Big জ্ঞানে অগ gun pdf free download


Loading...


বইয়ের নামঃ Big জ্ঞানে অগ gun( Big জ্ঞানে অগ gun pdf free download)



 

Big জ্ঞানে অগ gun pdf free download-১

 

রিভিউয়ারঃ এখানে দেখুন

এই বই টি একদম বাজে একটা বই। আমি লেখক এর উপর খুব রাগ কিরেছি।কারণ তিনি এই বইয়ে এত জস ভাবে আমার মাথায় প্রশ্ন জাগিয়েছে যে আমার ঘুম হারাম হয়ে গেছে। কিছু চিন্তা করতে পারতেসিনা, এই বিজ্ঞান এর adventure এর জন্য! খালি এইসব এই এখন মাথায় ঘুরছে । লেখক আমাকে psychology নিয়ে মারাত্তক ডিপ্রেশনে ফেলেছে। আমরা কি রিএলিটি তে আছি? আমারা যে এখন সপ্ন দেখছিনা সেটার প্রমান কি? এইসব নিয়ে আমার মাথা শেষ ।

biology যে এত মজার আর adventure এ ভরা, আমি এই বই পরেই জানলাম। biology এর animals নিয়ে ভালো লাগলো সাথে একটা বনে যাওয়ার ইচ্ছা জাগলো। biology আর psychology এর দুনিয়ায় ভাবতে ভাবতে প্রবেশ করলাম আমার প্রিয় বিষয় physics এ। কিন্তু লেখক আমাকে এখানেও শান্তিতে রাখেনি।এখানে relativity এর জালাই আমার মনে হচ্ছে আজকে আমার কিছু চুল পেকেছে। General relativity এর এমন এমন চিন্তা আমাকে ভাবিয়েছে অনেক্ষন। তার পরে হাল্কা কোয়ান্টাম মেকানিক্স ভাবিয়েছে! তারপর আমাকে সূর্য থেকে adventure এর মাধ্যমে গেলাম black hole এ। O my god.. এত খারাপ লেখক আর দরকার নেই।। কারণ মনে করেছি এই বই এর মজা জাক এখানেই শেষ হইলো। কিন্তু নাহ। botany এর মত বাজে একটা topic আনল। আর আমি পুরাই shocked। গাছ যে প্রাণী দের খেতে পারে সেটা পরেই জানলাম।তারপরে লেখক আমাকে সাতার কাটতে নিয়ে গেল গভীর সমুদ্রে। তারপর ল্যাব এ গিয়েছি।

এইভাবেই আমার সায়েন্সভেঞ্চার শেষ হলো।

লেখক আমার আসলে খুবই প্রিয় একজন মানুষ। উনার সাথে আমার অনেক দেখা করার ইচ্ছা। উয়ানর সাথে বসে বিজ্ঞান এর এরকম আরো অনেক adventure করতে চাই।

 

স্যার আপনার থেকে অবশ্যই এরকম আরো বাজে বই আশা করছি।

এইবার rating দিঃ ৯/১০

১ no. কেটেছি!!। কারন লেখক আমাকে চিনেনা ঠিক মতো তাই।

যাওয়ার আগে একটা কথা,

বিজ্ঞান এর দুনিয়ায় যে এত মজা। সেটা এই বই না পরলে মিস করবেন।। সবাইকে বইটি পড়ার পরামর্শ দিয়ে আজকের জন্য বিদায় দিলাম।

ধন্যবাদ

Nayeem hossain Faruque sir we love you

 

Big জ্ঞানে অগ gun pdf free download-২

 

রিভিউয়ারঃ এখানে দেখুন

মৃত্যু কেমন হয়? মৃত্যুর সময় কি মানুষ নড়াচড়া বন্ধ করে দেয়? যদি কেউ সতি্্যই মারা যেতে থাকে সে চিন্তা করে কিভাবে! রাশেদই বা চিন্তা করছে কিভাবে? সে কি জীবিত! রাশেদ চেচানোর চেষ্টা করছে, কিন্তু তার গলা স্থীর, অবশ হয়ে আছে। দরজার সামনে থেকে ৮ ফুট লম্বা একটা পোকা তার দিকে এগিয়ে আসছে! পোকাটা কি জানে রাশেদ কিছুই করতে পারবে না! যদি না জানে তাহলে এতো ধীরে ধীরে ভয়ঙ্কর দৃষ্টিতে এগিয়ে আসছে কেন? পোকাটা রাশেদের বিছানায় উঠার সাথে সাথে রাশেদ চিৎকার করে উঠলো! রাশেদ বেঁচে আছে। রাশেদর মা দৌড়ে এলেন, ❝ কি হয়েছে?কি হয়েছে?❞ রাশেদের স্পষ্ট মনে আছে সে জাগ্রত ছিল এতক্ষণ, এটা কোনো স্বপ্নও না। তাহলে সে এতক্ষণ কি দেখছিল! কেন দেখছিলো?

এই অদ্ভুত আচরণের উত্তরসহ আরো বিস্ময়কর বিষয় নিয়ে লেখা বই big-জ্ঞানে, অগ-gan! আসলেই কি ৮ ফুট লম্বা পোকা হওয়া সম্ভব? যারা তেলাপোকা ভয় পান তারা পরবর্তীতে বাথরুমে যাওয়ার আগে খেয়াল করবেন আপনার বাথরুমে ১ ফুট লম্বা তেলাপোকা নেই তো! এই পৃথিবীর প্রথম বাসিন্দাদের মধ্যে ছিলেন এই দানব আকৃতির পোকা। তখন পৃথিবীর প্রচন্ড তাপ, অক্সিজেনের সল্পতার মধ্যে কিভাবে প্রাণীরা বেঁচে ছিল তার বিচিত্র, বিস্ময়কর বর্ণনা আছে বিজ্ঞানে অজ্ঞান বইতে। বইটার মূল আকর্ষণ হলো কনসাশনেস সিরিজ। আচ্ছা চিন্তা করুণ তো একটা আপেলকে যখন গাছ থেকে ছেড়া হয়, তখন কি সেটা জীবিত না মৃত? যদি মৃত হয় তাহলে কখন মারা যাবে? নাকি আমরা জীবিত আপেল খাই! বিজ্ঞানে অজ্ঞান বই এমনি সব বিচিত্র প্রশ্নের মুখোমুখি করবে। আমরা যেগুলোকে হালকা ভাবে নেই সেগুলোর ভিতরের ভ্রমণ করার সুযোগ দিবে।



ফোটন, এন্ট্রপি, পরমাণু, নক্ষত্র ও বিভিন্ন বিজ্ঞানীদের সুন্দর ঘটনাও তুলে ধরা হয়েছে সেখানে। ঢাকা টু সিলেট ভ্রমণ করে রিলেটিভিটি বোঝানো হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো থিওরি অফ রিলিটিভিটি নিয়ে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। E=mc^2 কি বোঝায় তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে বইতে!

হাজার বছর পুরোনো গুহাচিত্র মুছে ফেলে এক দল লোক ১০ ট্রিলিয়ন জিম্বাবুইয়ান ডলার পুরস্কার পাচ্ছে! যৌনাঙ্গে জীপার আটকে গেলে কি করতে হবে তা নিয়ে ২ বছর গবেষণা (ফাউ) করে ইগ নোবেল পাওয়া কাহিনির মতো ঘটনা নিয়েও উঠে এসেছে বইয়ে। এমন একটি বই উপহার দেওয়ার জন্য শ্রদ্ধাষ্পদেষু নাইম হোসেন ফারুকী ভাইকে অনেক অনেক ধন্যবাদ!

বইটাকে যদি কেউ ভ্রমণ কাহিনি বলেন তাহলেও ভুল হবে না! সেটা কি বিজ্ঞান ভ্রমণ না পৃথিবী ভ্রমণ সেটা পাঠকই বিবেচনা করবেন!

 

Big জ্ঞানে অগ gun pdf free download-৩

বই এর নাম: বিগ-জ্ঞানে অগ-জ্ঞান।

পৃষ্ঠা সংখ্যা: ১২৪

মূল্য: ২০০ টাকা

লেখক: নাইম হোসেন ফারুকি

প্রকাশনী: প্রান্ত প্রকাশনী

রিভিউয়ার: সীমান্ত সাহা

রেটিং: নিচে

**আমার প্রথম রিভিউ , তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন**

বিজ্ঞানের প্রতি আগ্রহ ছোট বেলা থেকেই ছিল। ছোটতে পদার্থবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভাষার সাথে খুব সামান্যই পরিচয় ছিল, তবে আগ্রহ চড়ম মাত্রায় ছিল। কিন্তু জীববিজ্ঞানে তেমন কোন আগ্রহই ছিল না। কিরকম খটমটে ভাষা ছিল এটায়, উচ্চারনে বেশ কষ্ট হত, তাই হয়তো পছন্দ করতাম না।

