বর্তমান সময়ে নগদ ও বিকাশ দুইটি বড় মোবাইল ব্যাংকিং কোম্পানি । আমাদের প্রায় প্রত্যেকেরই এই দুইটা কোম্পানিতে একাউন্ট আছে।
আমাদের যাদের বিকাশ ও নগদে একাউন্ট আছে তারা অনেক সময় নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চান। হয়ত অনেকের বিভিন্ন কারণ থাকতে পারে। আজকে আমি বলব কিভাবে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন।
হয়ত অনেকে প্রশ্ন করতে পারেন যে নগদ থেকে কি বিকাশে টাকা ট্রান্সফার করা যায়? তাদের জন্য উত্তর হল হ্যা, ট্রান্সফার করা যায়।
নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার যেভাবে করবেন
নগদ থেকে বিকাশে টাকা সরাসরি ট্রান্সফার করতে পারবেন না। কারণ আমার জানা মতে এরকম কোন সিস্টেম নগদ চালু করে নাই। তবে আপনি চাইলে একটু অন্যভাবে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।
আজকে আমি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের বিষয়েই আলোচনা করবো।
নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের জন্য আপনার যা যা লাগবে তা হলঃ
- একটা সচল নগদ একাউন্ট ও নগদ ভার্চুয়াল কার্ড
- সচল বিকাশ একাউন্ট
এখন আপনার মনে খটকা লাগতে পারে যে নগদ ভার্চুয়াল কার্ড আবার কি?
ওয়েট !! বলছি !!
নগদ ভার্চুয়াল কার্ড কি?
নগদ ভার্চুয়াল কার্ড হল নগদের একটা নতুন ফিচার। এখানে আপনাকে নগদ একটা ভার্চুয়াল কার্ড নাম্বার দিবে যার দ্বারা আপনি যে কোনো জায়গায় পে করতে পারবেন।অবশ্য আপনার ভার্চুয়াল কার্ড মাত্র বাংলাদেশেই চলবে।
যেমন ধরেন আপনি ইভ্যালিতে বা দারাজে কোনো কেনা কাটা করলে এই নগদ ভার্চুয়াল কার্ড দিয়ে পে করতে পারবেন।
কিভাবে নগদ ভার্চুয়াল কার্ড পাবো?
নগদ তাদের ক্লায়েন্টের প্রতিটা একাউন্টেই অটোমেটিক ভাবে ভার্চুয়াল কার্ড দিয়ে থাকে। আপনি যখন নগদ একাউন্ট খুলছিলেন তখন আপনাকে এই ভার্চুয়াল কার্ডের নাম্বার দেওয়া হয়েছিলো।
কি ভার্চুয়াল কার্ড পান নাই? অথবা কার্ডের নাম্বার তুলে রাখতে ভুলে গেছিলেন? তাহলে কোনো সমস্যা নাই। ।
আপনি যদি সেই কার্ড নাম্বার না পান তাহলে চিন্তার কোনো কারণ নাই। আমি ভার্চুয়াল ক্রেডিট কার্ড আনার প্রসেস বলে দিচ্ছি।
- প্রথমে নগদ এপ ডাউনলোড করুন।
- এর পর আপনার নগদ একাউন্টে লগইন করুন
- এর পর নগদ এপ থেকে ” আমার নগদ ” যান
- এর পর নাম পরিবর্তনের মেনুতে গেলেই আপনি আপনার ১৬ ডিজিটের ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার দেখতে পারবেন।
- এর পর সেই ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার লিখে রাখুন। সঠিক ভাবে সতর্কতার সাথে লিখুন। কারণ এই কার্ড দিয়েই আপনাকে পরে কাজ করতে হবে ।
ভার্চুয়াল কার্ডের সমস্যা ঃ অনেক সময় অনেকে ভার্চুয়াল কার্ড দেখতে পায় না। কারণ তাদের ফোনের ফন্ট সাইজ বড় থাকে।
ভার্চুয়াল কার্ডের সমস্যার সমাধানঃ যেহেতু আপনার ফোনের ফন্টের সাইজ বড় তাই আপনি কার্ড নাম্বার দেখতে পারছেন না। সমাধান হল আপনার ফোনের ফন্ট সাইজ কমিয়ে আবার ট্রাই করুন।
যেভাবে ফন্ট সাইজ কমাবেনঃ প্রথমে সেটিংসে যান। এর পর ফন্ট অপশোনে যান। সেখান থেকে আপাতত ফন্ট সাইজ কমিয়ে ফেলুন। পরে কাজ শেষ হলে আবার ফন্ট সাইজ বাড়িয়ে নিন।
আশা করি আপনি সেই ভারচুয়াল কার্ড নাম্বার পেয়ে গেছেন। এবার আপনাকে আসল কাজ করতে হবে।
নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের উপায়
যেহেতু আপনি আপনার কার্ড নাম্বার পেয়ে গেছেন সেহেতু এইবার আপনি এই স্টেপগুলো ফলো করুন।
- প্রথমে বিকাশ এপ ডাউনলোড করুন।
- এর পর বিকাশ এপে আপনার একাউন্ট দিয়ে লগিন করুন
- লগিন করার পর বিকাশ এপের হোম পেজে অনেক অপশন দেখতে পারবেন। এখান থেকে এড মানি অপশনে ক্লিক করুন
- এর পর আপনার সামনে দুইটা অপশন আসবে। একটা হল ব্যাংক টু বিকাশ , আরেকটা হল কার্ড টু বিকাশ।
- ঐ দুইটা অপশোন থেকে আপনি কার্ড থেকে বিকাশ অপশন select করুন।
- এর পর আপনাকে নাম্বার সিলেক্ট করতে হবে। এখানে আপনি যার নাম্বারে টাকা এড করবেন তার নাম্বার দিন।
- নাম্বার এড করার পর আপনাকে টাকার পরিমান দিতে বলবে। এইখানে আপনি কতটাকা এড করতে চান সেইটা দিন।
- টাকার পরিমান দেয়ার পর আপনাকে বলবে কার্ড নাম্বার দিতে। কার্ড নাম্বার এড করার জন্য মাত্র আপনি ৪ মিনিট সময় পাবেন। এই ধাপে আপনি নগদের ভার্চুয়াল কার্ড নাম্বার এড করুন।
- এর পর আপনার ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি সাবমিট করে কনফার্ম করুন।
ব্যস! আপনার নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার সম্পন্ন হয়েছে।
আশা করি আপনি বুঝছেন কিভাবে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হয়। না বুঝলে কমেন্ট করুন।
আপনি চাইলে আমাদের সাইটের অন্যান্য পোস্টগুলো দেখতে পারেন।
ধন্যবাদ ।
এই পোস্টটি ভাল লাগলে আমাদের পোস্টগুলো দেখুন
নগদ একাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার
নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার
নগদ থেকে কি বিকাশে টাকা ট্রান্সফার করা যায়
bkash to nagad transfer