই বায়িং হাউজে চাকরি করে লাখ টাকার উপরে বেতন পাচ্ছেন। এটি একটি বেসরকারি চাকরি হলেও এই চাকরি দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি আপনার এ বিষয়ে ভালো অভিজ্ঞতা থাকে। 

বায়িং হাউজ জবের যোগ্যতা কি কি

যদিও এই বায়িং হাউজ কোম্পানিগুলো বেসরকারি কোম্পানি। তবুও এই কোম্পানিগুলোতে অনেক শিক্ষিত লোকদেরকেই অগ্রঅধিকার দেওয়া হয়। এই কোম্পানিগুলোর কাজ হলো বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা। বিদেশিরা মুলত এদেশের গার্মেন্টস শিল্পিদের দিয়ে বিভিন্ন পোষাক তৈরি করে নিয়ে তাদের দেশে বিক্রি করে। কিন্তু এই বিদেশিরা সরাসরি এই গার্মেন্টস শিল্পপতীদের সাথে যোগায়োগ করেন না। এরা যোগাযোগ করেন বায়িং হাউজের সাথে। তাদের সাথে ডিল করে অর্ডার নেয়। এবং এই বায়িং হাউজের কাজ বিদেশিদের অর্ডার সংগ্রহ করে এগুলো তাদের ঠিকমতো বিদেশি প্রতিষ্ঠানের নিকট পৌঁছে দেওয়া। এই বায়িং হাউজের লোকেদের  এছা ইদানিং সব অনলাইনেই হয়ে থাকে তাই অনলাইন বিষয়েও জ্ঞান থাকতে হবে তাছারা কম্পিউটারে টাইপিং স্পিড বেশি  থাকতে হবে এবং ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। যাদের এইসব বিষয়ে ভলো জ্ঞান আছে তাদের বায়িং হাউজে চাকরি পাওয়ার উপায় খুব সহজ। এছারা কেউ যদি মার্চেন্ডাইজার, ক্যাড পদে অথবা কেয়ালিটি কন্ট্রোলার এই ধরনের পদে আবেদন করেন তাহলে তার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার এই বিষয়ে আগে থেকেও জ্ঞান থাকতে হবে। কারন এই কোম্পানিগুলোতে অভিজ্ঞতার উপরই বেশি জোর দেওয়া হয়। আপনারা অনলাইন থেকে আরো বায়িং হাউসে চাকরি পাওয়ার উপায় এই সম্পর্কে জেনে নিতে পারেন। 

বায়িং হাউজ জবের জন্য কী কোর্স করা উচিত

বায়িং হাউসে চাকরি করার জন্য আপনি ILTS কোর্স ও বর্তমানে বায়িং হাউস সম্পর্কে কোর্স ৬ মাস থেকে ২ বছর মেয়াদি হয়ে থাকছে। যা থেকে আপনি প্রশিক্ষন নিতে পারেন। আমরা ইতিমধ্যেই জেনে এসেছি যে বায়িং হাউজ হলো এক ধরনের বেসরকারি কোম্পানি। যেখানে কাজের জন্য শিক্ষিত ও বায়িং হাউজ সম্পর্কে অভিজ্ঞ লোকদেরকেই নেওয়া হয় । এখানে শিক্ষাগত যোগ্যতার য্যামোন প্রোয়জন হয় তেমনি এই বিষয়ে অভিজ্ঞ লোকদেরও ত্যামন দরকার হয়। যেহেতু এই কোম্পানিগুলোর কাজ হয় বিদেশি প্রতিষ্ঠানের  সাথে কথা বলা। তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে তাদের সাথে কাজের চুক্তি করা। বিদেশি প্রতিষ্ঠানের বায়ারদের সবসময় খুশি রাখতে হবে। কারন তারা যদি বায়িং হাউজের লোকেদের কাজে সন্তুষ্ট হয় তাহলে তারা আরো বেশি বেশি পরিমান কাজ দেবে। মূলত এই কারনেই এই কোম্পানিগুলোতে শিক্ষিত ও অভিজ্ঞ লোকদেরকেই নেওয়া হয়। এখন আপনি যদি বায়িং হাউজে কাজ করতে চান এবং আপনি যদি চান এই কোম্পানিতে একটি উচ্চ পদে ও বেশি টাকা বেতনে চাকরি করতে চান তাহলে আপনি কোর্স করতে পারেন। কারন আপনি ভালো ইংরেজি ভাষায় পারদর্শী এবং এই কাজে অভিজ্ঞ হলে আপনি একটি উচ্চ পদে চাকরি করতে পারবেন। তাছারা আপনি যদি কোর্স করেন তাহলে আপনার এই বায়িং হাউসে চাকরি পাওয়ার উপায়  ও অনেক সহজ হয়ে যাবে। 

বায়িং হাউসের তালিকা 

নিচে বায়িং হাউসের তালিকাগুলো উল্লেখ করা হলো :

(১) সোর্সিং এন্ড মার্চেন্ডাইজিং

(২) শিপিং এণ্ড কমার্শিয়াল

(৩) ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

(৪) কোয়ালিটি এশুরেন্স

(৫) একাউন্টস

(৬) কোয়ালিটি কন্ট্রোল

(৭) এইচ আর

(৮) কম্পলায়ান্স

(৯) এডমিন

(১০) ক্যাড

বায়িং হাউজে নিয়োগ বিজ্ঞপ্তি

বায়িং হাউজে বিভিন্ন সময় বিভিন্ম ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এই বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে তবে আপনাকে তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে খোঁজ নিতে হবে। বিভিন্ন কোম্পানি আছে যারা বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নিয়োগ নিয়ে থাকে। কোনো কোম্পানি হয়তো কখোনো কখোনো নিম্ন পদের নিয়োগ নিয়ে থাকে আবার কখোনো কখোনো উচ্চ পদের নিয়োগ নিয়ে থাকে। তাই যদি আপনাদের পূর্ব থেকে এই বিষয়ে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা অবশ্যই চাকরি পেয়ে যাবেন। কারন এখানে অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। 

শেষকথা

পরিশেষে বলা যায় যে আপনি যদি ইংরেজিতে ভালো পারদর্শী হয়ে থাকেন এবং আপনার যদি এই বায়িং হাউজ সম্পর্কে ভালো জ্ঞান থেকে থাকে তাহলে আপনার কাছে এই বায়িং হাউজে চাকরি পাওয়ার উপায় খুবই সহজ হবে। আশাকরি পোস্টটি পড়ে আপনি বুজতে পেরেছেন বায়িং হাউস সম্পর্কে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *