ক্যান্ডি ক্রাশ গেম ডাউনলোড- ক্যান্ডি ক্রাশ সাগা টিপস


Loading...


#ক্যান্ডি ক্রাশ গেম, #candy crush game download

# ক্যান্ডি ক্রাশ গেম ডাউনলোড




ক্যান্ডি ক্রাশ একটি জনপ্রিয় গেম যা কিনা আপনি আপনার অবসর সময়ে খেলতে পারবেন। গেমটি শুরু থেকেই জনপ্রিয়তা ধরে রেখেছে। গেমটির প্রকাশের পর এরকম অন্যান্য গেম বের হলেও এই গেমটি তার জনপ্রিয়তা ধরে রেখেছে। একের পর এক নতুন আপডেট, একের পর এক নতুন ফিচার আর নতুন নতুন কঠিন চ্যালেঞ্জ দিয়ে গেeমের ভিতর মানুষকে বন্ধি করে রাখে। এই পোস্টে আমি আপনাদের সামনে ক্যান্ডি ক্রাশ গেম, আর ক্যান্ডি ক্রাশ গেম ডাউনলোড ও ক্যান্ডি ক্রাশ সাগা টিপস নিয়ে কথা বলব । চলুন শুরু করা যাক।

ক্যান্ডি ক্রাশ কি?

ক্যান্ডি ক্রাশ হল একটা জনপ্রিয় মোবাইল গেম । এই গেমে আপনাকে কিছু ক্যান্ডি দিবে আর নির্দিষ্ট সংখ্যকবার চেষ্টা করার সময় দিবে। এর ভিতর আপনাকে সকল ক্যান্ডি শেষ করতে হবে। আর যদি আপনি সব ক্যান্ডি শেষ করতে পারেন তাহলে আপনি জিতবেন, নাহলে আপনি হারবেন। ক্যান্ডি ক্রাশের প্রথম দিকের সকল চ্যালেঞ্জ সহজ। কিন্তু আমার দেখা মতে, ৪৫/৫০ নাম্বার চ্যালেঞ্জের পর থেকে বেশ কঠিন কঠিন চ্যালেঞ্জ আসে। এইটা মুলত একটা পাজল গেম যা কিনা আপনাকে বুদ্ধি আর টেকনিক খাটিয়ে বের করতে হবে।

ক্যান্ডি ক্রাশ গেম ডাউনলোডঃ

 

ক্যান্ডি ক্রাশ গেমের বেশ কয়েকটি ভার্সন আছে। যেমন ক্যান্ডি ক্রাশ সাগা, ক্যান্ডি ক্রাশ সোডা সাগা, ক্যান্ডি ক্রাশ ফ্রেন্ডস সাগা, ক্যান্ডি ক্রাশ জেলি সাগা। এসকল এপসই একই ডেভেলপারের তৈরি এপস। এসব এপস এর বেসিক খেলা এক হলেও কিছু ভিন্ন সুবিধা আছে।

ক্যান্ডি ক্রাশ সাগাঃ

এই এপস সম্পর্কে বেশি কিছু বলার নাই। কারণ এই এপসের বেসিক কি তা সবাই জানে। এই এপসে কিছু পাজল থাকে যা মিলাতে হয়। আর তিনটা ক্যান্ডি পাজল মিলালেই পয়েন্ট পাওয়া যায়।

ক্যান্ডি ক্রাশ সোডা সাগাঃ

এই এপসও প্রায় ক্যান্ডি ক্রাশ সাগা এর মতই। কিন্তু এই এপসের ডিজাইন একটু ভিন্ন।
ক্যান্ডি ক্রাশ ফ্রেন্ডস সাগাঃ এই গেমসে আপনার জন্য বেশ কিছু ক্যারেক্টার থাকবে গেমের ভিতর। এসব ক্যারেক্টার আপনাকে লেভেল আপ হতে হেল্প করবে। এসব ক্যারেক্টার হল- এতি, টিফি, মিস্টি আর নাটক্রাকার। এরা আপনার খেলার পথে থাকবে। এদের খেলার সময় জোগার করতে হবে।

