যোহরের নামাজ কত রাকাত?যোহরের নামাজের নিয়ত,পড়ার নিয়ম

zohorer namaj koto rakat

Loading...


জোহরের নামাজ দিনের দ্বিতীয় নামাজ। আজকে আমরা এই নামাজ নিয়ে আলোচনা করবো। এই পোস্টে আপনি যোহরের নামাজ কত রাকাত ও কি কি , যোহরের নামাজের নিয়ত, যোহরের নামাজের নিয়ম, যোহরের নামাজের সময় , যোহরের নামাজের শেষে দুয়া এসব জানতে পারবেন।

যোহরের নামাজ কত রাকাত ও কি কি

 

যোহরের নামাজ মোট ১০ রাকাত। এর প্রথম চার রাকাত সুন্নত , এর পরের চার রাকাত ফরজ । আর শেষের দুই রাকাত সুন্নত। অনেকে শেষের দুই রাকাত নামাজ পড়ার পর দুই রাকাত নফল নামাজ পড়ে থাকেন।

 

যোহরের নামাজের সময়

যোহরের নামাজের সময় দ্বিপ্রহরের পর থেকে সুর্য পশ্চিম দিকে হেলে যাওয়া পর্যন্ত। সাধারণত গরমকালে আমাদের দেশে যোহরের নামাজ শুরু হয় ১২ টা ৪৫ মিনিট থেকে। আপনি যদি পরতে চান তাহলে দুপুর ১ টায় পড়তে পারেন।

জোহরের নামাজ কিভাবে পড়ে বা যোহরের নামাজের নিয়ম

এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। এর  জন্য আমি আলাদা করে উত্তর দিচ্ছি। প্রথমে যোহরের ৪ রাকাত সুন্নত নামাজের নিয়ত ও পরে ফরজ নামাজের নিয়ম বলব।

 

জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম

 

আমি আমার অন্যান্য পোস্টে যেরকম করে বলে থাকি যে যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম অন্যান্য সুন্নাত নামাজের মতই। এর পরেও আমি বলছি।

যোহরের সুন্নত নামাজ পড়ার জন্য প্রথমে নিয়ত করবেন। নিয়ত আমি নিচে দিয়ে দিবো। নিয়তের পর আপনি  ছানা , আউযু বিল্লাহ… বিসমিল্লাহ… (সম্পূর্ণ পড়বেন) পড়ে সুরা ফাতিহা পড়বেন। এরপর অন্য কোনো সুরা মিলাবেন। এভাবে চার রাকাত শেষ করবেন। চার রাকাত ফরজ নামাজের সাথে চার রাকাত সুন্নত নামাজের পার্থক্য হল ফরজ নামাজের শেষের দুই রাকাতে কোনো সুরা মিলাতে হয় না। কিন্তু সুন্নত নামাজের শেষের দুই রাকাতে সুরা মিলাতে হয়।

যোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ম

আমি আগেই বলছি যে চার রাকাত ফরজ নামাজ ও চার রাকাত সুন্নত নামাজের পার্থক্য কি। যোহরের চার রাকাত সুন্নত নামাজের জন্য আপনি প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাবেন, আর শেষের দুই রাকাতে সুরা ফাতিহার শেষে কোনো সুরা মিলাবেন না।  বাকি সব রুকন একই।

যোহরের চার রাকার সুন্নত নামাজের নিয়ত আমি নিচে দিচ্ছি।

 

যোহরের নামাজের নিয়ত

যোহরের নামাজের নিয়ত আমি নিন্মে দিচ্ছি।

যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়তঃ

নিয়ত মানে হল মনের ইচ্ছা। আপনি যদি আরবি সহিহ শুদ্ধ ভাবে না পারেন তাহলে আরবি নিয়তের কোনো দরকার নাই। কারণ আপনার নামাজের নিয়ত সহিহ শুদ্ধ না হলে গুনাহ হবে। এর জন্য বাংলায় নিয়ত করতে পারেন। আর আল্লাহ তো সবার মনের খবর জানেনই। তিনি সব ভাষাও বুঝেন।

যোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়তঃ

এই ক্ষেত্রেও আপনি আরবি না পারলে বাংলায় বা মনে মনে নিয়ত করে নিন। কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ।

যোহরের নামাজের সময় কয়টা পর্যন্ত থাকে

এইটা ঠিক ভাবে বলা সম্ভব না। কারণ আমাদের দেশে দিনের দৈর্ঘ্য একেক সময়ে একেক রকম থাকে। তবে আপনি ২টার ভিতর পড়ে ফেলার চেষ্টা করবেন।

বিঃদ্রঃ আমি এখানে শুধু ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র। আপনার যদি কোনো নামাজে সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তাহলে কোনো আলেম এর কাছে যান। এভাবে ইন্টারনেট দেখে নামাজ শিখা যায় না। 

 

ট্যাগসঃ 

জোহরের নামাজ কত রাকাত

জোহরের নামাজ

জোহরের নামাজ কয় রাকাত

জোহরের নামাজের নিয়ম

জোহরের নামাজের সময়

আজকের জোহরের নামাজের শেষ সময়

জোহরের নামাজ পড়ার নিয়ম

জোহরের নামাজ কিভাবে পড়তে হয়

জোহরের নামাজ কয়টা পর্যন্ত পড়া যায়

জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম

আজ জোহরের নামাজের শেষ সময়

জোহরের নামাজের দোয়া

জোহর নামাজের নিয়ত

জোহরের নামাজ কয় রাকাত ও কি কি

জোহরের নামাজের পর আমল

জোহরের নামাজের শেষ সময় কখন

জোহরের নামাজ কত রাকাত পড়তে হয়

আজকের জোহর নামাজের সময়

জোহরের নামাজ কিভাবে পড়ে

জোহরের নামাজের শেষ সময়

যোহরের ৪ রাকাত সুন্নত নামাজের নিয়ম

যোহরের নামাজের সময় কয়টা পর্যন্ত থাকে

যোহরের নামাজ কয় রাকাত ও কি কি

যোহরের নামাজের সময় কতটুকু

যোহরের নামায পড়ার নিয়ম

যোহর নামাজের সময়

যোহরের ৪ রাকাত ফরজ নামাজের নিয়ম

যোহরের কত রাকাত নামাজ

যোহরের সুন্নত নামাজের নিয়ত

কোথায় যোহর ও আসর সালাত একত্রে আদায় করতে হয়

যোহরের নামাজ কয় রাকাত

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *