Loading...
আপনি যখন মুক্ত পাঠে আপনার কোর্স সফল ভাবে শেষ করবেন তখন আপনি একটা সার্টিফিকেট পাবেন। আর এই সার্টিফিকেট দিয়ে আপনি বেশ কিছু কাজ করতে পারবেন।
মুক্তপাঠ হল মুলত একটা অনলাইন লার্নিং সিস্টেম যা কিনা আপনাকে অনলাইনে ঘরে বসে পড়াশুনা শিখাতে সাহায্য করবে। আমি আগেই বলেছি যে মুক্তপাঠের কোর্স সফল্ভাবে কমপ্লিট করার পর আপনি একটা সুন্দর সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট দিয়ে আপনি বেশ কিছু কাজ করতে পারবেন।
আপনি যদি চান যে আপনি সবাইকে দেখাবেন যে আপনি একটা কোর্স শেষ করেছেন তাহলে আপনি সেই কাজ সার্টিফিকেট দ্বারা দেখাতে পারেন। এছাড়া আর কোনো তেমন ভেলু নাই এর।
তবে আপনি যদি আসলেই কোনো কোর্স থেকে কিছু শিখেন তাহলে আপনি বুঝবেন যে আপনি আসলেই লাভবান হয়েছেন। কারণ অনেক সময় অনেকে কিছু না শিখে না পড়ে সার্টিফিকেতের আশায় কোর্স করে যা কিনা কোনো ফল বয়ে আনে না।
উপরে যে উত্তর আছে তা ঠিক। এর পরেও আমি কিছু বলছি।
আসলে অনলাইন কোর্সের সার্টিফিকেট তেমন ভেলুয়েবল না। কারণ এই সব অনলাইন কোর্সে যে কেউ সার্টিফিকেট পেতে পারে। আমি এমন কিছু লোকও দেখিছি যারা শুধু শুধু অনলাইন কোর্স করে থাকে। এরকম করে তারা এক সাথে ২০ তির বেশি কোর্স এনরোল করে। কিন্তু কোর্সের আগা মাথা কিছু পড়ে না। শুধু সার্টিফিকেতের আশায় কোর্স এনরোল করে। তবে আমি মুক্ত পাঠের সার্টিফিকেটের কিছু ব্যবহার বলছিঃ
১) আপনি যদি কোনো কাউকে দেখাতে চান
২) আপনি যদি ফেসবুকে শেয়ার করতে চান