পৃথিবীতে যত ধরণের মূল্যবান বস্তু আছে তার ভিতর স্বর্ণ বা সোনা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আসছে। সেই আদিকাল হতেই সোনা তার নিজের মহিমা ধরে রেখেছে তার সৌন্দর্্য ও নিজের অন্যন্য বৈশিষ্ঠ্য দিয়ে। আর এর জন্যই হয়তবা মানুষ সেই প্রাচীন কাল হতেই স্বর্ণের দ্বারাই তার সৌন্দর্য বৃদ্ধি করে আসছে।
পৃথিবীর সব দেশেই সম্ভবত বিয়ের সময়ই বেশি স্বর্ণ ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন উৎসব বা নিজের ভালবাসার মানুষকে ভালবাসা জানাতেও স্বর্ণ ব্যবহার করা হয়।
স্বর্ণের এই আকাশচুম্বি জনপ্রিয়তার জন্য আমরা এই স্বর্ণের বর্তমান দাম (Gold Price in Bangladesh) জানতে আগ্রহী থাকি যেমনটা আমরা শেয়ার বাজারের দরদাম বা ব্রাজিল আর্জেন্টিনা খেলার খবর নিয়ে আগ্রহী থাকি।
আজকে আমরা আলোচনা করবো আজকে সোনার দাম কত ২০২১ বাংলাদেশ বা Today Gold Price in Bangladesh বা স্বর্ণের বর্তমান দাম নিয়ে। তো চলুন শুরু করা যাক।
আজকের সোনার দাম ২০২১ বাংলাদেশ । Today Gold Price in Bangladesh – স্বর্ণের বর্তমান দাম
আসলে আমাদের সবারই জানা আছে যে স্বর্নের দাম মাঝে মাঝে বাড়ে বা কমে। আর এই স্বর্ণের দাম বাড়া কমা নিয়ে তত্ত্বাবধান করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুজ। এই বাংলাদেশ জুয়েলার্স সমিতি অনুযায়ী স্বর্ণের দাম, আজকের সোনার দাম কত, ২২ ক্যারেট সোনার দাম, ২০২১ সালে বাংলাদেশ সোনার দাম সর্বশেষ আপডেট সহ এরকম বিষয় নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ।
আসলে সোনার দাম দিন দিন বেড়েই চলছে। আপনি জেনে অবাক হবেন যে দফায় দফায় ১ ভরি সোনার দাম বেড়েছে প্রায় ২০০০ টাকারও বেশী। আবার আপনি জেনে আরো অবাক হবেন যে , ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত এদেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে প্রায় ২০ বার বা তার বেশী। যার ফলে বর্তমানে প্রতি ভরি স্বর্ণের দাম এসে ঠেকছে ৭৩ হাজার টাকায়। যা কিনা কিছু দিন আগেও ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা প্রতি ভরি দাম ছিলো।
আজকের সোনার দাম ২০২১ – Today Gold Price
আজকের সোনার দাম কত তা জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেকে একটা বুদ্ধিমানের মত কাজ করেন বেশিরভাগ সময়। তারা যখন স্বর্ণের দাম কম থাকে তখন সোনা কিনে রাখেন। পরে সুযোগ মত বিক্রি করে দেন বা নিজের কাজে লাগান। আমি এই বুদ্ধিটাকে বাহবা দিই।
আবার অনেকে বিদেশে থাকেন। যার ফলে তারা বাংলাদেশের আজকের সোনার দাম জানতে চান। পরে তিনি যে দেশে থাকেন সেই দেশের সোনার দামের সাথে মিলিয়ে সিদ্ধান্ত নেন যে তিনি কোথা হতে সোনা কিনবেন।
যাই হোক আমরা আসল কথা ফিরে আসি।
২২ ক্যারেট সোনার দাম – 22k Gold Price In BD Today
আমরা বেশিরভাগ লোকই সাধারণত ২২ ক্যারেট স্বর্ণ কিনতে চাই। কারণ এই স্বর্ণ বেশিরভাগ পিউর হয়ে থাকে। জনসাধারণের জন্য ব্যবহার যোগ্য যে সকল স্বর্ণ আছে তার ভিতর সবচেয়ে উত্তম ও সুন্দর হল ২২ ক্যারেট স্বর্ণ। যদিও এই ২২ ক্যারেট সোনার ভিতরেও অনেক খাদ আছে তবুও তা তুলনামুলক ভাল। ২২ ক্যারেট সোনার ভিতর প্রায় ৯১.৬০ শতাংশ পিউর সোনা থাকে। আর বাকিটুকু অর্থাৎ বাকি ৮.৩৩% থাকে কপার বা তামা। এর মানে হল ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার গহনায় ৯১.৬০ গ্রাম সোনা ৮.৩৩ গ্রাম তামা থাকবে। যাই হোক যেহেতু এই স্বর্ণের বিশুদ্ধতা বেশি সেহেতু এই সোনার দামও বেশী হবে। তাহলে চলুন জানা যাক ২২ ক্যারেট সোনার দাম কত?
আমি যখন লিখছি তখন সর্বশেষ তথ্য অনুসারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৭৩ হাজার ৪৮৩ টাকা। উল্লেখ্য যে এখানে সর্বশেষ দাম সংযোজন করা হয়েছে। আর মনে রাখতে হবে যে সোনার দাম মাঝে মাঝেই উঠানামা করে। কোনো কোনো দোকানদার ৭৪ হাজার বা ৭৫ হাজার টাকা করে প্রতি ভরি সোনার দাম রাখতে পারেন।
২১ ক্যারেট সোনার দাম – 21k Gold Price In Bangladesh Today
২১ ক্যারেট সোনা হল মাঝারি মানের সোনা। এই সোনায় বেশি খাদও নাই আবার এর দাম মাঝামাঝি থাকে। ২২ ক্যারেট ও ২১ ক্যারেট সোনার ভিতর পার্থক্য খুব বেশী না। ২১ ক্যারেট সোনায় ৮৭.৫ শতাংশ পিউর সোনা থাকে। আর বাকি ১২.৫% থাকে খাদ। আর এইখানে খাদ হিসেবে থাকে তামা। এই হিসাবের মানে হল আপনি যদি ১০০ গ্রাম ২১ ক্যারেট সোনা কিনেন তাহলে আপনি ৮৭.৫ গ্রাম পিউর সোনা পাবেন। আর ১২.৫ গ্রাম তামা পাবেন।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি অনুযায়ী ২১ ক্যারেট সোনার দাম হল ৭০,৩৩৪ টাকা। যেহেতু এই সোনার খাদ তুলনামুলক বেশি সেহেতু এই সোনার দামও একটু কম।
উল্লেখ্য যে এই ২১ ক্যারেট সোনার দাম সর্বশেষ দাম হিসেবে সংযোজন করা হয়েছে। আপনার এলাকায় এর থেকে কম বা বেশি দাম হতে পারে।
যারা ২১ ক্যারেট সোনা কিনতে চান তাদের কাছে আমার অনুরোধ একটু বাজেট বাড়িয়ে ২২ ক্যারেট সোনা কিনে নিন। এতে আপনারই লাভ। আপনারা জানলেন ২১ ক্যারেট সোনার আজকের দাম কত।
১৮ ক্যারেট সোনার দাম – 18 Carat Gold Rate
সোনার দাম যে হারে বাড়তেছে সেই জন্য এই ১৮ ক্যারেট সোনাকে আমরা গরিবের সোনা বলতে পারি। কারণ তুলনামুলক এই সোনার দাম কম।
সত্যি বলতে কি আমাদের মত যারা মধ্যবিত্ত আছেন তাদের ইচ্ছা থাকে সোনা কিনে রাখা। যেহেতু ইদানিং আমাদের দেশে সোনার দাম বাড়তেছে সেহেতু আমাদের মত লোক যাদের বাজেট কম তারা এই ১৮ ক্যারেট সোনা কিনে রাখতে পারেন।
১৮ ক্যারেট সোনা হল সর্বনিন্ম স্তরের সোনা। আর এই ১৮ ক্যারেট সোনার ভিতর আছে ৭০% পিউর গোল্ড আর ৩০% তামাসহ অন্যান্য ধাতু। এর মানে হল আপনি যদি ১০০ গ্রাম সোনা কিনেন তাহলে সেখানে ৭০ গ্রাম পিউর সোনা পাবেন আর ৩০ গ্রাম খাদ অর্থাৎ তামা সহ অন্যান্য ধাতু পাবেন।
যেহেতু এই সোনায় খাদ বেশী সেহেতু এই ১৮ ক্যারেট সোনায় মরিচা বা কালচে কালচে দাগ পড়তে পারে।
সর্বশেষ বাজার মূল্য অনুসারে ১৮ ক্যারেট সোনার বাজার মূল্য ৬১ হাজার ৫৮৬ টাকা। কিন্তু সনাতন পদ্ধতিতে ১৮ ক্যারেট সোনার দাম হবে প্রায় ১০ হাজার টাকা কম অর্থাৎ ৫১ হাজার ২৬৩ টাকা।
১ ভরি সোনার দাম কত – 1 Vori Gold Price In Bangladesh
আমি আগেই বলেছি যে ১ ভরি স্বর্ণের দাম কত। এর পরেও বলি ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম ৭৩ হাজার টাকা, ২১ ক্যারেৎ ১ ভরি সোনার দাম ৭০ হাজার টাকা। আর ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম ৬০ হাজার টাকা। আপনাদের সুবিধার জন্য আমি বাংলাদেশ জুয়েলার্স সমিতি অনুযায়ী সোনার দামের চার্ট দিয়ে দিলাম। আর মনে রাখবেন যে ১১.৬৬ গ্রাম সোনায় ১ ভরি হয়। এবার বাকিটা আপনারা হিসাব করে নিন।
স্বর্ণের ক্যারেট কি?
