Loading...
কোনো ওয়েবসাইটের হোস্টিং হল সেই ওয়েবসাইটের ঘরের মত। মানুষ যেমন ঘরের ভিতর থাকে, ওয়েব সাইটের সকল ফাইল, ডাটাবেসসহ সকল কিছু সেই হোস্টিং এর ভিতর থাকে। কোনো ওয়েবসাইটের সকল সার্ভিস দেওয়া হয় হোস্টিং থেকে। আর এর দ্বারা সেই ওয়েবসাইটের অবকাঠামোগত সেবা দেওয়া সম্ভব হয়। এছাড়া ইউজারদের ইনফরমেশনও হোস্টিং এ সেইভ থাকে। মুল কথায় একটা ওয়েব সাইট আর বাসা বাড়ির ভিতর তুলনা করতে গেলে ওয়েবসাইটের ডোমেইন নাম হল আমাদের বাসার নামের মত। আর হোস্টিং হল বাসার মত। আমরা যেমন বাসায় আমাদের জিনিস পত্র রাখি সেই ভাবে হোস্টিং এ আমরা আমাদের ওয়েবসাইটের সকল তথ্য রাখি। এসব কারণেই হোস্টিং প্রয়োজন।