সরকারি চাকরিকে আমরা সোনার হরিণ এর ন্যায় তুলনা করে থাকি। বর্তমান সময়ে সরকারি চাকরি ( Govt Job) পাওয়া এর অর্থ সাফল্য অর্জন করা। আর এই সরকারি চাকরির খবর ( নিয়োগ বিজ্ঞপ্তি) না পেলে আমরা বুজতে পারবো না কখন কি চাকরির আবেদন চলছে। আজকের আলোচনায় রয়েছে সরকারি চাকরির খবর সম্পর্কে বিস্তারিত। সকল গুরুত্বপূর্ণ নিচে উপস্থাপন করা হয়েছে।
সরকারি চাকরির যোগ্যতা
সরকারি চাকরি করার জন্য প্রতিটি নিদিষ্ট গ্রেড এর চাকরি জন্য নিদিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। প্রথম শ্রেণির চাকরি থেকে চতুর্থ শ্রেনির চাকরি পর্যন্ত রয়েছে বিভিন্ন ধাপ। আমাদের দেশে প্রথম শ্রেণির চাকরি করার জন্য অনার্স পাশ করতে হয় তেমনি চতুর্থ শ্রেণির চাকরি ৮ম শ্রেণি পাশে হয়ে থাকে। তবে কিছু চাকরি হয়ে থাকে অভিজ্ঞতা অনুযায়ী আবার কিছু চাকরি হয়ে থাকে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। সরকারি চাকরির যোগ্যতা সেই ব্যক্তি রাখে যিনি সরকারি চাকরির নিয়োগ পরিক্ষায় সকল ধাপ সমূহ খুব সুন্দর ভাবে সম্পন্ন করেন। উদাহরণ সরূপ বলা যায় বাংলাদেশে প্রশাসন খাতে সবদিক বিবেচনা করে ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হয়। এখানে উক্ত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, শারীরিক ও মানসিক ভাবে সুস্থ কিনা সকল কিছু নিশ্চিত করে তাকে নিয়োগ প্রদান করা হয়। সরকারি চাকরির যোগ্যতা হিসেবে আপনাকে শারীরিক, মানসিক ভাবে সুস্থ ও উপস্থিত বুদ্ধি সম্পন্ন মানুষ হতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো হতে হবে।
মাধ্যমিক পাশে সরকারি চাকরি
যেকোনো কাঙ্ক্ষিত চাকরি পেতে প্রয়োজন হতে ভিন্ন ভিন্ন যোগ্যতা প্রয়োজন হয়। ইচ্ছায় বা পরিবারে ভার নিজের উপর চলে আসার কারনে অনেকেই মাধ্যমিক পাশে সরকারি চাকরি করতে চান। মাধ্যমিক পাশে রয়েছে অসংখ্য চাকরি। মাধ্যমিক পাশে আপনি সে সকল চাকরি পেতে পারেন, বাংলাদেশে রেলওয়েতে পিওন,খালাসি,গেটম্যান,পয়েন্টম্যান, ক্লিনার, ট্যাকম্যান, হেল্পার ইত্যাদি পদে। এছাড়া চৌকিদার,মোটর ড্রাইভার, রাধুনি, পিওন, পুলিশ কনস্টেবল,নৌবাহিনীতে নাবিক, আর্মির সোলজার,বর্ডার গার্ডে সৈনিক পদে , এয়ারফোর্সে বিমান সেনা ও বাহিনীর বিভিন্ন পদে মাধ্যমিক পাশে আবেদন করা যায়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কিছু চাকরি রয়েছে যা মাধ্যমিক পাশে চাকরি করা যায়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের ও বিভিন্ন সেক্ষেত্রে অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর হিসেবে হিসেবে মাধ্যমিক পাশে এই চাকরি যোগ্য হওয়া যায়।
সরকারি চাকরির ওয়েবসাইট
বর্তমান সময়ে সরকারির চাকরি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এমন অনেক ওয়েবসাইট রয়েছে এর মধ্যে আমরা আপনাকে সেরা ৪টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানাবো:
all job teletalk
সরকারি চাকরির সেরা ওয়েবসাইট হিসেবে আমরা all job teletalk প্রথম স্থানে রেখেছি। all job teletalk প্রতিনিয়ত চাকরির গুরুত্বপূর্ণ নোটিশ ও সংশোধিত নোটিশ প্রকাশ করেছেন। যা একজন চাকরি প্রার্থীর জন্য অতন্ত্য সহায়ক। আপনি all job teletalk থেকে নোটিশ দেখে এই ওয়েবসাইট এর মাধ্যমে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। সরকারি চাকরির খবরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট।
projobsbd.com
