Loading...
আসরের নামাজ মোট ৮ রাকাত। এর প্রথমে ৪ রাকাত হল সুন্নত। আর পরের ৪ রাকাত হল ফরজ।
আসরের নামাজ নিয়ে কিছু কথা:
আসরের নামাজ সাধারণত বিকেল বেলায় পড়া হয়। এর শেষ সময় হল সুর্য হেলে পড়া পর্যন্ত। কিন্তু আমাদের মা বোন যারা ঘরে কাজ করেন তারা কাজ করতে করতে শেষ সময়ে এসে নামাজ আদায় করেন। আবার অনেকে আসরের নামাজ আদায় করেন নামাজের সময় শেষ হওয়ার পরেও। কিন্তু সুর্যডুবার আগের ১৫-২৩ মিনিট আর সুর্য উঠার ১৫-২৩ মিনিট পর্যন্ত নামাজ পড়া হারাম। সুতরাং আমি আপনাদের বলব, আমাদের ঘরের মা বোনদের বলবেন তারা যেনো আযানের সাথে সাথেই নামাজটা আদায় করে নেয়।
ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন