এশার নামাজ কত রাকাত,কিভাবে পড়ে ও নিয়ত কি?


Loading...


এশার নামাজ দিনের শেষ নামাজ। এই নামাজের অনেক গুরুত্ব আছে। কিন্তু আমরা অনেকেই জানি না যে এশার নামাজ কয় রাকাত ও কি কি বা এশার নামাজ কিভাবে পড়তে হয় বা এশার নামাজের নিয়ত কি?   আজকে আমরা এশার  নামাজের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

এশার নামাজ কত রাকাত

এশার নামাজ মোট ১০ রাকাত। প্রথমে ৪ রাকাত সুন্নাতে যায়িদাহ । এরপর ৪ রাকাত ফরয। এরপর ২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদাহ। এর পরে সবার শেষে ৩ রাকাত বিতির নামাজ। (বিতরের নামাজ এশার নামাজের ভিতর না) 

তাহলে পয়েন্ট আকারে লিখলে হয়ঃ

১) প্রথমে ৪ রাকাত সুন্নত

২) এর পর ৪ রাকাত ফরয

৩) এর পর ২ রাকাত সুন্নত

৪) এর পর ২ রাকাত নফল(আপনার ইচ্ছা )

৫) এর পর ৩ রাকাত বিতির

 

এশার নামাজ কিভাবে পড়তে হয়? 

প্রথমে আপনি উযু করে পাক পবিত্র হয়ে প্রথম ৪ রাকাত সুন্নতে যায়িদাহ এর নামাজ আদায় করবেন। এই সুন্নতে যায়িদাহ নামাজ আদায়ের জন্য যা যা করতে হবেঃ

  1. সুন্নতে যায়িদাহ নামাজ ৪ রাকাত। তাই জায়নামাজে দাড়ানোর সময় নিয়ত করে ফেলুন। নিয়ত আরবিতে জরুরী না। বাংলায়ও হবে। শুধু মনে এইটুকু নিয়ত রাখলেই হবে যে, আপনি কেবলামুখী হয়ে ৪ রাকাত সুন্নত নামাজ আদায় করছেন। 
  2. এর পর ছানা , তা’উয, তাসমিয়া (আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ)  পড়ে সুরা ফাতিহা তেলওয়াত করুন। এর পরে আমিন বলে আবার বিসমিল্লাহ পড়ুন। 
  3. এর পর অন্য কোনো সুরা মিলান। 
  4. সুরা মিলানো শেষ হলে আপনি আল্লাহ আকবর বলে রুকু তে যান। 
  5. রুকুতে ৩/৫/৭ বার রুকুর তাসবিহ পড়ুন। 
  6. এর পর অন্যান্য নামাজের মত সিজদা দিয়ে প্রথম রাকাত শেষ করুন। 

সুন্নতে যায়িদাহ নামাজে প্রতি চার রাকাতেই সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয়। 

এবার আসি ফরজ নামাজের ক্ষেত্রেঃ 

  1. ফরজ নামাজের জন্য আপনি আগের নিয়ম ফলো করুন। তবে ফরজ নামার ৪ রাকাত হলে প্রথম ২ রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাতে হয়। আর পরের দুই রাকাতে সুরা মিলাতে হয় না। শুধু সুরা ফাতিহা পড়তে হয়। 

এশারফরজ নামাজের নিয়ত

এশার নামাজের আরবি নিয়ত করার পক্ষে আমি না। কারণ আরবি নিয়ত করলে আপনার উচ্চারণ ভুল হলে তখন গুনাহ হবে। এর জন্য আপনার মনে এই টুকু ভাবনা থাকতে হবে যে আপনি কেবলামুখী হয়ে  ফরজ নামাজ আদায় করছেন।

বিতির নামাজ সম্পর্কে কিছু কথাঃ 

বিতির নামাজ ওয়াজিব নামাজ। এই নামাজ এশার নামাজের অংশ না।তবে এই নামাজ আপনি এশার পর আদায় করতে পারবেন। কিন্তু এশার নামাজ না পড়ে এই নামাজ আদায় করা যাবে না। 

বিতির নামাজ ৩ রাকাত। এর প্রথম ২ রাকাত অন্যান্য নামাজের মতই। শুধু তৃতীর রাকাতে এসে আপনাকে যা করতে হবে- 

  • প্রথমে সুরা ফাতিহা ও অন্যান্য সুরা মিলাতে হবে। 
  • এর পর আপনি আবার তাকবির দিবেন আল্লাহু আকবর বলে। তাকবির দেওয়ার সময় হাত উঠবে। 
  • এর পর আপনাকে দুয়ায়ে কুনুত পড়তে হবে।
  • দুয়ায়ে কুনুত পড়ার পর আপনাকে তাকবির দিয়ে রুকুতে যেতে হবে। 
  • বাকি প্রসেসগুলো অন্যান্য নামাজের মতই।  

 

আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। উল্লেখ্য যেঃ  নামাজ যত বেশি পড়া যায় ততই ভাল। তবে আপনি যদি তারাহুরোতে থাকেন তাহলে এশার নামাজ ১১ রাকাত আদায় করলেই হবে । ৪ রাকাত ফরজ,  ২ রাকাআত সুন্নাত এবং ৩ রাকাআত বেতর।

ফরজের প্রথমে  ৪ রাকাত সুন্নাত ইচ্ছে হলে পড়তে পারেন, না পড়লেও   সমস্যা নাই। তবে ফরজের পর দুই রাকাআত সুন্নাতের গুরুত্ব অনেক।

উল্লেখ যে, বেতর এর নামাজ ১,৩ অতবা ১১ রাকাত পড়া যায়। ১ রাকাত পড়লে আপনার ওয়াজিব পালন হয়ে যাবে। তবে ১ রাকাতের তুলনায় ৩ রাকাত পরা ভাল, আর ৩ রাকাতের  তুলনায় ১১ রাকাত পড়া ভাল। কিন্তু আমরা যেহেতু ৩ রাকাতই পড়ি সেহেতু তিন রাকাত পড়লে কোনো সমস্যা নাই।

সুন্নতে মুয়াক্কাদা কি পড়া জরুরি?

আমরা জানি যে সুন্নত ৩ ভাগে বিভক্ত। এর ভিতর সুন্নতে মুয়াক্কাদা প্রথমে চলে আসে।

আমরা অনেকেই সুন্নত পালনে তেমন গুরুত্ব দেই না। কিন্তু সুন্নত পালনের দ্বারাই আমাদের মহানবী সঃ এর প্রতি ভালবাসা প্রকাশ পায়।

সুন্নতে মুয়াক্কাদা হল সেই সকল সুন্নত যা কি মহা নবি সঃ নিজে প্রতিদিন পালন করেছেন, অন্যদের পালন করতে বলেছেন। এসকল সুন্নত পালন না করলে গুনাহ হয় ।