আপনার মনে হয়ত প্রশ্ন জাগতে পারে যে স্বর্নের ক্যারেট কি? চলুন জেনে নেওয়া যাক।
ক্যারেট হল একটি পরিমাপ পদ্ধতি। এই ক্যারেট দ্বারা আপনি পরিমাপ করতে পারবেন স্বর্ণ কতটুকু বিশুদ্ধ। আর ক্যারেট যত বেশি হবে স্বর্ণের বিশুদ্ধতা বেশি হবে।
স্বর্ণের ক্যারেট সাধারণত ৩ প্রকারের হয়। তা হল ২৪ ক্যারেট, ২২ ক্যারেট , ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট। এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক চলুন।
আবার অনেক সময় আমরা সবুজ সোনা বা সাদা সোনা সম্পর্কে জানতে চাই। এর জন্য আপনারা নিচের চিত্র দেখতে পারেন।
২৪ ক্যারেট স্বর্ণ কি?
২৪ ক্যারেট স্বর্ণ হল সবচেয়ে বেশি বিশুদ্ধ সোনা। এতে ৯৯.৯৯% থেকে ১০০% বিশুদ্ধ সোনা থাকে। সোনা সাধারণত নরম ও নমনীয় হয়। আর এই নমনীয়তার জন্য এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কোনো গহণা বানানো হয় না। ২৪ ক্যারেট সোনা ব্যবহার করা হয় বিভিন্ন গবেষনা কাজে বা চিকিৎসা কাজে। দাতের, মুদ্রাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক সংযোগে ২৪ ক্যারেট সোনা ব্যবহার করা হয়।
আমরা যে সোনার চকলেট বা সোনার বার কিনি তা ২৪ ক্যারেটের হয়ে থাকে। ২৪ ক্যারেটের সোনা নরম হওয়ার জন্য দাত দিয়ে কামড় দিলে সোনায় হাল্কা দাগ বসে যায়।
২২ ক্যারেট স্বর্ণ কি?
২২ ক্যারেট স্বর্ণ হল জনসাধারণ এর জন্য ব্যবহৃত সবচেয়ে দামী সোনার ক্যারেট। ২৪ ক্যারেট সোনার সাথে খাদ যেমন নিকেল, কপার মিশিয়ে সোনাকে শক্ত করা হয় যাতে সোনা টেকসই হয়। আর এতে ৯১.৬৭% সোনা ও ৮.৩৩% খাদ যেমন কপার নিকেল থাকে।
২১ ক্যারেট স্বর্ণ কি?
২১ ক্যারেট স্বর্ণ হল মিডল ক্লাস স্বর্ণ। এই সোনায় ৮৭.৫& সোনা ও সারে ১২ শতাংশ খাদ থাকে। এই খাদের ফলে সোনার উজ্জলতা কমে ও টেকসই বাড়ে।
১৮ ক্যারেট সোনা কি?
আমি আগেই বলেছি ১৮ ক্যারেট সোনা হল গরিবের সোনা। এই সোনায় সবচেয়ে বেশি খাদ থাকে। এতে প্রায় ৭০% পিউর গোল্ড থাকে আর বাকি ৩০% খাদ থাকে। এই সোনার উজ্জলতা সবচেয়ে কম আর টেকসই সবচেয়ে বেশী।
আপনি যদি ১৮ ক্যারেট সোনা বেশিদিন পরেন তাহলে আপনি দেখবেন যে আপনার গহণা কালচে হয়ে গেছে। এইটা মুলত মরিচা যা কিনা তামা নিকেল জিংক সহ অন্যান্য ধাতুর থেকে হয়।
সোনার দাম কি কমবে?