সেরা সরকারি চাকরির খবরে তালিকায় all job teletalk এর পর দ্বিতীয় তালিকায় projobsbd.com কে রাখা হয়েছে। এ পর্যন্ত কোন ভুয়া বা ভ্রান্ত বিজ্ঞপ্তি এই ওয়েবসাইট প্রকাশ করেনি। প্রতিনিয়ত সরকারি চাকরির খবর প্রকাশ করে চলছে। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি ও এনজিও চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এসকল বিষয় ছাড়াও প্রতি সপ্তাহে সরকারি চাকরির বিজ্ঞপ্তি সর্বশেষ নোটিশ আকারে দেওয়া হয়ে থাকে।
bdgovtjob.net
শুধুমাত্র সরকারি চাকরির নোটিশ এর জন্য bdgovtjob.নেট ওয়েবসাইটটিকে সেরা বলা হয়ে থাকে। আপনি প্রতিনিয়ত এই ওয়েবসাইট থেকে সরকারি চাকরির নোটিশ সম্পর্কে সঠিক তথ্য পাবেন।
banglacyber.com
সরকারি চাকরির খবরের জন্য দেশের সেরা চতুর্থ ওয়েবসাইট হিসেবে banglacyber.com কে বলা যায়। প্রতিনিয়ত এখানে সরকারি চাকরির আপডেট তথ্য প্রকাশিত হয়ে থাকে যা খুবই গুরুত্বপূর্ণ।
মেয়েদের সরকারি চাকরির খবর
যুগের সাথে তাল মিলিয়ে এখন এসেছি আমরা একবিংশ শতাব্দীতে। এখন নারী পুরুষের অধীকারের কোন ভেদাভেদ নেই। নারী পুরুষ দুই জনেই চাকরি করতে পারবেন সেটা হোক না কেন যেকোনো চাকরি। তবে কিছু কিছু চাকরি রয়েছে যেখানে নারীদের অগ্রঅধিকার দেওয়া হয়ে থাকে সে সকল স্থানে নারীরা বেশি নিয়োগ পেয়ে থাকেন। যেমন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরর চাকরিতে,নার্সিং এ নারীদের বেশি নিয়োগ প্রদান করা হয়। তেমনি আরও কিছু চাকরি রয়েছে যেখানে নারী বা মেয়ারা কোটা পদ্ধতিতে অগ্রঅধিকার পেয়ে থাকে। তবে কিছু কিছু চাকরি রয়েছে যা নারীদের নিয়োগ প্রদান করা তেমন হয় না।
মেয়েদের জন্য কোন চাকরি ভালো
নারী মানে কেবল চাকরি করবে এমন নয়। একজন নারীকে চাকরি করার পাশাপাশি তার বাড়ির গৃহস্থালি কাজ সমূহ করা প্রয়োজন হয়। সংসার ও চাকরি সামলানো পূর্বে কেবল কল্পনা ছিল। কিন্তু বর্তমানের নারীরা সংসার ও চাকরি দুইটিই করছেন। তবে কিছু চাকরি রয়েছে যে সকল চাকরি মাধ্যমে নারীরা তাদের সংসার জীবনে আরো ভালোভাবে সকলের খেয়াল রাখতে পারেন। অনেক পরিবার আছেন আর্থিক ভাবে স্বচ্ছল নয়। সে পরিবারের নারীরা চাকরি করে তাদের পরিবারে সাহায্য করছেন ও তাদের সন্তানের ভবিষ্যৎকে নিশ্চিত করছেন। নারীর আর্থিক তাদের ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি অন্য সকল মানুষের কাছ থেকে আলাদা করে। সরকারি চাকরির খবর মেয়ের জানা প্রয়োজন। নিচে মেয়েদের জন্য সুবিধাজনক চাকরি সম্পর্কে উপস্থাপন করা হয়েছে:
শিক্ষকতা চাকরি
শিক্ষাকতাকে আমরা মহান পেশা হিসেবে সম্বোধন করে থাকি। আর শুরু থেকে যদি একজন ভালো শিক্ষকের ছায়ায় বড় হওয়া যায় তাহলে ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে থাকে। সেহেতু মেয়েরা শিক্ষকতা পেশাকে নির্বাচন করতে পারেন। নারীদের ধৈর্য্য ক্ষমতা তুলনা মূলক ভাবে একটু বেশি ও তারা সংসার জীবনের সাথে খুব সুন্দর করে মানিয়ে নেয়। মেয়েরা প্রাথমিক, হাইস্কুল, কলেজে চাকরি করে সংসার জীবনের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারবে শিক্ষকতা করে।
চিকিৎসা ক্ষেত্র চাকরি
চিকিৎসা ক্ষেত্রে নারীরা চাকরি করতে পারেন। এক্ষেত্রে সে ডাক্তার বা নার্স হোক না কেন। তিনি চাকরির পাশাপাশি তার সংসার জীবনে মানিয়ে নিতে পারবেন এ চাকরি করে।
প্রথম শ্রেণির চাকরি
অনেক নারীর স্বপ্ন থাকে যে তিনি একজন বিসিএস ক্যাডার হবেন। সেক্ষেএে একজন নারী যদি ক্যাডার হন সেক্ষেত্রে তার সম্মান আরো বৃদ্ধি পায় ও তার এবং তার সন্তানের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে থাকে।
ব্যাংকিং বা ইন্সুরেন্স চাকরি
ব্যাংকিং বা ইন্সুইরেন্স চাকরিতে মূলত কম শারীরিক শ্রম দিতে হয়। সেক্ষেএে একজন নারী নিসন্দেহে ব্যাংকিং বা ইন্সুইরেন্স চাকরিতে চাকরি করতে পারেন।
