ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

.  কিছু দিন আগে আমি একটা পোস্ট দিই ইজয়িক নিয়ে। আজকে সেইটা নিয়েই লিখবো ইনশা আল্লাহ। 

আজকে আলোচনা করবো ইজয়িক সেটাপ ও লগিন নিয়ে। পরে সময় পাইলে বিস্তারিত লিখবো। 

ইজয়িক এর জন্য কি কি লাগবে? 

কিছুই লাগবে না। শুধু আপনার একটা সাইট লাগবে যার প্রতিদিন ভিজিটর ৩৩ জনের মত। আর মাসে ১০০০ জন ভিজিটর হয়। 

ইজয়িক রেজিস্ট্রেশন প্রসেসঃ  

যেহেতু এখানে অনেক নিউবি ভাইয়েরা আছেন tতাই শুরু থেকেই শুরু করি। 

আমি এখানে ধাপে ধাপে বর্ণণা করছি।

ধাপ ১ঃ 

প্রথমে এই লিংকে যান। https://cutt.ly/znZM1Ar

( যদি আপনার ব্রাউজারে কুকি ডিসেবল করা থাকে তাহলে এনএবল করে নিন। 

যেভাবে করবেনঃ 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

চোখের ঐখানে ক্লিক করুন। পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

লাল দাগে ক্লিক করুন। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

এলো কুকিজ এ ক্লিক  করুন। ব্যাস। 

কোনো ভয় নাই। এইটা ইজয়িক এর সাইট। কোনো খারাপ কুকিজ নাই। আর এই কুকি অন থাকলে আপনার বার বার লগিন করতে হবে না। 

)

যাই হোক পরের ধাপে যাইঃ 

ধাপঃ২ঃ 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

এইখানে ক্লিক করুন। 

ধাপ-৩ঃ

এর পরে এখানে আপনার মেইল দিন।  এখানে দুইবার আপনার মেইল আইডি দিতে হবে। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

ধাপ-৪ঃ

মেইল আইডি দেয়ার পর এমন আসবে। এখানে আপনার সাইতের ইউয়ারেল দিয়ে সাবমিট করুন। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

ধাপঃ৫-ঃ

তিনটাই সিলেক্ট করুন। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

ধাপ-৬ঃ

ঐ সবুজ বাটনে ক্লিক করুন

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

এইবার আসল কাজ শুরু হল। 

ইজয়িক একাউন্ট সেট আপঃ 

ধাপ ১ঃ

এখানে আপনার নাম ও পাসওয়ার্ড সেট করুন। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

ধাপ-২ঃ

নেক্সট কাজটাই মেইন কাজ। এবার আপনাকে ইজয়িক ইন্ট্রিগেশন করতে হবে।  দেখতে পাচ্ছেন যে আপনার ক্লাউডফ্লেয়ার বা অন্যান্য কোনো মাধ্যমে সেটাপের অপশোন নাই তাই আপনাকে নেম সার্ভার চেঞ্জ করে ঠিক করতে হবে। এর জন্য লাল দাগ দেওয়া বাটনে ক্লিক করুন। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

ধাপ-৩ঃ 

এবার ইজয়িক এর দেওয়া নেম সার্ভার গুলো আপনার ডোমেইন এর নেম সার্ভার হিসেবে সেট করে দিন। সেট করার পর ইন্ট্রিগেশন কমপ্লিট এ ক্লিক ক্রুন। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

অতিরিক্তঃ 

কি মনে হচ্ছে? ইন্ট্রিগেশন হয় নাই?

১৮-২৪ ঘন্টা দেরি করেন। হয়ে যাবে। 

আপাতত এমন দেখাচ্ছে। পরে অটোমেটিক হয়ে যায়। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

ধাপ-৫ঃ 

এখানের সব গুলা একে একে শেষ করেন। গুগল এড এক্সচেঞ্জ এর ট্যাবে আপনার গুগল একাউন্তের মেইল দিন। ওরা আপনাকে ইনবক্সে একটা মেইল দিবে। সেই মেইলের লিংকে গিয়ে এপ্লাই করতে হবে। পরে গুগল এড এপ্রুভ করবে ১ দিনের ভিতরই। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

ধাপ-৬ঃ

প্লেসহোল্ডার সেটাপের জন্য মনিটাইজেশোন ট্যাবে গিয়ে নিচের দিকে প্লেস হোল্ডার পাবেন। যা যা করতে হবে। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

প্লেস হোল্ডার লোকেশন সিলেক্ট করুন।

পরে সেইভ করুন। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

 এর পর আপনাকে একটা কোড দিবে। ঐ কোড যথাস্থানে বসিয়ে দিন। আমি এড ইন্সার্টার ইউজ করিছি । 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

এভাবে ১৫ টার মত প্লেস হোল্ডার তৈরি করুন ও সাইটে বসিয়ে দেন। 

ধাপ-৭ঃ

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

এর পর ইজয়িক এর জন্য সকল ট্রাফিক অন করে দিন। আমার আগের ধাপগুলো শেষ হয় নাই বলে ঐটা দেখাচ্ছে না। 

ধাপ-৮ঃ

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

এর পর সাইটের স্পিড ঠিক করার জন্য সাইট স্পিড অন করে দিন। 

ধাপ-৯ঃ

এখানের সব গুলা অন করে দিন

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

ধাপ-১০ঃ  সেটিং ট্যাবে গিয়ে ঐ সব গুলা অন করে দিন। অন করার জন্য বাটনটায় ক্লিক করুন। 

ইজয়িক কিভাবে ইন্ট্রিগেশন করবেন? পার্ট-১

ব্যাস, ইজয়িক এর  প্রাথমিক কাজ কাম শেষ। এবার ২৪ ঘন্টা ওয়েট করুন। পরে ইন্ট্রিগেট হয়ে গেলে বাকি কাজ করবেন ইনশা আল্লাহ।