যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল ব্যাখ্যা কর?

Loading...





যুক্তফ্রন্টের গঠন, ১৯৫৪ সালের নির্বাচন ও যুক্তফ্রন্টের সরকার গঠন  এই তিনটি বাংলাদেশের ইতিহাসে একটি বড় অধ্যায়।  আর এই বিষয় আমাদে সকলেরই জানা উচিত।

তবে অনেক সময় স্কুল কলেজে যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল  জানতে চেয়ে পরীক্ষায় প্রশ্ন আসে।  নিন্মে আমি যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল ব্যাখ্যা কর? এই প্রশ্নের উত্তর দিচ্ছি।  এইভাবে লিখলে ইনশাআল্লাহ  পূর্ণ নাম্বার পাওয়া যাবে।

যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল ব্যাখ্যা কর?

1954 সালের পুর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচূত করার লক্ষ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়।

১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই সরকারের অগণতান্ত্রিক আচরণ, দমননীতি , পূর্ব ও পশ্চিম পাকিস্তান এর ভিতর সীমাহীন বৈষম্য,বাংলা ভাষার অবমাননা ইত্যাদি কারণে মুসলীম লীগের প্রতি পূর্ব বাংলার সাধারণ মানুষ ও নেতৃত্ববৃন্দ বীতশ্রদ্ধ হয়ে উঠে। তখন মুসলিম লীগের নেতারা পূর্ব বাংলার টাকা পশ্চিম পাকিস্তানে পাচার করত। মুসলীম লীগ পূর্ব বাংলার পাট বেচা টাকা দিয়ে পশ্চিম পাকিস্তান উন্নয়ন করে। কিন্তু তা পূর্ব বাংলার কোনো উন্নয়ন করে নাই।

আবার মুসলিম লীগের নেতারা জনবান্ধব ছিলেন না। তারা নিজের ইচ্ছায় দেশ চালাতেন। যেমনঃ ১৯৫২ সালে বাংলা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মুখের ভাষা ও মাতৃভাষা হওয়া সত্বেও বাংলাকে তারা রাষ্ট্রভাষা করতে চায় নাই। পরে ভাষা আন্দোলনের মুখে তা করতে বাধ্য হয়েছে। আবার তারা বাংলা হরফকে নিশ্চিহ্ন করতে আরবি হরফে বাংলা লেখার প্রচলন করতে চেয়েছিলো। কিন্তু বাঙালির আন্দোলনের মুখে তা করতে পারে নি।

এ অবস্থায় ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদকে সামনে রেখে ক্ষমতাসীন অগণতান্ত্রিক ও দুর্নীতিপরায়ন মুসলীম লীগকে ক্ষমতাচূত করার লক্ষ্যে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক লীগ, নেজামী ইসলাম এবং গণতন্ত্রী  দল এই ৪ টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।

অর্থাৎ মুসলিম লীগকে নির্বাচনে হারানোর জন্য যুক্তফ্রন্ট গঠিত হয়। উল্লেখ্য যে যুক্তফ্রন্ট সেই প্রাদেশিক নির্বাচনে জয় লাভ করে ও সরকার গঠন করে।

যুক্তফ্রন্ট কখন গঠিত হয়েছিলঃ

উত্তরঃ যুক্তফ্রন্ট ১৯৫৪ সালে গঠিত হয়।

 

ট্যাগসঃ

যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল ব্যাখ্যা কর,

যুক্তফ্রন্ট কি ব্যাখ্যা কর ,

যুক্তফ্রন্ট কেন গঠন করা হয় ,

কার নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয় ,

যুক্তফ্রন্ট বলতে কী বোঝায় ,

1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন ,

যুক্তফ্রন্ট কখন গঠিত হয়


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Hide Ads for Premium Members by Subscribing
Hide Ads for Premium Members. Hide Ads for Premium Members by clicking on subscribe button.
Subscribe Now