তাই আমরা সবাই নামাজের আগে ও পড়ে সুন্নত নামাজ পড়ার চেষ্টা করবো। ইনশা আল্লাহ

এশার নামাজ কত রাকাত ভিডিওঃ

ট্যাগঃ 

এশার নামাজ কয় রাকাত

এশার নামাজ কত রাকাত

এশার নামাজ কয় রাকাত ও নিয়ত

এশার নামাজ কয় রাকাত ও কি কি

ইশার নামাজ কত রাকাত

এশার নামাজ মোট কত রাকাত ও কি কি

এশার নামাজ মোট কয় রাকাত


এশার নামাজ কয় রাকাত কি কি

এশা নামাজ কত রাকাত

এশার নামাজ কয় রাকাত

এশার নামাজ মোট কত রাকাত

এশার নামাজ মোট কয় রাকাত ও কি কি

এশার নামাজ কত রাকাত ও কি কি

এশার নামাজ কয় নিয়ত কয় রাকাত

এশার নামাজ কয় রাকাত এবং কি কি

এশার নামাজ কত রাকাত কি কি

এশার নামাজ কত রাকাত পড়তে হয়

এশার নামায কত রাকাত

এশার কত রাকাত নামাজ

এশার নামাজ কয় রাকাত কিভাবে পরে

isar namaj koto rakat

esar namaj koy rakat

এশার নামাজ কত রাকাত ও কী কী

এশার নামাজ কত রাকাত পরতে হয়

এশার নামায কয় রাকাত

এশার ফরজ নামাজ কত রাকাত

এশার নামাজ কত রাকাআত

এশা কত রাকাত

এশার নামাজ কয় রাকাত মোট

এশা নামাজ কয় রাকাত

এশার নামাজ কয় রাকাত ও কি কি

এশার নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হয়

এশার নামাজ কত

এশার রাকাত

এশার নামাজের নিয়ত কয় রাকাত

aser namaj koto rakat

এশার নামাজ কতো রাকাত

এসার নামাজ কত রাকাত

eshar নামায koy রাকাত

এশার নামাজ কত রাকাত?

ishar namaz koto rakat

ইশা নামাজ কত রাকাত

এশার নামাজ কয়

এশার মোট কত রাকাত নামাজ

এসার নামাজ কয় রাকাত

ইশার নামাজ কত রাকাত ও কি কি

এশার নামাজ

এশার নামাজ কয় রাকাত পড়তে হয়

এশার এর নামাজ কত রাকাত

এসার নামাজ কয় রাকাত

এশার নামাজ কয় রাকাআত

এশার নামাজ কই রাকাত

এশার নামাজ কয় রাকাত সুন্নত কয় রাকাত ফরজ

এশার নামাজ কয় রাকাতও কি কি

এশার নামাজের সুন্নত কত রাকাত

isha namaz koto rakat

এশার নামাজ কয় রাকাত পড়তে হবে

এশার নামাজ কত রাকাত এবং কি কি

ঈশার নামাজ কত রাকাত

এশার নামাজের রাকাত

eshar namaj koto rakat

এশার কয় রাকাত নামাজ

এশার নামাজ রাকাত

এশার নামাজ কয় রাকাত?

এশার নামাজ কয় ওয়াক্ত

esar namaj koi rakat

ইশার নামাজ মোট কত রাকাত

এশারের নামাজ কত রাকাত ও কি কি

ইশা নামাজ কয় রাকাত

এশা নামাজ কয় রাকাত

ইশার নামাজ কয় রাকাত

এশার মোট কয় রাকাত নামাজ

এশার নামাজ কত রাকাত পড়া যায়

eshar namaz koto rakat

asar namaj koy rakat

এশার নামাজ কয় ওয়াক্ত

এশার সুন্নত নামাজ কয় রাকাত

নামাজ কয় রাকাত ও কি কি

esar namaj koto rakat

ঈশা নামাজ কত রাকাত

এশার সালাত কত রাকাত

eshar namaj koy rakat

মাগরিবের নামাজ কয় রাকাত ও কি কি

এশার নামাজ সুন্নত কয় রাকাত

নামাজ কত রাকাত ও কি কি

এশার নামাজের নিয়ম

নামাজ কত প্রকার ও কি কি

নামাজ কত প্রকার কি কি

ইসারের নামাজ কয় রাকাত

মাগরিবের নামাজ কত রাকাত

এশার সালাত কয় রাকাত

eshar namaz koy rakat

নামাজ কত প্রকার

নামাজ মোট কত রাকাত

asar namaz koto rakat

ফরজ কত প্রকার ও কি কি

ফরজ নামাজ কত রাকাত

eshar namaz rakat

এশার নামাজ কিভাবে পড়তে হয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *