ফাইন আস্ক- এ আপনাদের স্বাগতম!!
আপনারা এখন থেকে ফাইন আস্কে প্রশ্ন ও উত্তর দিয়ে আয় করতে পারবেন।
rupuad
প্রথমেই আমাদের সাইটের পয়েন্টিং সিস্টেম বা কিভাবে পয়েন্ট পাবেন-:
** আপনি কোনো প্রশ্ন করলে ১ (এক) পয়েন্ট পাবেন।
** আপনি কোনো প্রশ্নের উত্তর দিলে 3 পয়েন্ট পাবেন।
এছাড়া মাঝে মাঝে ভাল উত্তরের জন্য পয়েন্ট বোনাসও পেতে পারেন।
এভাবে আপনার যখন ১০০০ পয়েন্ট হবে তখন আপনি ১০০ টাকা পাবেন। এই টাকা আপনি নিতে পারবেন বিকাশ বা মোবাইল রিচার্জ এর দ্বারা।
বি: দ্র: আমাদের ইনকাম যদি বেশ ভাল হয় তাহলে আমরা ইউজারদের একটি মোবাইল দিব। এর জন্য আপনাদের সাহায্য প্রয়োজন।
আপনারা যত বেশি প্রশ্ন, উত্তর ও শেয়ার করবেন আমাদের তত বেশি এড ক্লিক হবে আর তত বেশি আয় হবে। এতে আমরা আপনাদের বড় গিফট দিতে পারব।
rupuad
শর্তাবলী :
- আপনার প্রতিটি উত্তর হতে হবে বাংলায়, নির্ভুল ভাবে এবং কপিমুক্ত। আপনার কোনো উত্তর কপি করা হলে সেই উত্তরের তিন পয়েন্ট আপনার পয়েন্ট হতে কাটা যাবে।
- যদি কোনো প্রশ্নে সঠিক উত্তর থাকে তাইলে ঐ প্রশ্নে আর ডাবল উত্তর দেয়া যাবে না। উত্তর দিলে সেইটা লুকিয়ে ফেলা হবে।
- আর যদি একান্তই অন্য সাইট হতে উত্তর কপি করতে হয় তাইলে কপি না করে নিজের ভাষায় লিখুন। আর উত্তরের শেষে সোর্স এড করে দিন।আপনার উত্তর হতে হবে তথ্যবহুল ও গোছানো।
- এক কথায় কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না।
- একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে একাধিকবার করা যাবে না।যেমনঃ “বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে ?”এই প্রশ্নকে ঘুরিয়ে “কত সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ?” বা “কত সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে ?”এভাবে প্রশ্ন করে উত্তর দেওয়া যাবে না। যে সকল শব্দের অর্থ কমন সে সকল প্রশ্ন করা যাবে না। যেমনঃ body এর অর্থ কি?
- লেখায় সঠিক বিরাম চিহ্ন এর ব্যবহার করতে হবে। প্রশ্ন শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এবং প্রশ্ন উত্তরে বিশেষ ক্যারেকটার যেমন (@#$%& ইত্যাদি) ব্যবহার করা যাবে না।তবে প্রয়োজনে ব্যবহার করা যাবে। মানসম্মত প্রশ্ন করতে হবে।
- একজন সদস্য দুইটির বেশি একাউন্ট রাখতে পারবে না ।
- পেমেন্ট রিকুয়েস্ট দেয়ার পর আপনার প্রতিটি প্রশ্ন ও উত্তর পড়ে দেখা হবে। তখন কোনো কপি পেস্ট উত্তর বা অপ্রাসঙ্গিক প্রশ্ন পাওয়া গেলে সেই উত্তরের বা প্রশ্নের পয়েন্ট মোট পয়েন্ট হতে বাদ দেওয়া হবে। আপনার এরকম কোনো প্রশ্ন বা উত্তর পাওয়া গেলে আপনাকে ফ্লাগ পোস্ট করে জানানো হবে। ফ্লাগ পোস্ট করলে সেই প্রশ্ন বা উত্তরের পয়েন্ট আপনার মোট থেকে কাটা যাবে।
- পেমেন্ট রিকুয়েস্ট উইথড্র বাবদ আপনার একাউন্টে অতিরিক্ত ৫০ পয়েন্ট থাকতে হবে।
- আপনি যখন প্রশ্ন করবেন তখন অবশ্যই আপনাকে এই প্রশ্নটির ব্যাখ্যামূলক তথ্য ফিল্ডে কিছু লিখতে হবে।
এছাড়া আপনাকে অবশ্যই —
- আপনার ইমেইল ভেরিফাইড হতে হবে।
- আপনার একাউন্টে দেয়াল পোস্ট, প্রাইভেট মেসেজ অবশ্যই চালু থাকতে হবে। যাতে প্রশাসন যে কোনো সময় আপনার সাথে যোগাযোগ করতে পারে।
কোনো জিজ্ঞাসা থাকলে মন্তব্য করুন।
পর পর তিনমাস যদি আপনার কার্যক্রম ভাল হয়, প্রশ্ন ও উত্তর যদি সুন্দর, ইউনিক ও কপিমুক্ত হয় তাহলে আপনাকে বিশেষজ্ঞ পদে প্রমোট করা হবে।
শুরু করতে এখনই রেজিস্টার করুন
এই সাইট সম্পর্কে: এখানে দেখুন
#মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২১
#মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২১
#মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২১