#গাড়ি গেম Download করুন #গাড়ি গেম ডাউনলোড
আপনি কি গাড়ি গেম ডাউনলোড করতে চান? আপনি কি গাড়ি গেম খেলা খেলতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য।
ইদানিং কালে আমাদের মাঝে কার গেমগুলো বেশী জনপ্রিয় হয়ে উঠছে। এর বেশ কয়েকটি কারণ আছে। এর ভিতর অন্যতম কারণ হল এসব গেমের বেশীরভাগই কোনো নেট লাগে না। আর এদের সাইজ অন্যান্য গেমের তুলনায় কম। কার গেম গুলো খেলতে অন্যান্য গেমের থেকে সহজ। আবার গাড়ি গেম গুলো অন্যান্য গেম যেমন পাবজি বা ফ্রি ফায়ারের থেকে কম ব্যাটারির চার্জ খায় এবং ফোনের তেমন কোনো ক্ষতি করে না। এসব কারণে রেসিং গাড়ি গেম গুলো ইদানিং জনপ্রিয় হয়ে উঠছে। #গাড়ি গেম #কার গেম#গাড়ি গেম download
আজকে আমি এই পোস্টে দুইটি বিষয় নিয়ে কথা বলব। তা হলঃ কিভাবে গাড়ি গেম ডাউনলোড করবেন এবং জনপ্রিয় ৫ টি গাড়ি গেম এর বিস্তারিত। যাই হোক শুরু করা যাক।#গাড়ি গেম ডাউনলোড
কিভাবে গাড়ি গেম ডাউনলোড করব / কিভাবে কার গেম ডাউনলোড করবো / গাড়ি গেম ডাউনলোড করুন
শুরুতেই বলে নিই যে আপনি কিভাবে গাড়ি গেম ডাউনলোড করবেন ? আমাদের এই ৫টি গাড়ি গেমের বিস্তারিত লেখার নিচে একটি লিংক বা বাটন দিয়েছি। আপনি যদি ঐ লিংকে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। আর প্লে স্টোর থেকে আপনি ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করে নিতে পারবেন। আর আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটারে কার গেম খেলতে চান তাহলে আপনার জন্য আমরা একটা পোস্ট লিখেছি। পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।#কার গেম ডাউনলোড
সেরা ১৩ টি গাড়ি/ কার গেম ফ্রি তে ডাউনলোড করুন।
১) Turbo Driving Racing 3D
আমাদের তালিকার প্রথমেই আছে টার্বো ড্রাইভিং রেসিং ৩ডি গেম। আমি এখন পর্যন্ত যতগুলো গেম খেলেছি তার ভিতর কম সাইজের বেস্ট গেইম এটা। এই গেইমের সাইজ মাত্র ২৫ এমবি। হংকং এর তৈরি এই গেমটি প্লে স্টোর থেকে ৫ কোটির বেশি লোক ডাউনলোড করেছে। এই গেমের গ্রাফিক্স অত্যান্ত ভাল। কম সাইজের ভিতর এত সুন্দর গ্রাফিক্স পাওয়া অত্যান্ত দুরুহ ব্যাপার। এই গেমের ভিতর প্রায় ৬ টি অঞ্চল আছে যেখানে আপনি গাড়ি চালাতে পারবেন। এই গেমে আপনি সাগর তীরে, গ্রামাঞ্চলে, শহরেসহ মোট ৬ টি অঞ্চলে আপনি গাড়ি চালাতে পারবেন। এইটা কোনো রেসিং গেইম না। আপনাকে গাড়ি চালিয়ে আয় করতে হবে। আর সেই আয় দিয়ে আপনার গাড়ি আপডেট, আপনার নতুন গাড়ি কেনা ও নতুন নতুন অঞ্চল কিনতে হবে। আর গাড়ি চালানোর সময় যে এক্সপি পাওয়া যায় তাতে আপনার লেভেল আপ করতে সাহায্য করবে। এই গাড়ি গেমটি মামার কাছে একটি সুস্থ গেম মনে হয়েছে। এইখানে আপনি গাড়ি চালানোর সময় টাকা পাবেন। আবার আপনি কিছুক্ষণ চালানোর পর পাবেন লুডার যাতে উঠলে আপনি পাবেন আরো টাকা। আর আপনার স্পিড যদি ১২০ কিমি./ ঘন্টার বেশী হয় তাইলে আপনি প্রতি সেকেন্ডের জন্য এক্সপি পাবেন।