কিন্তু নাইম ভায়ের এই বই টা আমাকে জীববিজ্ঞানের প্রতি উৎসাহিত করেছে। না আপনি ভুল বুঝছেন; বোর্ড বই এর প্রতি ভালোবাসা এতটুকুও বাড়ে নাই।বইটি পড়ার পর জীববিজ্ঞান কে আলাদা দৃষ্টিতে দেখতে শুরু করেছি।

বই টার প্রথমেই আছে প্রাচীন পৃথিবী নিয়ে গল্প, আপনি অনুভব করতে পারবেন আপনার সাথে একই বিছানায় ঘুমাচ্ছে একটা মাকড়সা, যে কিনা মাত্র ১ ফুট চওড়া (Goliath Bird Eating Spider)।কি অবস্থা হবে সেটা আপনি ভালোই অনুভব করতে পারছেন তারপর জানতে পারবেন তারা কেন এর থেকে বড় হতে পারে না(কার্বোনিফেরাসের দুনিয়া)।তারপর আস্তেধীরে আসবে সেই সব জন্তুদের কথা যাদের সাথে আপনি কখনি একা দেখা করতে চাইবেন না, আগের পৃথিবীর জন্তু ছিল তারা।(বেশ ভয়ংকর)। এদের মধ্যে শনিসরয়াসকে বেশ পছন্দ আমার, নাম টাকে সার্থক করেছে সে। রেমা কালেঙ্গা গল্প টা বেশ মজার ছিল, সময় পেলে একদিন ঘুরতে যাব।

তারপর আসে কনশাসনেস সিরিজ, সেখানে একের পর এক আমাদের ভুল ধারনাকে ভাঙা হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে। ভূত,আত্মার গল্প, মাইন্ড রিডিং এর গল্প ইত্যাদি।

এরপর আসে অ্যারিস্টটল এর গল্প, আমার বেস ভালই লাগছে।মজা পাইছি এটা পড়ে।আনেকেই হলুদ জিনিশ টা কি সেটা ধরতে পারে নাই। বত্ব আপনার অনুভুতি টা বলে যাবেন।

এর পরের লাইট সিরিজ আর এডওয়ার্ড মুর। *(এডওয়ার্ড মুর গল্পের টেকনিকটা সেই ছিল, জীবণে কাজে লাগবে)

ইন্টারস্টেলার ট্র্যাভেল সিরিজ, সলিড, নক্ষত্রের জীবন A.I ল্যাব মোটামুটি ভালো। ইগ নোবেল প্রাইজ এর ব্যাপারে আগেও জানতাম, তবে ভুলে গেছিলাম। লেখককে ধন্যবাদ মনে করানোর জন্য।

এবার আসি সবথেকে ভালো লাগার বিষয়ে……মনস্টার সিরিজ নিয়ে…..এখানের প্রতিটা লেখাই আমাকে শিহরিত করেছে, কল্পনা করতেই একটা ভয় করে।

এবার আসা যাক অন্য কথায়……বই টার ২ টা জিনিস ভালো লাগে নাই…১) রিলেটিভিটি সিরিজ আর ২) এন্ট্রপি।

*২ টার মধ্যে কোন লেখা টা সব থেকে বাজে হয়েছে? – আমি বলব ১ নাম্বার টা। জানি না তিনি কিভাবে বিষয় টা লিখেছেন বিন্দু পরিমাণ ও বুঝতে পারি নাই, আগে যা সামান্য জানতাম শুধু অতটুকুই আমি এখনো জানি। যদি তিনি আমাকে শুধু মাত্র এই লেখা টার রেটিং দিতে___তবে আমি ১০ এ ১ ও দিব না। উনার লেখা গুলোর মধ্যে আমার পড়া লেখাগুলোর মাঝে কোন লেখা টা সবচেয়ে বাজে লিখেছেন সেখানে প্রথমেই এই লেখার নাম টা থাকবে। ২য় বা ৩য় তে কোন লেখাই থাকবে না,,,শুধু এই লেখা টাই থাকবে। আর “এন্ট্রপি” ব্যাপারে, অই টা বাকি গুলোর তুলনায় এক্টু খারাপ হইছে, এই আর কি।

রেটিং ৭.৫ / ১০

** রিলেটিভিটি সিরিজ বাদে রেটিং ৮.৫/১০

তবুও নাইম ভাই বেস্ট। উনার ২য় বইটা এখনও পড়ছি কিছু দিনের মধ্যে রিভিউ দিব।

আমার রিভিউ আমার ব্যক্তিগত মতামত।

 

Big জ্ঞানে অগ gun pdf free download

 

Big জ্ঞানে অগ gun pdf free download  করতে নিচে ক্লিক করুন।



Download Now



 

ধন্যবাদ । আরো বই ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *