ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি pdf download (free)


Loading...


নাম:- ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি pdf download 

Table of Contents

লেখক:- শাইখ সালেহ আল মুনাজ্জিদ।

ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি pdf সাইজ:- ৩এম্বি। 

ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি বইয়ের প্রথম কিছু অংশ :-

আমাদের কথা

আধুনিকতার ছোঁয়ায় আমরা যেমন জীবন উপভােগের নানান উপকরণ সহজেই পাচ্ছি, তেমনি তার জন্য আমাদের খেসারতও কম দিতে হচ্ছে না। 

মহামারি আকারে আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়া ভিডিও গেমসের নেশা আর অক্টোপাসের মতাে ঘিরেরা চারপাশের কমার্শিয়াল সেন্টার, শপিং মল, কমপ্লেক্সের ফিতনা-সমস্যাও আমাদের কম পােহাতে হচ্ছে না। কিন্তু আমরা কি অনুধাবন করতে পেরেছি সেই সমস্যা কতটা ভয়াবহ?

সত্যি বলতে কি, এই ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি বইয়ের কাজ হাতে না নিলে আমি নিজেও সেটা বুঝতে।পারতাম না। বিশেষ করে ভিডিও গেমসের সমস্যা তাে ভয়াবহ আকার ধারণ করেছে। 

ভিডিও গেমসকে উপজীব্য করে যেভাবে আমাদের সন্তানদের মধ্যে ইসলামবিদ্বেষ, ভ্রান্ত আকীদা-বিশ্বাস আর দ্বীন বিনষ্টকারী নানান চিন্তা-চেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার সত্যিকারের চিত্র বইতে ফুটে উঠেছে; যা সত্যিই ভয়াবহ।

অন্যদিকে শপিংমল, মার্কেটের আধিপত্য এবং আমাদের প্রজন্ম শপিং ম্যানিয়াক হয়ে ওঠা কীভাবে আমাদের দাম্পত্য জীবন এবং সামাজিক পরিবেশকে দূষিত করছে তারও একটা ভয়াবহ চিত্র এখানে তুলে ধরা হয়েছে। 

সেই সাথে ইসলামের আলােকে দুটো বিষয়কে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন শাইখ সালেহ আল মুনাজ্জিদ।

আমাদের এই ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি pdf বইটি মূলত শাইখের দুটি পুস্তিকার একীভূত রূপ। The Epidemic of Electronic Games 47* The Rise of Commercial Centers: Problems and Solutions থেকে অনূদিত হয়েই বাংলায় রূপ নিয়েছে ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি। ✔

দুজন অনুবাদক ছােটভাই শেইখ আসিফ এবং আশিকুর রহমান নিলয়ের ইংরেজি থেকে অনুবাদ শেষে সম্পাদনার কাজ হয়েছে কিছুটা। এরপর উস্তাদ আবদুল্লাহ আল মাসউদ এই মূল্যবান কাজের বাংলা সংস্করণটির শর’ঈ সম্পাদনা করেছেন।

সমাজের সমস্যাগুলাে টার্গেট করা এবং সেটার সমাধানে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা থেকেই এই বইয়ের কাজ করা। ইসলাম বিনষ্টকারী যেকোনাে কিছু থেকে আমাদের ভবিষ্যৎ-প্রজন্ম, আমাদের পরিবারকে রক্ষা করা আমাদের ওপর এক মহান দায়িত্ব। 

কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমরা সেই দায়িত্বপালনে অবহেলা তাে করছিই, স্রোতের সাগরে ভেসে যাওয়া আমাদের প্রজন্মকে তুলে আনার জন্যও তেমন কোনাে পদক্ষেপ আমাদের নেই। আমরা আমাদের রবের কাছে আন্তরিকভাবে চাই, আল্লাহ এই বইটি যেন বাংলা ভাষাভাষী পাঠকের উপকারে আসে। ঈমান বিনষ্টকারী ফিতনা থেকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সন্তানরা যেন হেফাজতে থাকে। ✔

আমীন।

বিনীত

সাজিদ ইসলাম

সম্পাদক, সীরাত পাবলিকেশন

ই ল ক ট্র নি ক গ ম স র ম হ া ম ারি

সকল প্রশংসা মহান আল্লাহর। তিনি কুর’আনে আমাদের জানিয়ে দিচ্ছেন : “আর দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া অন্য কিছুই নয়। আর আল্লাহকে ভয়কারীদের জন্য তাে আখিরাতের আবাসই উত্তম। অতএব তােমরা কি বুঝবেনা?

দরুদ ও সালাম বর্ষিত হােক সেই মহামানবের প্রতি, যিনি এসেছিলেন সকল সৃষ্টির জন্যে রহমতস্বরূপ। শান্তি বর্ষিত হােক তাঁর পূণ্যাত্মা পরিবার, সাহাবায়ে কেরাম, তাঁর সম্মানিতা স্ত্রীগণ এবং কিয়ামত পর্যন্ত তাঁদের রেখে যাওয়া পথের সকল অনুসারীর প্রতি।

শুরুর কথা

দ্বীনের যে বিষয়গুলােতে খুব বেশি জোর দেওয়া হয়েছে তাদের মধ্যে একটি হলাে—মহান আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা। এবং সরব কণ্ঠে জানিয়ে দেওয়া যে, তিনি মূর্খদের আরােপিত সীমাবদ্ধতার অনেক উর্ধ্বে।

এ ছাড়াও তাওহীদের সাথে সাংঘর্ষিক অথবা তাওহীদের জন্য অপমানজনক যেকোনাে বিষয় থেকে তাওহীদের সম্মান রক্ষা করাও দ্বীনের এক মহান দায়িত্ব। একই সাথে ইসলামের প্রতিটি বিধিবিধান এবং দ্বীনের পবিত্রতা সমুন্নত রাখার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ।

পরিবারের পিতা, চিন্তাশীল ব্যক্তি, দ্বীনের দাঈ-সমাজের এই দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপর অর্পিত একটি মহান দায়িত্ব হলাে নতুন প্রজন্মকে বিশুদ্ধ তাওহীদের শিক্ষায় শিক্ষিত করে তােলা। 

সেই সাথে তাদের কুফর ও শিরকি বিশ্বাস থেকে দূরে রাখা, যাদের মাঝে এ সকল বিশ্বাসের চর্চা হয় তাদের সাথে মেলামেশা বন্ধ করা, এমনকি যে সকল বস্তু কুফর-শিরকের পরিচয় বহন করে সেসব কিছু থেকে অধীনস্থদের হেফাজত করা দায়িত্বশীলদের উপর আরােপিত শরয়ী দায়িত্ব।

এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের এমনভাবে বড় করে তােলা যাতে তারা শরিয়তের প্রতিটি বিধিবিধানকে ভালােবাসে, সেগুলাের পবিত্রতার ঘােষণা করে এবং দ্বীন পালনে একনিষ্ঠভাবে লেগে থাকে।

দায়িত্বশীলদের যেমন নিজেদের অনৈতিক আচরণ এবং কাজকর্ম থেকে বিরত রাখতে হবে, সেই সাথে তাদের অধীনস্থদেরও ওই সমস্ত কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে যা গুনাহের পথে পা বাড়াতে উৎসাহিত করে।

সূরাহ আনআম, ৬ : ৩২

তাই আর দেরী না করে ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি pdf download  বইটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটন এ ক্লিক করুন। 

Download

ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি pdf বইটির হার্ড কফি ক্রয় করুন।             

Rokomari.com 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *