আমাদের অনেকেই সামাজিন সংগঠনের জন্য নাম খুজেন। কিন্তু সামাজিক সংগঠনের জন্য সুন্দর নাম চুজ করা অনেক কষ্টকর। কারণ তখন আমাদের মাথায় কোনো নামের সাজেশন আসেই না। আপনি যদি সামাজিক সংগঠনের নাম জানতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য। তাহলে চলুন আমরা সামাজিক সংগঠনের নাম নিয়ে আলোচনা করি।
সামাজিক সংগঠনের নাম ইউনিক নাম /শিক্ষামূলক সংগঠনের নাম
সামাজিক সংগঠনের নাম এর ভিতর অনেক ধরণের নাম আছে। অনেকে তার নিজের সংগঠনের নাম আরবিতে রাখতে চান, আবার অনেকে বাংলায় রাখতে চান , আবার অনেকে তার সংগঠনের নাম ইংরেজিতে রাখতে চান। আসলে এইটা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। আপনাদের সুবিধার জন্য আমি সামাজিক সংগঠনের আরবি নাম, সামাজিক সংগঠনের ইংরেজি নাম ও সামাজিক সংগঠনের বাংলা নাম এই তিনটি নামই দিচ্ছি। শেষে আমি সামাজিক সংগঠনের ইউনিক ও আনকমন নাম নিয়ে আলোচনা করবো।
আরবি সামাজিক সংগঠনের নামঃ
প্রথমেই আমি আরবি সংগঠনের নাম নিয়ে আলোচনা করবো।
- সুফফাঃ সুফফা নামটি ছিলো মসজিদে নববীতে প্রতিষ্ঠিত মহানবী স. এর শিক্ষাকেন্দ্রের নাম। আপনার যুব সংগঠন যদি শিক্ষা নিয়ে কাজ করে তাইলে আপনি আপনার যুব সংগঠনের নাম সুফফা রাখতে পারেন। আমার দেখা মতে নামটি বেশ ইউনিক নাম।
- আল-শামসঃ আরবিতে শামস মানে হল সুর্য। আপনি আপনার যুব সংগঠনের নাম আল শামস ইজিলি রাখতে পারেন। পবিত্র কুরআন শরীফে আল শামস নামে একটা সুরাও আছে।
- আল ক্বমারঃ ক্বমার শব্দটি আরবি ভাষার। এই আরবি শব্দটির অর্থ হল চাঁদ। এই নামটিও আপনি যুব সংগঠনের জন্য রাখতে পারবেন।
- ইতিহাদঃ আপনি এই নামটি আপনার ক্লাবের জন্য রাখতে পারেন।
- কাফেলাঃ কাফেলা শব্দের অর্থ হল দল। আপনারা যদি বন্ধুরা মিলে ক্লাব খুলেন তাইলে এই নাম রাখতে পারেন।
- হিলফুল ফুযুল: এই নাম আমাদের সবার কাছেই চেনা। তাই আপনিও আপনার সামাজিক সংগঠনের নাম হিলফুল ফুযুল দিতে পারেন।
- Aqrab (عقرب) : আক্বরব নামটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি এই নামটি রাখতে পারেন।
উপরে আমি সামান্য কিছু আরবি সংগঠনের নাম দিছি। আপনি যদি ভালো কোনো আরবি সংগঠনের নাম পেয়ে থাকেন বা জানেন তাহলে আমাদের জানাতে ভুলবেন না ।
এইবার আমরা সামাজিক সংগঠনের ইংরেজি নাম নিয়ে আলোচনা করবো।
সামাজিক সংগঠনের ইংরেজি নাম/ছাত্র সংগঠনের সুন্দর নাম
আমি নিচে কিছু সামাজিক সংগঠনের ইংরেজি নাম দিচ্ছি। আশা করি আপনার পছন্দ হবে।
- দ্যা ড্রিম ক্লাবঃ দ্যা ড্রিম ক্লাব নামের অর্থ স্বপ্নের ক্লাব। আপনি আপনার ক্লাবের নাম এই নামটি দিলে বেশ ইউনিক ইউনিক ফিল আসবে।
- বেঙল ইউথ: বেঙল ইয়ুথ একটি আনকমন নাম। আপনারা যদি যুব সংঘের নাম দিতে চান তাইলে এই নাম নিতে পারেন।
- বেঙ্গল টিনসঃ টিনস শব্দের অর্থ কিশোর বা কিশোরী। বেঙ্গল টিনস নামটি আপনার ক্লাবের জন্য আপনি ইজিলি রাখতে পারবেন। তবে আপনি ও আপনার ক্লাবের মেম্বাররা যদি ১৮ বছরের নিচে হয় তাইলে নামটা আরো অর্থবোধক হয়ে উঠবে।
- ডায়নামাইট(Dynamite)ঃ ডায়নামাইট একটা মারণাস্ত্রের নাম। কিন্তু এই নামের ভাবার্থ হল যে আপনার ক্লাব সকল অনাচার রোধে ডায়নামাইটের ভুমিকা পালন করবে।
এবার আমরা বাংলা সামাজিক সংগঠনের নাম নিয়ে আলোচনা করবো।
সামাজিক সংগঠনের বাংলা ইউনিক নাম
- নবজাগরণ
- প্রভা
- যুব সংঘ
- সময়ের বাতিঘর: এই নামটি একটা অপ্রচলিত নাম। আপনার সংগঠনের নাম এইটা রাখলে ইউনিক দেখাবে।
ট্যাগসঃ
শিক্ষামূলক সংগঠনের নাম |
যুব সংগঠনের নাম |
সংগঠনের সুন্দর নাম |
সংগঠনের ইংরেজি নাম |
অরাজনৈতিক সংগঠনের নাম |
আরবি সংগঠনের নাম |
সামাজিক কিছু সুন্দর সংগঠনের নাম |
সুন্দর সংগঠনের নাম |
ইউনিক নাম |
সামাজিক সংগঠনের সুন্দর নাম |
সংগঠন নাম |
বিভিন্ন সামাজিক সংগঠনের নাম |
বিভিন্ন সংগঠনের নাম |
বাংলা ইউনিক নাম |
সংগঠনের সুন্দর নাম সমূহ |
সংগঠন এর নাম |
সংগঠনের সুন্দর নামের তালিকা |
সেবামূলক কিছু সুন্দর সংগঠনের নাম |
আনকমন নাম |
এক ভাই প্রশ্ন করেছিলেন যেঃ
আমরা কয়েকজন মিলে একটি সামাজিক সংগঠন গড়ে তুলতে চাই।এখন এর নাম দিলে উপকৃত হইতাম। নাম ইউনিক ও সুন্দর হতে হবে।
আপনি চাইলে আরবি সংগঠনের নাম,যুব সংগঠনের নাম,সংগঠনের ইংরেজি নাম,শিক্ষামূলক সংগঠনের নাম,অরাজনৈতিক সংগঠনের নাম দিতে পারেন।তবে এগুলো দিলে আগে উল্লেখ করে দেবেন।
উত্তরঃ আমি আপনার উত্তর পোস্টে দিয়ে দিয়েছি।