Loading...
আসলে সুন্দর হাতের লেখার জন্য কোনো পিডিএফ নাই। আর সুন্দর হাতের লেখার জন্য কোনো পিডিএফ বইও নাই।
হাতের লেখা সুন্দর করার জন্য দরকার আপনার ইচ্ছা। তবে দেখবেন প্লে স্টোরে অনেক এপ আছে যারা এরকম টিপস দিয়ে থাকে। কিন্তু তাতে কাজ হয় না।
আমি বলব যে আপনি যদি সত্যিই হাতের লেখা সুন্দর করতে চান তাহলে নিন্মের টিপস গুলা দেখুন–
প্রথমেই আপনি যার হাতের লেখা ভালো তার কাছ থেকে কিছু লেখা লেখিয়ে নিন। এর পর আপনি সেই লেখার মত করে লেখতে চেষ্টা করুন। ব্যস হয়ে যাবে।