মোস্তফা গেম ডাউনলোড মোবাইল, mustafa game download, mostofa game download
হেলো বন্ধুরা, আজকে আমি একটি নতুন গেমের ডাউনলোড নিয়ে হাজির হয়েছি। গেমটির নাম মোস্তফা গেম। এই গেমটি আমাদের ছোট সময়ে অনেক জনপ্রিয় ছিলো। যদিও বর্তমানে কালের বিবর্তনে এর জনপ্রিয়তা কমে গেছে।
আজকে আমি আপনি আপনাদের দেখাবো কিভাবে আপনি মোস্তফা গেম ডাউনলোড করতে পারবেন, কিভাবে আপনি মোস্তফা গেম ইন্সটল করবেন সহ আরো বিস্তারিত সব কিছু।
আসলে মোস্তফা গেমের আসল নাম হল Classic Dino Cadillacs বা ক্লাসিক ডাইনো ক্যাডিলাকস। আমি এখানে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান হতে ডাউনলোড করতে পারবেন । অথবা আপনি প্লে স্টোর থেকে খুঁজে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। # mostofa game download
প্রথমেই মোস্তফা গেম সম্পর্কে কিছু বলে নিই।
মোস্তফা গেম সম্পর্কেঃ
মোস্তফা গেমটির আসল নাম আমি আগেই বলেছি। গেমটির সাইজ প্রায় ১৯ এমবি। অর্থাৎ বুঝতেই পারছেন যে বেশ ছোট আকারের গেম। তাই যে কোন এন্ড্রোয়েড ফোনে কোন সমস্যা ছাড়াই চলবে। আর এই গেমের সাইজ কম হবার জন্য বেশি ব্যাটারিও খাবে না। বর্তমানে গেমটির ডাউনলোডার সংখ্যা প্রায় ১ কোটির বেশী। প্লেস্টোরে গেমটির রেটিং ৩.৯ । আর এই রেটিং দিয়েছে প্রায় ছয় হাজারের মত লোক।
গেমটির বর্তমানে ১.৬ নাম্বার ভার্সন চলতেছে। গেমটি খেলার জন্য আপনাকে অবশ্যই আপনার এন্ড্রোয়েড ভার্সন ৪.৪ এর বেশী হতে হবে। #mostofa game download
Mustafa game download/ Mostofa game download
মোস্তফা গেম ডাউনলোড করতে আপনি নিচের বাটনে ক্লিক করুন। এতে আপনি প্লে স্টোরে পৌছে যাবেন। সেখান থেকে ইন্সটল নাও বাটনে ক্লিক করলে গেমটি আপনার ফোনে ইন্সটল হয়ে যাবে।
আর যদি আপনার কোন সমস্যা হয় তা হলে আমাকে বলেন, আমি ঠিক করে দিবো।
Download Now
এবার গেমটির ফিচার ও অন্যান্য বিষয় নিয়ে কিছু আলোচনা করি।
মোস্তফা গেম ফিচারঃ
আমি যে গেমটির লিংক দিয়েছি তা মুলত মোস্তফা গেমের লাইট ভার্সনের। তাই আমি এই ভার্সন নিয়েই কথা বলছি।
প্রথমের যদি আপনার এর ফিচারের দিকে তাকাই তাহলে যা দেখবো তা হল গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর।
আবার আপনি চাইলে গেমটির কন্ট্রোল এক্সটার্নাল ভাবে করতে পারবেন। আবার গেমের যে বাটন গুলো থাকে তা আপনি আপনার ইচ্ছা মত সরাতে নড়াতে পারবেন। এতে যেখানে আপনার ইচ্ছা সেখানেই বসাতে পারবেন।
এছাড়া আরো অনেক ফিচার আছে যা কিনা আপনি গেমটি খেললেই বুঝে যাবেন। # mustafa game download
মোস্তফা গেমে ৪ টির মত ক্যারেক্টার আছে। এই গেমের এক অদ্ভুত ফিচার হল এই গেমে ব্যবহৃত গান( বন্দুক) আপনি যতই ব্যবহার করবেন, এর কোনো গুলি শেষ হবে না। জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে।
এবার আমরা কিছু গেমের গাইডলাইন্স দেখিঃ
মোস্তফা গেম গাইডলাইন্সঃ
আপনি যদি গেমটি শুরু করতে চান তাহলে প্রথমে কয়েন বাটনে ক্লিক করবেন। এর পর স্টার্ট বাটনে ক্লিক করে খেলা শুরু করবেন।
আর যদি আপনি মেনু খুজতে চান তাহলে আপনি অপশন বাটনে ক্লিক করবেন।
এনিমিকে আঘাত করতে হলে এ বাটনে ক্লিক করবেন। জাম্প দিতে হলে বি বাটন ক্লিক করতে হবে। আর যদি আপনি পাওয়ার কম্বো চান তাইলে আপনি এ আর বি বাটন দুটা একসাথে চাপবেন। আপনি যদি ফ্লাইং কিক বা উড়তে উড়তে কিক দিতে চান তাহলে বি বাটন দুবার চেপে এর পর এ বাটন চাপতে হবে।
এছাড়া আরো অনেক গাইডলাইন্স আছে যা আমি এইখানে দিলাম না। আপনি চাইলে গেম খেলতে খেলতে দেখে নিতে পারেন।
মোস্তফা গেম নিয়ে কিছু স্মৃতিঃ
মোস্তফা গেম নিয়ে আমি বেশ কিছু লোকের কাছ থেকে স্মৃতি পেয়েছি। আমি তা এখানে তুলে ধরছি।
১)
আমি এই গেম ক্লাস ১১-১২ তে থাকতে খেলছি। তখন এই গেম খেলার জন্য কলেজ পালাইতাম। বাজারের কম্পিউটারের দোকানে গিয়ে খেলতাম। আমার মনে হয় শুধু এই মোস্তফা গেম দিয়েই বাজারের প্রত্যকটা কম্পিউটার দোকানদার বড়লোক হয়ে গেছে।
এই গেম খেলার জন্য বাপের হাতের মাইর থেকে শুরু করে কলেজ পালানো, পড়াশুনা না করা সব করতাম। কম্পিউটার গেমের দোকানে সারাদিন বসে থাকতাম। আমার লাইফের প্রথম কম্পিউটার গেম এই মোস্তফা গেম।
— লিখেছেঃ রাফি
২)
আমি মোস্তফা গেম আগে খেলি নাই। তবে কিছু দিন আগে এন্ড্রোয়েড ফোনে ডাউনলোড দিয়েছি। আমার কাছে বেশ ভালই লেগেছে। পুরা ক্লাসিক গেম। বেসিক সব ফিচার এড করা আছে। গেমটা খেলার পর বুঝতে পারছি যে আগের সময়ে কেনো সবাই এই গেমে আসক্ত হইতো। যদিও আমি ২/৩ দিন আসক্ত হইছিলাম। পরে আবার আনইন্সটল করে দিছি সময়ের অভাবে।
প্রিয় ভিজিটর, আপনার কোন স্মৃতি থাকলে আমাদের বলতে পারেন। আমরা আমাদের সাইটে আপনার স্মৃতি লিখে রাখবো আপনার নামসহ। আপনার স্মৃতি কেমন ছিলো তা জানাতে আমাদের কমেন্ট করুন।
আর গেমটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না।
মোস্তফা গেম ডাউনলোড মোবাইল, mustafa game download, mostofa game download