আমরা টিভি বা খবরের কাগজে অনেক সময় শুনি যে ওমুক দেশ আমাদের ১ মিলিয়ন ডলার দিয়েছে বা আমাদের রিজার্ভ কয়েক হাজার মিলিয়ন ডলার ছাড়িয়েছে। আমাদের দেশের প্রাইমারী কারেন্সি টাকা হওয়ার কারণে আমরা অন্যান্য কারেন্সি সম্পর্কে অনেকেই ধারণা রাখি না। এর জন্য আমাদের এক মিলিয়ন ডলার সমান কত এসব নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। আজকে আমরা আলোচনা করবো ১ মিলিয়ন ডলার সমান কত টাকা?
১ মিলিয়ন ডলার সমান বাংলাদেশি কত টাকা?
কারা প্রতি বছর ১ মিলিয়ন ডলার বা তার বেশি টাকা আয় করেন?
সিম্পল! প্রথম কাতাদের আপনি সকল শিল্পপতিদের রেখে দিন। দেশের টপ কোম্পানির বাহিরেও অনেক উদ্যোক্তা আছেন যারা প্রতিবছর ১ মিলিয়ন ডলার আয় করছেন। সম্প্রতি আমি এমন এক ভিডিও দেখছি প্রথম আলো এর ইউটিউব চ্যানেলে। তার সম্পর্কেই বলছি।
লোকটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করেছেন। এর পর চাকরী না পেয়ে খুলে ফেলেন এক প্লাস্টিক রিসাইকেলের কোম্পানি। তার উৎপাদিত প্লাস্টিকের টুকরা(সঠিক নাম মনে নাই) চীনে রপ্তানি হত। তখন তার শ্রমিক ছিলো মাত্র ৩ জন। গত বছর তার কোম্পানির বাৎসরিক টার্নভার ছিলো ৪০ কোটি টাকা। তখন তার কারখানায় শ্রমিক ছিলো মাত্র ১৬ জন ও ২ জন চীন দেশ থেকে আগত ইঞ্জিনিয়ার।
দেখলেন তো! একজন লোক ইজিলি বছরে ১ মিলিয়ন ডলার আয় করতে পারে।
কিভাবে প্রতি বছরে ১ মিলিয়ন ডলার আয় করতে পারি?
১ মিলিয়ন ডলার প্রতিবছর আয় করার জন্য বেশী কষ্ট করতে হবে না। ১ মিলিয়ন ডলার আয় করার জন্য দরকার সুন্দর আইডিয়া। উপরের লোকটি মাত্র ১৬ জন কর্মচারী নিয়ে ৫ মিলিয়ন ডলার আয় করেছেন। কিন্তু তিনি যদি সাধারণভাবে অন্যান্য বিজনেস করতেন তাইলে তার নুন্যতম কয়েক হাজার কর্মী লাগতো ৫ মিলিয়ন ডলার আয় করতে। যদি আপনি আসলেই চান কিভাবে বছরে ১ মিলিয়ন ডলার আয় করবেন তাহলে এখনই ব্যবসার আইডীয়া খুজতে লেগে পড়ুন।
আরেকটা উদাহরণ দিই। আমাদের দেশের পাঠাও রাইড শেয়ারিং কোম্পানি আছে। সেই কোম্পানির বাৎসরিক টার্নওভার বেশ বড় অংকের। কিন্তু তাদের মুলধন কিন্তু খুবি কম। মাত্র একটা এপ। তাদের আইডীয়া দিইয়ে প্রচুর টাকা ইনকাম করছে শুধুমাত্র একটা এপের দ্বারা।
এরকম ভাবে গত বছর পাবজি শুধুমাত্র বাংলাদেশ থেকেই ইনকাম করেছে ৯০০ মিলিয়ন ডলার।
সুতরাং আপনি যতই তারাতাড়ি সুন্দর আইডিয়া জেনারেট করবেন ততই এগিয়ে থাকবেন।
আপনার আইডিয়া দিয়ে ভাল কিছু করা সম্ভব কি না জানতে আপনার আইডীয়া কমেন্ট বক্সে কমেন্ট করুন।
যদি আপনার ১ মিলিয়ন ডলার থাকতো তাহলে আপনি কি করতে পারতেন?
সিম্পল! আপনার যা ইচ্ছা। আমাদের দেশের যখন কেউ মুটামুটি ভালো ইনকাম করতে শুরু করে তখন সে শুরুতেই তার বাড়ি নির্মানের কাজে হাত দেয়। আপনি ১ মিলিয়ন ডলার দিয়ে বাড়ি না পুরা একটা রাজপ্রাসাদ বানাতে পারেন।
যাই হোক! এক মিলিয়ন ডলার প্রতিবছর ইনকাম করলে আপনার ২/৩ প্রজন্ম বসে বসে খেতে পারবে। কোনো সমস্যা হবে না।
যাই হোক ! আমি এই পোস্টে এক মিলিয়ন ডলার মানে কত টাকা থেকে শূরু করে সব কিছু নিয়ে আলোচনা করছি। যদি আমি এই পোস্টে ১০ টা কমেন্ট পাই তাহলে কিভাবে প্রতি মাসে ১০০ ডলার আয় করবেন সহজে তা নিয়ে আলোচনা করবো।
নিচে একটা স্যাম্পল ডেমো দিলাম।