অন্যান্য
এসকল চাকরি ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন চাকরি রয়েছে যেমন পরিবার পরিকল্পনা ও ইত্যাদি। সেসকল সেক্টরে মেয়েরা চাকরি করে আর্থিক ভাবে তে পারেন।
চাকরির খবর কোথায় পাওয়া
চাকরি খবর মূলত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশক ওয়েবসাইট থেকে পাওয়া যায়।আমাদের দেশে জনপ্রিয় মাধ্যম চাকরির খবরের ওয়েবসাইট গুলো হলো all job teletalk,bdjobs,projobsbdcom,bdgovtjob.net, LinkedIn। এছাড়া চাকরির খবর জানার জন্য অ্যাপলিকেশন হিসেবে আপনি “চাকরির খবর (job circular) ব্যবহার করতে পারেন।
কোন চাকরিতে বেতন বেশি
বাংলাদেশে চাকরিতে সবচেয়ে বেতন পেয়ে থাকে হিসেবে ধরা হয় ব্যাংকের এমডি ও সিইও।
তবে সরকারি চাকরির গ্রেড অনুযায়ী বিবেচনা করলে বিসিএস ক্যাডারগণ সর্বাধিক বেতন পেয়ে থাকেন, যা বেতন স্কেল হিসেবে বিবেচনায়।
কোন চাকরিতে কেমন বেতন
বাংলাদেশের সরকারি চাকরির বেতন স্কেল হিসেবে, ১৭তম গ্রেড থেকে ২০ তম গ্রেড হলো চতুর্থ শ্রেণির চাকরি, ১১ তম গ্রেড হতে ১৬ তম গ্রেড হলো ৩য় শ্রেণির চাকরি, ১০ম গ্রেড হলো শুধুমাত্র দ্বিতীয় শ্রেণির চাকরি, ১ম গ্রেড হতে ৯ম গ্রেড হলো প্রথম শ্রেণির চাকরি। একজন চাকরিজীবি তার গ্রেড অনুযায়ী বেতন পেয়ে থাকেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী
- ১ম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৭৮০০০ টাকা।
- ২য় গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৬৬,০০০ টাকা থেকে ৭৬,৪৯০ টাকা।
- ৩য় গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা।
- ৪র্থ গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৫০,০০০ টাকা হতে ৬৫,৮২০ টাকা।
- ৫ম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৪৩,০০০ টাকা হতে ৬৯,৮৫০ টাকা।
- ৬ষ্ঠ গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা।
- ৭ম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ২৯,০০০ টাকা থেকে ৬৩,৪১০ টাকা।
- ৮ম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ২৩,০০০ টাকা হতে ৫৫,৪৭০ টাকা।
- ৯ম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা।
- ১০ম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা।
- ১১ তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ১২,৫০০ টাকা ৩০,২৩০ টাকা।
- ১২ তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ১১,৩০০ টাকা হতে ২৭,৩০০ টাকা ।
- ১৩ তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ১১০০০ টাকা থেকে ২৬৫৯০ টাকা।
- ১৪ তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা।
- ১৫ তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৯৭,০০ টাকা ২৩,৪৯০ টাকা
- ১৬তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৯৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা।
- ১৭ তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা।
- ১৮ তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৮৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা।
- ১৯ তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৮৫০০ টাকা হতে ২০,৫৭০ টাকা।
- ২০ তম গ্রেডের চাকুরীজীবি বেতন পান ৮৫০০ টাকা হতে ২০,৫৭০ টাকা।
শেষ কথা
এই পোস্ট থেকে আপনি আশা করি সরকারি চাকরির খবর ও সরকারি চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন ও চাকরির প্রস্তুতি নিন।পোস্টটি ভালো লাগলে আপনার নিকটতম আত্মীয় বা বন্ধুকে শেয়ার করে জানান। ধন্যবাদ!