এই গেমে প্রায় ১০টির মত গাড়ি আছে। এসব গাড়ির কনফিগারেশন ভিন্ন ভিন্ন। এসব গাড়িকে কিনতে হলে আপনাকে গাড়ি চালিয়ে টাকা জমাতে হবে।
গেমটির বর্তমানে ২.৩ ভার্সন চলতেছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে গেমটির লাস্ট আপডেট হয়েছে।
আমি আশা করি আপনাকে এই গেমটি একটি সুন্দর অভিজ্ঞতা দেবে।
গেমের নামঃ Turbo Driving Racing 3D #কার গেম #গাড়ি গেম
ডেভেলপারের নামঃ TerranDroid
গেম ইন্সটল সংখ্যাঃ ৫ কোটি +
গেমের সাইজঃ ২৫ এমবি ( ডাউনলোড করার পর সাইজ বেড়ে ৪০ এমবি পর্যন্ত হতে পারে)
এন্ড্রোয়েড ভার্সনঃ ৪.৪ এবং এর বেশী
ডাউনলোড লিংকঃ ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
২) Hill Climb Racing
হিল ক্লাইম্ব রেসিং গাড়িটি শুরু থেকেই অনেক জনপ্রিয় একটি গাড়ি গেম। এই গেমের কিছু অন্যন্য বৈশিষ্ট্যের জন্য এই গেমটি আমাদের তালিকার ২য় স্থানে অবস্থান করেছে। এই গেমের সাইজ প্রায় ৬৫ এমবি। এই গেমটি অফলাইনে মানে নেট ছাড়াও খেলা যায়।গেমটিতে প্রায় ২৯+ গাড়ির মডেল আছে। এসব গাড়ি দিয়ে আপনি সহজেই খেলতে পারবেন। এই গেমে সকল চলা ফেরা পদার্থবিজ্ঞানের সুত্র মেনে করা হয়েছে যা অন্য গেমে নাও পেতে পারেন। এর জন্য এই গেম খেললে মনে হতে পারে যে আপনি আসলেই গাড়ি চালাচ্ছেন।
গেমটিতে পাহাড়ি উচু নিচু রাস্তায় গাড়ি চালিয়ে কয়েন জমা করতে হয়। চলার সময় আপনি কয়েন আর ফুয়েল পাবেন। আপনার গাড়ির ফুয়েল শেষ করে গেলে গেম অভার হয়ে যাবে। এর জন্য আপনাকে ফুয়েল শেষ হবার আগেই ফুয়েল নিতে হবে। গাড়ি চলার সময় আপনি কয়েন পাবেন যা দিয়ে আপনি আপনার গাড়ির বিভিন্ন পার্টস কিনতে পারবেন।
এই গেম যেহেতু অফলাইনে চলে সেহেতু আপনি যখন ইচ্ছা তখনই এই গেমটি খেলতে পারবেন। আমি আগেই বলেছি যে এই গেমে প্রায় ২৯+ টি গাড়ি আছে যা কিনা আপনি ব্যবহার করতে পারবেন। এর গাড়ি গুলোর ভিতর অন্যতম হলঃ হিল ক্লাইম্বার গাড়ি, মটোক্রস বাইক, মন্সটার ট্রাক, ট্রাক্টর, ভ্যান, এক চাকার গাড়ি, দুই চাকার বাইক, টুরিস্ট বাস, রেসিং কার, পুলিশ কার, এম্বুলেন্স , ফায়ার সার্ভিসের গাড়ি ইত্যাদি।
গাড়ি গুলোর কথা শুনেই বুঝতে পারছেন যে , গেমটা অনেক ভাল হবে। #কার গেম ডাউনলোড