বাংলাদেশে সোনার দাম কমার কোনো উপায় দেখছি না। কারণ করোনার ভিতর সারা বিশ্বে যেখানে সোনার দাম কমেছে সেখানে বাংলাদেশে সোনার দাম তরতর করে বেড়েছে। আর আমাদের এইখানে সোনার দাম সিন্ডিকেট করে বাড়ানো হয়। তাই আমার কাছে মনে হয় আমাদের দেশে আর সোনার দাম কমবে না। কারণ এই দেশে একবার যে জিনিসের দাম বাড়ছে সেই জিনিসের দাম আর কমে নাই।
সোনার দাম কেন বাড়ে বা কমে?
বিভিন্ন সূচকের উপর নির্ভর করে সোনার দাম বাড়ে কমে।এছাড়াও আরো অনেক সুচক আছে।
উপসংহারঃ
ইদানিং আন্তজার্তিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশী বাজারেও সোনার দাম বাড়ছে। আপনি যদি আপনার টাকা বিনিয়োগ করতে চান তাহলে সোনা কিনে রাখুন। কারণ দিন দিন সোনার দাম বাড়ছে। এতে করে আপনারই লাভ।
তো আজকে আমরা আলোচনা করলাম আজকের সোনার দাম ২০২১ বাংলাদেশ । Today Gold Price in Bangladesh – স্বর্ণের বর্তমান দাম এসব নিয়ে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন।
রিলেটেড কিওয়ার্ডঃ
1 vori gold price in bd
আজকের সোনার দাম কত
1 vori = ana
22k gold price in bangladesh per vori
আজকের সোনার দাম
১ ভরি সোনার দাম কত ২০২১ বাংলাদেশে
২২ ক্যারেট সোনার দাম ২০২০ বাংলাদেশ
২২ ক্যারেট সোনার দাম আজকে
gold price today bangladesh
gold price today in bangladesh
gold vori price in bangladesh
আজকের সোনার দাম কত বাংলাদেশে
আজকের স্বর্ণের দাম
golduck
gram to vori
ktm price in bd
আজকের সোনার বাজার দর
আজকের স্বর্ণের দাম বাংলাদেশ
গোল্ড এর দাম
গোল্ড প্রাইস
গোল্ড প্রাইস ইন বাংলাদেশ
দাম কত
sbnet
সোনার দাম কত
সোনার দাম কত আজকে 2017
সোনার দাম কত আজকে 2020
সোনার দাম কত বাংলাদেশ
সোনার দাম বাংলাদেশ
সোনার দাম বাংলাদেশ ২০২০
সোনার দাম বাংলাদেশ ২০২১
বাংলাদেশে সোনার দাম কত আজকে 2020
রুপার দাম
রুপার দাম কত
সর্নের বর্তমান মূল্য
১ আনা সোনার দাম কত বাংলাদেশে
১ ভরি কত গ্রাম
১ ভরি সোনার দাম কত ২০২১
22 ক্যারেট স্বর্ণের দাম কত
স্বর্ণের বর্তমান দাম ২০২১
স্বর্ণের বর্তমান দাম ২০২১ বাংলাদেশ
স্বর্ণের দাম
স্বর্ণের বর্তমান দাম
স্বর্ণের বর্তমান দাম ২০২০
gold price in bangladesh today
gold price in bd
gold price in bd today
আজকের সোনার দাম বাংলাদেশ
বর্তমান সোনার দাম কত ২০২০
বর্তমান সোনার দাম কত ২০২১ বাংলাদেশ
বর্তমান সোনার দাম বাংলাদেশ
বর্তমান স্বর্ণের দাম
সোনার দাম
সোনার দাম ২০২১ বাংলাদেশ
সোনার দাম আজ কত ২০২০ বাংলাদেশ
সোনার দাম আজ কত ২০২১ বাংলাদেশ
সোনার দাম বাংলাদেশ আজ
সোনার বর্তমান দাম
সোনার ভরি কত
সোনার ভরি কত ২০২১
আজকে সোনার দাম কত
আজকের সোনার বাজার
gold price bangladesh
gold price in bangladesh
আজকের সোনার বাজার মূল্য
১ ভরি স্বর্ণের দাম ২০২০
21k gold price in bangladesh today
today gold price in bangladesh
আজকের সোনার দাম ২০২০ বাংলাদেশ
আজকের সোনার বাজার মূল্য বাংলাদেশ
বর্তমানে সোনার দাম কত
বাংলাদেশ জুয়েলার্স সমিতি ওয়েবসাইট
22 carat gold price in bd
২২ ক্যারেট সোনার দাম
vat act 2012 bangladesh pdf bangla
বর্তমান সোনার দাম
বর্তমান সোনার দাম কত