নাম:- গল্পগুলো অন্যরকম pdf download / golpogulo onnorokom pdf download
লেখক:- আরিফ আজাদ।
golpogulo onnorokom pdf Size:- 30MB.
গল্পগুলো অন্যরকম বইয়ের প্রথম কিছু অংশ :-
বােধ আরিফ আজাদ [এক]
আজ সকাল সকাল বের হতে হবে শাওনকে। দুই জায়গায় দুটি শিডিউল দেওয়া আছে। প্রথমেই যেতে হবে গৌরিপুর-হামপতালে। সেখানে মামুনের স্ত্রীকে ভর্তি করানাে হয়েছে। ডেলিভারি কেইস।
গতিকাল রাত দেড়টায় মামুন ফোন করে জানিয়েছে, তার স্ত্রীর রক্ত লাগবে। তাও খুব সকাল সকাল। ফোনে মামুন পারলে তাে কেঁদেই ফেলে। বারবার বলতে লাগল, ‘দোস্ত, আসবি তাে?
গল্পগুলো অন্যরকম pdf download
বল না রে! সত্যি সত্যিই কি আগামীকাল আসবি হাসপাতালে? তাের ভাবির খুব ক্রিটিক্যাল সিচুয়েশান যাচ্ছে। তুই ছাড়া এমন কেউ নাই যে আগামীকাল ভােরে এসে রক্ত দিতে পারবে। প্লিজ দোস্ত, কথা দে আসবি?
এমনিতে ফোনের রিংটোন বেজে ওঠায় ঘুম ভেঙে গেছে শাওনের। তার ওপর মামুনের এরকম ন্যাকা-কান্না শুনে তার সত্যেই রাগ লাগছিল। ভন ভন করে মাথা ঘুরতে লাগল। ফোনের ওপাশে মামুনের নাক্যামাে মার্কা কান্না যেন থামছেই না।
একপর্যায়ে শাওন বিরক্ত হয়ে বলল, থামবি তুই? এক কথা আর কতবার বলবি? বললাম না আসব। এক কথা কি হাজারবার বলা লাগে?
শাওনের একপ্রকার ধমক শুনে একটু থামল মামুন। বলল, দোস্ত, রাগ করিস না। ক্রিটিক্যাল সিচুয়েশানে পড়েই তাের কাছে ধরনা দিয়েছি। তাছাড়া আমার হাতে যদি আরও কয়েকটি অপশান থাকত তাহলে তােকে এভাবে জ্বালাতাম না আমি। বিশ্বাস কর।
শাওন রাগতসুরে বলল, বিশ্বাস-অবিশ্বাসের কিছু নেই। তােকে বলেছি তাে- আগামীকাল ভােরেই আমি হাসপাতালে থাকব-অন দ্য টাইম। এরপরও তুই বারবার বলে যাচ্ছিসআসবি তাে-আসবি তাে? বিরক্তি লাগে না বল?
গল্পগুলো অন্যরকম বই। মামুন চুপ মেরে গেল যেন। দুই প্রান্তেই নীরবতা। নীরবতা ভেঙে শাওন বলল, টেনশন করার কিছু নেই। আমি আগামীকাল খুব ভােরে উপস্থিত থাকব। বুঝেছিস? মামুন খুব ধীর-গলায় বলল, ধন্যবাদ দোস্ত।
শাওন অতটা সময়ের অপেক্ষা করেনি। ফোনের লাইন কেটে দিয়ে শুয়ে পড়েছে। অন্য শিডিউলটি ক্যাম্পাসের। আজ ডিপनমেন্টাল প্রােগ্রাম আছে। প্রােগ্রামের সব দায়-দায়িত্ব চেপেছে শাওনের কাঁধেই।
সােমুটি রকমের একটি ঝামেলায় পড়ে গেল সে। দুটি-ই ইমার্জেন্সি এবং সমান গুরুত্বপূর্ণ। বের হওয়ার পথে শাওনের মা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি তাে কখনােই যাস না। আজ যাচ্ছিস যে?
শাওন ঘাড় বাঁকিয়ে উত্তর দিল, কখনাই যাই না বলে যে আজ যেতে পারব না-এমন কোনাে ব্যাপার আছে নাকি?
ছেলের উত্তর শুনে শাওনের মা চুপ মেরে গেলেন একদম। তিনি খুব ভালাে করেই জানেন তার ছেলে কোনােদিন সােজা কথার সােজা উত্তর দেয় না। তাকে যখন মাছের কাঁটা বেছে মাছ খেতে দেওয়া হতাে সে প্লেট ঠেলে দিয়ে বলত, কাঁটার জন্য মাছ খাবা না, তা তাে বলিনি।
মাছ খাবাে না বলেছি-কারণ, মাছ খেতে আমার ভালােলাগছে না, তাই। শুধু শুধু বাড়তি যত্ন-আক্তির আমাকে করতে এসাে না প্লিজ। বিরক্তি লাগে।
ছেলের এমন অদ্ভুত আচরণে খুব আহত হন রাহেলা বেগম। বাপ-মরা একমাত্র ছেলে তার। কত সুপ্ন তাকে ঘিরে! কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে ছেলেটির এমন অভ্ভুত সৃভাবের কারণে রাহেলা বেগমের চোখের জল ফেলতে হয়। স্বামী আযহার উদ্দীনের সুপ্ন ছিল ছেলেকে আলেম বানাবেন। শাওনের যখন সাড়ে তিন বছর।
গল্পগুলো অন্যরকম বই / golpogulo onnorokom book
চেরিফুল আফীফা আবেদীন সাওদা [এক]
শীতের সকাল। উইন্টারব্রুকের তুষার-ভেজা রাস্তায় লােকজন নেই বললেই চলে। গােটা পাড়া ঘুমিয়ে আছে। হিম-শীতল্ডা বাতাসে অদ্ভুত এক ছন্দ তুলে তিরতির করে কাঁপছে জাপানি চেরি গাছের পতি তারই ধার ঘেঁষে হেঁটে যাচ্ছিলাম খুব সতর্কতায়।
তুষার-গলা পিচ্ছিল রাস্তায় বেরসিক জুতাে জোড়া প্যাচপ্যাচ আওয়াজ তুলছে। এই বুঝি জেগে গেল ঘুমন্ত উইন্টারবুক! এ এলাকায় এই আমার প্রথম আসা। হােম নার্সিং এজেন্সিতে চাকুরিটা হয়ে যাবার পর প্রথম কাজ পেলাম উইন্টারবরুকে। আলঝাইমার্স রােগীর দেখাশােনা করতে হবে।
রােগীর নাম আহমাদ জোন্স। রেকর্ড ঘেঁটে দেখলাম আশি বছরের এই বৃদ্ধ কনভার্টেড মুসলিম। বাপ-দাদার ধর্ম ছেড়ে ইসলাম পালন করছেন প্রায় বছর-চল্লিশ হলাে।
মুসলিমদের নিয়ে জানাশােনা ছিল না আমার। সত্যি বলতে কোনাে ধর্ম সম্পর্কেই শিক্ষা-দীক্ষা পাইনি আমি। মনের গহীন থেকে কেউ বলে একজন স্রষ্টা তাে নিশ্চয়ই আছে। আমি তাতে সায় দিয়েছি বটে, তবে স্রষ্টকে খোঁজার চেষ্টা করিনি। গহীনের আওয়াজ গহীনেই ধামাচাপা পড়ে আছে তেইশটা বছর।
তাই আর দেরী না করে golpogulo onnorokom pdf download / গল্পগুলো অন্যরকম pdf download বইটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটন এ ক্লিক করুন।
golpogulo onnorokom pdf / গল্পগুলো অন্যরকম pdf বইটির হার্ড কফি ক্রয় করুন।
Rokomari.com | wafiLife.com | Amazon.com | boibazar.com