দাউদ বা দাদ এর আক্রমন থেকে বাচার জন্য অনেকে অনেক কিছুই বলে। যেমন কিছু সাইটে দেখলাম যে পেঁপে দিয়ে নাকি দাদ সেরে যায়। এরকম উদ্ভট আজগুবি কথা থেকে বেচে থাকাই উত্তম।
প্রশ্নকর্তার দাদ অনেক দিনের। তাহলে সম্ভবত আপনার দাদ অনেক ছড়িয়ে গেছে। দাদের জন্য বাজারে অনেক ক্রিম পাওয়া যায়। সেগুলো একেকটা একেক রকম দাদের জন্য।
দাদ এর বেশ কয়েক প্রকারভেদ আছে। আপনার কোনটা হয়েছে আমি জানি না। তবে দাদের জন্য আপনি এক্সফিন ক্রিমটা ব্যবহার করতে পারেন।
যেহেতু আপনার দাদ অনেক দিনের তাই আপনার একটানা ২৮ দিন নিতে হবে। আর এর মাঝে বাদ দেওয়া যাবে না। মাঝে ক্রিম লাগানো বাদ দিলে আরো বেশী করে দাদ হবে।
তবে আমি পরামর্শ দিবো, আপনাকে সরাসরি ডাক্তারের কাছে যেতে। একমাত্র ডাক্তারই ভাল করে আপনার দাদের ধরণ ধরতে পারবেন ও যথাযথ চিকিৎসা করতে পারবেন।
আপনার দাদের ধরণ , ও কোথায় হয়েছে বললে পরামর্শ দিতে সুবিধা হত। নিচে কমেন্ট করুন।