Loading...
সোজা বাংলা ভাষায় উত্তর দেই।
ভাওয়েল বলতে সেই সকল বর্ণমালাদের বুঝায় যারা কিনা কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। এরা বাংলা বর্ণমালার স্বরবর্নের মত।
আর কনসোনেন্ট হল সেই সকল শব্দ যারা কিনা অন্য কোনো বর্নের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এরা বাংলা বর্নমালার ব্যাঞ্জনবর্নের মত। এদেরকে উচ্চারণ করতে হলে আপনার ভাওয়েলের সাহায্য লাগবেই। ইংরেজিতে ৫ টি অক্ষর ভাওয়েল A,E,I,O,U । অর্থাৎ আপনি এদের অন্যদের সাহায্য ছাড়াই উচ্চারণ করতে পারবেন।