বড় কথা হল এই গেমের গ্রাফিক্স অনেক ভাল মানের । আর তাই আপনি সহজেই এই গেমের প্রতি আসক্ত হতে পারেন।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে , আপনি এই গেম খেললে আশা করি আপনার ভাল লাগবেই। আর হ্যা, এই গেমটা কিন্তু বেশি মেমোরি খায় না।এই গেমের জন্য আপনার ব্যাটারির কোনো ক্ষতি হবে না।
বর্তমানে গেমটির ১০ কোটির বেশি রিভিউ আছে। এবং গেমের রিভিউ ৪.৩* ।
গেম সম্পর্কে তথ্যঃ
গেমের নামঃ Hill Climb Racing
ডেভেলপারের নামঃ FingerSoft #গাড়ি গেম ডাউনলোড
গেম ইন্সটল সংখ্যাঃ ৫ কোটি +
গেমের সাইজঃ ৬০ এমবি ( ডাউনলোড করার পর সাইজ বেড়ে১০০ এমবি পর্যন্ত হতে পারে)
এন্ড্রোয়েড ভার্সনঃ ৪.৪ এবং এর বেশী
ডাউনলোড লিংকঃ ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
Download Now
Hill Climb Racing 2
হিল ক্লাইম্ব রেসিং ২ গেমটি হিল ক্লাইম্ব রেসিং এর আপডেট ভার্সন। এ গেমে আপনি উপরের হিল ক্লাইম্ব গেমের মতই সুবিধা পাবেন কিন্তু এর বেশ কিছু ফিচারও আছে।
হিল ক্লাইম্ব ২ গেমটি আপনি অনলাইনে কার রেসিং খেলতে পারবেন। অর্থাৎ আপনি অনলাইনে নেটের দ্বারা আপনি কার রেস খেলতে পারবেন।
এছাড়াও আপনি এই গেমে কিছু বেসিক সুবিধা পাবেন যা হিল ক্লাইম্ব রেসিং এ নাই। এই গেমে যেহেতু রেসিং আছে সেহেতু আপনি এখানে পজিশন পাবেন। অর্থাৎ আপনি কোনো রেসিং এ কত তম হয়েছেন তা দেখতে পারবেন।
আর যদি আপনি রেসিং না খেলতে চান তাহলে আপনি অফলাইনেও খেলতে পারবেন। গেমটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
গেমটির ইতোমধ্যে ১ কোটির বেশী ডাউনলোড হয়ে গেছে। এই গেমটি খেলার জন্য আপনার এন্ড্রোয়েড ভার্সন ৪.৪ এর বেশী হতে হবে।
Download NowAsphalt 9: Legends – Epic Car Action Racing Game
Asphalt 9 হল গেমলোফটের তৈরি একটি জনপ্রিয় কার গেম। আপনি যদি এই গেমটি খেলতে থাকেন তাহলে আপনার মনে হবে যে আপনি বাস্তবে গাড়ি চালাচ্ছেন। এইখানে গাড়ি গুলোর মডেল উন্নতমানের। এখানের প্রায় সকল গাড়িই ল্যাম্বরগিনি বা ফেরাফি মডেলের। আর আপনি যদি একবার গেম খেলা শুরু করেন তাহলে আমি শিউর যে আপনি আর উঠতে চাইবেন না।
এই গেমটাতে পৃথিবীর প্রায় সব উন্নত দেশের লোকেশন আছে। আপনি চাইলে সেই সব দেশের লোকেশন দিয়ে খেলতে পারেন। যেমন আপনি যদি চান তাহলে আপনি ইটালির লোকেশন দিয়ে খেলতে পারেন। আর এই গেমের গ্রাফিক্স দেখেলে আপনার মাথা ঘুরার মত অবস্থা হবে। আমি এখানে গেমের একটা ভিডিও দিলাম। দেখতে পারেন।
এই গেমটি একটি জনপ্রিয় ভিডিও কার রেসিং গেম। আমাদের লিস্টে এর অবস্থান ৩ নাম্বারে। আসলে এর থাকার কথা ছিলো ১ নাম্বারে। কিন্তু এর কিছু অসুবিধার কথা চিন্তা করে আমরা একে ৩ নাম্বার স্থান দিয়েছি।
কারন এই গেমের সাইজ ৯৬ এমবি। কিন্তু পরে সাইজ আরো বেড়ে যায়। আর বড় কথা হল এই গেম খেলার জন্য আপনার ফোনের এন্ড্রোয়েড ভার্শন হতে হবে ৭.০ এর সমান বা তার বেশি।
এই গেমটি ইতোমধ্যে ১০ কোটির বেশিবার ডাউনলোড হয়ে গেছে। আপনিও চাইলে গেমটি ডাউনলোড করতে পারেন।
গেমটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
Download Now
Asphalt 8 Racing Game – Drive, Drift at Real Speed
Asphalt 8 Racing Game টি Asphalt 9: Legends এর আগের ভার্শনের। ভার্শন কম হলেও এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক উন্নত। আপনি যদি এই গেম খেলেন তাহলে আপনার মনে হবে আপনি কোনো হলিউডের মুভির ভিতর আছে। যাই হোক চলুন দেখি যে এই গেমের ভিতরে কি কি আছে।
Asphalt 8 Racing Game গেমটিতে আপনি পাবেন প্রায় ২৭৫ টির বেশী লাইসেন্স পাওয়া গাড়ি যা কিনা বিশ্বের নামি দামি মডেলের গাড়ি। এইসব মডেলের ভিতর আপনি পাবেন ফেরারি, বিএমডব্লিও, বুগাটি, ল্যাম্বরগিনিসহ আরো অনেক মডেলের গাড়ি। এছাড়াও আপনি এখানে ৭৫+ মডেলের ট্রাক পাবেন যা দিয়ে আপনি রেসিং করতে পারবেন। এখানে প্রায়টির মত রেসিং লোকেশন আছে। এই লোকেশনের ভিতর আছে ইতালি, চীনসহ আরো অনেক উন্নত দেশের লোকেশন। এসব লোকেশনে খেললে আপনার মনে হবে যে আপনি আসলেই সেই দেশে ঘুরতেছেন।
আপনি যখন গেমের ভিতর গাড়ি নিয়ে রেসিং করবেন তখন আপনি একটা ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন যা দিয়ে সহজেই গেমের ভিতরের দৃশ্য দেখতে পারবেন। আর যখন জাম্প দিবেন তখন আপনি ৩৬০ ডিগ্রি ভিউ দিয়ে সুন্দর একটা শট পেয়ে যাবেন। আপনি বিস্তারিত জানতে চাইলে নিচের ছবি গুলো দেখুন।
এই গেমটিও তৈরি করেছে গেমলোফট। এই গেমের সাইজ মাত্র ৩৫ এমবি। আর এই গেম খেলার জন্য আপনার এন্ড্রোয়েড ভার্শন হতে হবে ৫.০ এর সমান বা এর বেশি। যেহেতু হাই কোয়ালিটি গেম সেহেতু গেমটি আপনার ব্যাটারির চার্জ একটু দ্রুত শেষ করতে পারে।
গেমটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
Download Now
Dr. Driving
Dr. Driving গেমটি একটি ছোট সাইজের জনপ্রিয় কার গেম। এই গেম তৈরি করেছে এসইউডি ইনকর্পোরেট। এর গেমের সাইজ মাত্র ১২ এমবি। যারা সিম্পল গাড়ি গেম পছন্দ করেন তাদের জন্য এই গেমটা পারফেক্ট।
প্রথমেই এই গেমের কার্যপদ্ধতি নিয়ে জেনে নিই। এই গেমে আপনাকে একটা গাড়ি চালাতে হবে। গাড়ি চালানোর সময় আপনাকে কিছু নির্দেশনা দেওয়া হবে। আপনি ঐ নির্দেশনা অনুসারে গাড়ি চালিয়ে ঠিক জায়গায় নিয়ে যেতে পারলে আপনি লেভেল আপ হবে। গেমে যে নির্দেশনা দিবে আপনি যদি সেই নির্দেশনয়া মেনে গেম শেষ করেন তাহলে আপনি পয়েন্ট পাবেন। আর এই পয়েন্ট দিয়ে আপনার লেভেল আপ হবে। আপনার লেভেল যদি বেশি হয় তাহলে আপনি পৃথিবীর সবার ভিতর এগিয়ে থাকবেন। অর্থা গ্লোবাল লিডারবোডে আপনি এগিয়ে থাকবেন।
এই গেমের গ্রাফিক্স আমার কাছে বেশ ভালই মনে হয়েছে। তবে আরেক্টু ভালো হলে একটু রিয়েলিস্টিক লাগতো।
এই গেম ইতোমধ্যে ১০ কোটির বেশি বার ডাউনলোড করা হয়ে গেছে । এই গেম খেলার জন্য আপনার এন্ড্রোয়েড ভার্শন ৪.১ এর বেশি হতে হবে। যেহেতু এই গেমের সাইজ তেমন বেশী না , সেহেতু এই গেমটি আপনার ব্যাটারির চার্জ বেশী খাবে না।
গেমটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
Download Now
Asphalt Nitro
Asphalt Nitro গেমটি একটি অন্যতম সেরা গেম। এই গেমটি তৈরি করেছে গেমলফট। এই গেমের সাইজ তেমন বড় না, মাত্র ৪৫ এমবি। তবে এই গেমের গ্রাফিক্স দেখার মত।এই গেমের যে সকল ধাপ আছে সেগুলো পার করা অত্যন্ত চ্যালেঞ্জিং। আর এই গেমে অনেকগুলো গাড়ির মডেল আছে যা কিনা ফেরারি , ল্যাম্বরগিনি মডেলের।
এই গেমে আপনাকে একটী রেসে জয়েন দিতে হবে। আপনি কোনো গাড়ির ক্ষতি করলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আপনি চাইলে আপনি এই গেমে আপনার কোনো বন্ধুকে চ্যালেঞ্জও করতে পারবেন। এই গেমের ৮টি ভিন্ন মোড আছে যা দিয়ে আপনি আপনার ইচ্ছা মত খেলতে পারবেন।
অন্যান্য গেমগুলোর মতই এই গেমেও প্রায় ৮ টির মত লোকেশন আছে। চীন, ব্রাজিল সহ অনেক উন্নত দেশ। আবার আপনি চাইলে আপনি চীন থেকে ব্রাজিল পর্যন্ত রেসিং ও করতে পারবেন।
এই গেমে জিতার জন্য অনেক শর্টকাট আছে যা কিনা আপনাকে খুঁজে বের করতে হবে। আর এসব শর্ট কাট দিয়ে আপনি সহজেই গেমে জয়ী হতে পারেন।
এই গেম খেলার জন্য আপনার এন্ড্রোয়েড ভার্সন ৪.১ এর বেশী হতে হবে। উল্লেখ্য যে এই গেম ডাউনলোড করার পর মাত্র ২০০ এমবি জায়গা নিয়েই খেলতে পাবেন। গেমটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
Asphalt Xtreme: Rally Racing
Asphalt Xtreme গেমটি গেমলোফটের তৈরি একটা জনপ্রিয় গেম।
এই গেমের মূল কথা হল – রাস্তা নাই, নিয়ম নাই। অর্থাৎ আপনি এই গেমে কোনো রাস্তা ছাড়াই রেসিং করতে পারবেন। আপনাকে যে কোনো জায়গা দিয়ে রেসিং করে জিততে হবে।
যেহেতু এই গেমে কোনো রাস্তা নাই সেহতু আপনাকে এই রেসিং করতে হবে পাহাড়ে মাঝ দিয়ে, গিরিখাত দিয়ে, সমুদ্র দিয়ে, বন জঙ্গল দিয়ে । বুঝতেই পারছেন এই গেমের রেসিংটা বেশ ইন্টারেস্টিং হবে। আর এই গেমে প্রায় ৫০ টির বেশী ট্রাক আছে যা দিয়ে আপনি রেসিং করতে পারবেন।
আর যদি আপনি রেসিং কার নিয়ে অংশগ্রহণ করতে চান হলে আপনি ৭টি মডেলের গাড়ি থেকে রেসিং কার পছন্দ করতে পারবেন।
বড় কথা হল আপনি চাইল আপনার বন্ধুদের সাথে রিয়েল টাইমে খেলতে পারবেন যা কিনা অনেকটা ফ্রি ফায়ারের মত। আপনি আপনার বন্ধুদের সাথে রেসিং এ অংশ নিতে পারবেন।
এই গেমে প্রায় ১১০০ টির বেশী চ্যালেঞ্জ আছে। আপনি সেই সকল চ্যালেঞ্জ গ্রহণ করে আপনার স্কোর বাড়ীয়ে নিতে পারবেন।
এই গেমটা মুলত তাদের জন্য যারা গেমের ভিতর নিয়ম ভাঙ্গে, নিয়ম মানতে চায় না। আপনি চাইলে এই গেম খেলতে পারে। গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ কোটি বারের বেশি। আর এই গেমের জন্য আপনার এন্ড্রোয়েড ভার্শন হতে হবে ৪.১ এর বেশি।
গেমটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
Download Now
Need for Speed™ No Limits
নিড ফর স্পিড মোবাইলে খেলার জন্য একটা একটা পারফেক্ট গেম। এইটা মুলত একটা রেসিং গেম। এই গেমের বিভিন্ন লোকেশনে আপনি কার রেসিং খেলতে পারবেন। এই গেমের গ্রাফিক্স কোয়ালিটি অত্যান্ত উন্নত মানের। এই গেমে প্রায় ১০০০ এর বেশী চ্যালেঞ্জ আছে। আর গেমটিতে প্রায় ২ মিলিয়নের বেশী কাস্টম কম্বো আছে। গেমটি তৈরি করেছে Electronics Arts । এই গেমের জন্য আপনাকে প্রায় ৭৮ এমবি জায়গা লাগবে। এই গেম প্রায় ১ কোটির বেশি বার ডাউনলোড করা হয়েছে।
গেমটি ডাউনলোড করতে হলে নিচের বাটনে ক্লিক করুন।
Download Now
Flying Car Shooting Game- Modern Car Driving Games
ফ্লায়িং কার শুটিং গেম একটি ভিন্নধর্মী কার গেম। কারণ এই গেমে আপনি শুধু কার রেসিংই করবেন না, সাথে সাথে ফাইটও করবেন। আপনার গাড়ি মাটি দিয়ে চলবে না, আপনাকে আকাশে উড়ে উড়ে গুলি করে শ্ত্রুদের মারতে হবে। আপনি একে শুটিং গেম আর কার গেমের এক মিশ্রন বলতে পারেন যেখানে আপনার গাড়ি উড়ন্ত অবস্থায় থাকবে। আমার কাছে এই গেমের গ্রাফিক্স বেশ ভালো মনে হয়েছে।
আপনার গাড়ির উপরে একটা পাখা থাকবে। অর্থাৎ আপনার গাড়ি তখন হেলিকপ্টারের মত উড়তে থাকবে।
এই গেমের সাইজ ৫৪ এমবি। আপনার ফোনে এই গেম খেলার জন্য এন্ড্রোয়েড ভার্সন ৪.৪ এর বেশী হতে হবে। গেমটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
Download Now
Car Simulator 2
কার সিমুলেটর ২ গেমটি ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে গেমটির গ্রাফিক্স। এই গেমটিতে প্রায় ৩৫ টি গাড়ি আছে। এই গেমের গ্রাফিক্স এর পাশাপাশি সাউন্ড ও ভালো লেগেছে। আবার এই গেমে আপনি অনেক ইউজার মিলেও রেসিং খেলতে পারবেন। আপনি গ্যাস স্টেশন থেকে গ্যাস ভরতে পারবেন, আবার গাড়ি চুরিও করতে পারবেন।
গেমটির অনলাইন ভার্সনে আপনি নতুন নতুন চ্যালেঞ্জ পাবেন। আর আপনি চাইলে আপনার গাড়ি আপডেটও দিতে পারবেন।
এই গেমটিতে থ্রিডি ইফেক্ট ব্যবহার করা হয়েছে। আপনার গাড়ি যখন জাম্প করবে তখন আপনি ৩৬০ ডিগ্রি ভাবে আপনার গাড়ি দেখতে পারবেন।
এই গেমের সাইজ ৩৩ এমবি। প্লে স্টোর থেকে প্রায় ১০ কোটির বেশী বার ডাউনলোড করা হয়েছে গেমটি।
গেমটি খেলার জন্য আপনার এন্ড্রোয়েড ভার্সন ৪.১ এর বেশি হতে হবে।
গেমটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।\
Download Now
Street Car Parking 3D
#গাড়ি গেম download
এই গেমটিও বেশ লেগেছে আমার কাছে। আপনি চাইলে এই গেম ডাউনলোড করতে পারেন। এই গেমে অন্যান্য গেমের থেকে কম এড দেখায়। তাই ঝামেলা ছাড়াই আপনি গেমটি খেলতে পারবেন। এই গেমে আপনাকে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে আপয়ান্র গন্তব্যে পৌছাতে হবে। এই গেমটি থ্রিডি গেম। তাই আপনার কাছে বেশ রিয়েলিস্টিক লাগবে ।
এই গেমের সাইজ ৬৪ এমবি। গেমটি খেলার জন্য আপনার ফোনে ৫.১ এর বেশী এন্ড্রোয়েড ভার্সনওয়ালা ফোন থাকতে হবে।
গেমটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
Download Now
Car Racing Games Free 3D: Offline Car Games 2022
আমাদের তালিকার সর্বশেষ গেমটি হল কার রেসিং গেমস ফ্রি থ্রি ডি। এই গেমটি অফলাইন কার গেম। এই গেমের বৈশিষ্ট্য হল গেমের রাস্তার ডিজাইন asphalt গেমের মত করে বানানো হয়েছে। আপনি চাইলে এই গেমটি ট্রাই করতে পারেন। গেমটির সাইজ ৫৭ এমবি। গেমটি ডাউনলোড করার জন্য নিচের বাটনে ক্লিক করুন।
Download Nowসর্বশেষ কথাঃ
আপনি যদি চমৎকার পার্ফমেন্সে গাড়ি গেম খেলতে চান তাহলে আপনার জন্য এই গেমগুলো ভাল হবে। তবে এর জন্য আপনার ভাল কনফিগারেশনের ফোন লাগবে। #গাড়ি গেম download
আর যদি আপনার কাছে লো টাইপের ফোন থাকে বা আপনি বেশি কোয়ালিটির গেম পছন্দ না করেন তাহলে আপনি এই গেমগুলো দেখতে পারেন। আমার জানা মতে গেমগুলো বেশ ভালই।#গাড়ি গেম download
Tags:
গাড়ি গেম ডাউনলোড করব , কার গেম ডাউনলোড , গাড়ি গেম ডাউনলোড করুন,গাড়ি গেম খেলা , গাড়ি গেম, কার গেম, গাড়ির গেম, গাড়ি গেম দাও, গাড়ি গেম গাড়ি গেম, গাড়ি খেলা, গাড়ির গেম ডাউনলোড, গাড়ি গেম download, car games download, gari game download