ক্যান্ডি ক্রাশ জেলি সাগাঃ

এই এপের ক্যান্ডি গুলো জেলির মত।

আমি বেশী কিছু বললাম না গেম গুলো সম্পর্কে। আপনি চাইলে ডাউনলোড করে খেলতে পারেন। এর পর নিজে নিজেই বুঝে যাবেন যে কোনটার বৈশিষ্ট কি? গেমগুলো ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

Candy Crush Saga

Candy Crush Download

ক্যান্ডি ক্রাশ সাগা টিপসঃ





আসলে ক্যান্ডি ক্রাশ সাগা সম্পর্কে আমার তেমন কিছু বলার নাই। কারণ এই গেমে জিততে হয় টেকনিক খাটিয়ে। আর আপনি যদি টেকনিক খাটাতে পারেন তাহলে আপনি জিততে পারবেন।
তবে আমার মনে হয় আপনার প্রথম দিককার লেভেলগুলোতে বেশি সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাইলে ৪০ এর পরের দিকের লেভেলের থেকে হবে। আর এইটাই স্বাভাবিক।

আমার ক্ষেত্রে এমনও হইছে যে আমি একটা লেভেলের গেম ৩ থেকে ৫ বারও খেলছি। কিন্তু পারি নাই। কারণ আমি টেকনিক ব্যবহার করতে পারি নাই। আর অনেক সময় গেম এমন ভাবে সেট হয়ে যায় যে টেকনিক ব্যবহারের কোন উপায় থাকে না।

#ক্যান্ডি ক্রাশ গেম ডাউনলোড,

ক্যান্ডি ক্রাশ নিয়ে আমার যেসকল টিপস আপনার জন্যঃ

প্রথমেই চোখ কান খোলা রেখে গেম খেলতে বসবেন। অনেক সময় দেখা যায় আপনার একটা সুযোগ এসেছে। কিন্তু আপনি খেয়াল করেন নি। যার ফলে পরে খেয়াল করে আপনাকে আফসোস করতে হয়। আপনার প্রতিটি চাল চালানোর আগে আপনি গেমের প্রত্যেকটা অংশ দেখে নিবেন যে কোনো নতুন সুযোগ আছে কি না।
এই গেমে আপনি অনেক সময় কালার বোম্ব পাবেন। আমার পরামর্শ হল কালার বোম্ব পাওয়ার সময়েই ফাটাবেন না। কারণ কোন সময় কি হয় বলা যায় নাই। এর জন্য আপনাকে যখন দরকার তখন কালার বোম্ব ফাটাতে হবে। যেমন একটা উদাহরণ দেই। ধরেন আপনার এমন একটা সময় এলো যে আপনি আর কোনো পাজল পাচ্ছেন না বা আপনি গেমে হারতে বসছেন। আর একটু পয়েন্ট হলে আপনি জিতবেন বা ১ স্টার পাবেন। আপনি তখন কালার বোম ফাটান । এতে আপনার সহজেই লেভেল আপ হবে।
আপনি যদি একসাথে ৪ টি ক্যান্ডি শেষ করেন তাহলে আপনি একটা প্যাকেট ওয়ালা লজেন্স পাবেন। এই লজেন্স দিয়ে ঐ কালারের সব ক্যান্ডি শেষ করা যায়। আপনি ঐ প্যাকেট ওয়ালা লজেন্স পাওয়া মাত্রই শেষ করে দেবেন না। আপনার যখন একটা লাইন ভরা ক্যান্ডি আসে তখন আপনি ঐ প্যাকেটওয়ালা লজেন্স ফাটান। এতে করে আপনার পয়েন্ট বেড়ে যাবে। আর এত পয়েন্ট বাড়বে যে আপনি ২ বারে যা পয়েন্ট পাবেন ১ বারেই তা পেয়ে যাবেন।

এছাড়া আরো অনেক টিপস আছে।যা আপনি খেলতে খেলতে পেয়ে যাবে। আমাদের এখানে কোনো টিপস দিতে চাইলে কমেন্ট করতে পারেন। আমরা আপনার নাম সহকারে টিপস দিয়ে দিবো।

ধন্যবাদ

#ক্যান্ডি ক্রাশ গেম ডাউনলোড

#ক্যান্ডি ক্রাশ  সাগা টিপস



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *